প্রথমদিকে যারা ওয়েবসাইট শুরু, তারা অনেকেই জানে না কেনো www url, nonwww url এর ভালো। এমনকি আমারও প্রথমদিকে এ ব্যাপারে ধারণা ছিলো না! অনেক এক্সপার্টরারা বলে থাকবে যে www url, nonwww url এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই! আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। কিন্তু আমি বলছি আছে,www url, nonwww url এর চেয়ে SEO জন্যে ভালো।
প্রত্যেক ওয়েবসাইটের জন্যেই একটা নেকেড url থাকে যা ব্যাকলিংকে non-canonical www url যোগ করে। যখন কেউ কোন ওয়েবসাইটে এক্সেস করে তখন হয়তো সে www যোগ করে ওই সাইট এক্সেস করে আর তা না করে থাকে non-canonical url, www যোগ করে দেয়। লিংক আপনার সাইটের র্যাংক বাড়াতে হেল্প করে এবং পেজ র্যাংক বৃদ্ধি করে যদি আপনার শেয়ারকৃত লিংক রিডাইরেক্টশন না করে।
www url, nonwww url থেকে কেন বেটার তা দেখে নেই
Performance and Speed:
আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এবং স্পিড SEO এর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। www url নেকেড url এর চেয়ে অন্তত দুইটি ক্ষেত্রে এগিয়ে।
CNAME Records:
কিছু কিছু হোস্টিং কোম্পানি আপনাকে সবসময় বলবে নেকেড url থেকে বিরত থাকতে। এর একটা কারণ হচ্ছে www url DNS CNAME Records সার্ভার ফেইল করা কোন ইউজারকে এক্সটা ফেক্সিবিলিটি দেয় রিডাইরেক্টশনের ক্ষেত্রে।
নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।
Cookies:
ওয়েবসাইট ডেভেলপারদের জন্য ভালো প্র্যাকটিস হলো কুকিজ ডোমেইন থেকে ইউজারদের কনটেন্ট সাজেস্ট করা। আপনি যখন www url ইউস করেন তখন তা আপনার canonical ডোমেইনের সাব-ডোমেইন হিসেবে ইউস হয়, যার ফলে কুকিজ তখন আপনাকে আর অন্য কোন সাব-ডোমেইন সেন্ড করবে না। কিন্তু আপনি যদি আপনার মেইন ডোমেইনের নেকেড url ইউস করেন তখন কুকিজ আপনাকে আপনার ওই ডোমেইনের সকল সাবডোমেইন সেন্ড করবে। যা আপনার সাইটের স্পিড এবং এক্সেস রেট কমিয়ে দিবে, পরবর্তীতে তা আপনার সাইটের SEO এর ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলবে।
আপনি যদি একশ জন SEO এক্সপার্ট এর কাছে পরামর্শ নেন তাহলে এ সম্পর্কে একশ রকম মত পাবেন। তাই আপনি যদি স্মার্ট হয়ে থাকেন তাহলে অন্যের কাছ থেকে এসব শোনা বন্ধ করবেন এবং এমন কোন ব্যান্ডের কাছ থেকে জানতে চেষ্টা করবেন যারা এই ক্ষেত্রে টপ লেভেলে আছে। যেমন ধরুন গুগল, ইয়াহু,বিং সার্চ ইঞ্জিংগুলো কিন্তু www url ই ইউস করে।
www.domain.com অথবা শুধু domain.com আপনার SEO এর ক্ষেত্রে সরাসরি তেমন প্রভাব ফেলে না। সাধারণ মানুষজন যখন www url দেখে তখন তারা তা ওয়েবসাইট হিসেবেই ধরে নেয়। তাই আপনার সাইটের ব্র্যান্ডিং এর জন্য www url ব্যবহারই ভালো হবে।
যদি আপনার সাইটের নেকেড url থাকে,তাহলে আপনাকে সাজেস্ট করবো www url ইউস করতে।
আপনি যদি নেকেড URL ইউস করেন তাহলে
ঐ সব লিংকগুলি রিডাইরেক্ট হবে এবং আপনি মূল্যবান পেজ র্যাংক এর একটা অংশ হারাবেন যার জন্য আপনি অনেক সময় এবং এফোর্ট ব্যয় করেছেন।আপনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। আপনি এখন আপনার নেক্সট ওয়েবসাইটের জন্য আরো বেটার ডিসিশন নিতে পারেন।
এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com