HomeBlogSSL সার্টিফিকেট কি?

SSL সার্টিফিকেট কি?

SSL সার্টিফিকেট হলো ছোট ছোট ডাটা ফাইল যা কোনো অর্গানাইজেশন এর ডিটেইলস কে ডিজিটাল পদ্ধতিতে বাইন্ড করে।যখন এটি ওয়েব ব্রাউজারে ইনস্টল করা হয় তখন এটি প্যাডলক এবং https প্রোটোকল একটিভেট করে এবং ব্রাউজারে ওয়েব সার্ভার থেকে সিকিউরড কানেকশন এলাউ করে।সাধারণত ক্রেডিট কার্ড ট্রানজেকশন,ডাটা ট্রান্সফার ও লগইন এবং সোসাল মিডিয়া সাইটে সিকিউরিটির জন্য SSL ব্যবহৃত হয়।

SSL সার্টিফিকেট যেগুলো একসাথে বাইন্ড করে:

  • asterisk
    ডোমেইন নেম,সার্ভার নেম অথবা হোস্ট নেম
  • asterisk
    অর্গানাইজেশনাল আইডেন্টিটি(যেমন কোম্পানির নাম) এবং লোকেশন।

কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্রাউজারের সাথে সিকিউর সেকশন চালু করার জন্য তার সার্ভারে SSL ইনস্টল দেওয়া প্রয়োজন।সিকিউর কানেকশন স্টাবলিশ হয়ে গেলে ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যেকার সব ওয়েব ট্রাফিক সুরক্ষিত থাকবে।

যখন একটি সার্টিফিকেট সফলভাবে আপনার সার্ভারে ইনস্টল হবে তখন এপ্লিকেশন প্রোটোকল (HTTP নামেও পরিচিত) HTTPs এ পরিবর্তিত হবে।এখানে সিকিউর এর জন্য S যোগ হয়েছে।আপনি কোন সার্টিফিকেট কিনেছেন এবং কোন ব্রাইজারের সাহায্যে আপনি নেট সার্ফিং করেন তার উপর নির্ভর করবে ব্রাউজার প্যাডলক শো করবে নাকি গ্রিন বার শো করবে।এটি ঘটবে যখন আপনি কোনো SSL সার্টিফিকেট ইনস্টল দেওয়া ওয়েবসাইট ভিজিট করবেন।

SSL সার্টিফিকেট ইন্সটল করা ওয়েবসাইট কেমন দেখায়?

এক্সটেনডেড ভ্যালিডেশন (EV) SSL সার্টিফিকেটস:

ev ssl

স্ট্যান্ডার্ড SSL সার্টিফিকেটস ( যেমন globalSign DomainSSL এবং OrganizationSSL) ডিসপ্লে:

Standard SSL

SSL সার্টিফিকেট কিভাবে কাজ করে?

SSL সার্টিফিকেট পাবলিক কি(key) ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে।এই ধরণের ক্রিপ্টোগ্রাফি হলো দুইটি কি(Key) এর সমন্বয় যা র‍্যানডম ভাবে সাজানো নাম্বারের লম্বা লাইন।এর একটিকে বলে প্রাইভেট কি এবং অপরটিকে বলে পাবলিক কি।পাবলিক কি আপনার সার্ভারে পরিচিত এবং পাবলিক ডোমেইন এ এভাইলেবল।এটির সাহায্যে যেকোনো মেসেজ এনক্রিপ্ট করা যায়।
যেমন এলিস ববকে মেসেজ করছে এবং সে মেসেজ টি ববের পাবলিক কি দ্বারা লক করবে। সেক্ষেত্রে মেসেজটি শুধুমাত্র ববের প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করা যাবে।বব একমাত্র ব্যক্তি যার প্রাইভেট কি আছে এবং কেবলমাত্র সেই এলিসের মেসেজ টি আনলক করতে পারবে।যদি হ্যাকার বব মেসেজটি আনলক করার আগেই যদি হ্যাকার মেসেজটি এনক্রিপ্ট করে ফেলে তাহলে সে একটি ক্রিপ্টোগ্রাফিক কোড পাবে।হ্যাকার যদি কম্পিউটারের সাহায্যও নিয়ে থাকে তবুও সে কোডটি ব্রেক করতে পারবে না।

আমরা যদি কোনো ওয়েবসাইটের টার্ম গুলির দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে সর্বদা ওয়েবসাইট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন হয়।আপনার ওয়েবসাইট হলো ওপরের উদাহরণের এলিস এবং সার্ভার হলো বব।

আমার কেন SSL সার্টিফিকেট দরকার?

SSL সার্টিফিকেট আপনার সেনসিটিভ ইনফর্মেশন যেমন ক্রেডিট কার্ড ইনফরমেশন,ইউজার নেম,পাসওয়ার্ড ইত্যাদি প্রোটেক্ট করে।

এটি আরো:

  • asterisk
    সার্ভারে ডাটা সুরক্ষিত রাখে।
  • asterisk
    গুগল র‍্যাংকিং বাড়ায়।
  • asterisk
    কাস্টমারদের বিশ্বাস তৈরি করে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

কোথায় SSL সার্টিফিকেট কিনতে পারবো?

কোনো বিশ্বাসযোগ্য সার্টিফিকেট অথরিটি থেকে SSL সার্টিফিকেট ইস্যু করতে হবে।ব্রাউজারস,অপারেটিং সিস্টেমস এবং মোবাইল ডিভাইস সমূহ ট্রাস্টেড CA root সার্টিফিকেট এর লিস্ট মেনটেইন করে।

ওই সার্টিফিকেটের বিশ্বাসযোগ্যতার জন্য ইউজার মেশিনের শেষে রুট সার্টিফিকেট উপস্থিত থাকতে হবে।যদি এটি ট্রাস্টেড না হয় তাহলে ব্রাউজার ইউজারকে আনট্রাস্টেড এরর মেসেজ সেন্ড করবে।ই-কমার্সের ক্ষেত্রে,এধরণের এরর মেসেজ ওয়েবসাইটে ইউজারদের তাৎক্ষণিক আত্মবিশ্বাসের ঘাটতি সৃষ্টি করে  এবং অর্গানাইজেশনগুলো গ্রাহকদের থেকে বিজনেস হারানোর ঝুঁকিতে থাকে।

হোস্ট দ্যা ওয়েবসাইট সকল শেয়ার্ড হোস্টিং প্যাকেজের সাথে ফ্রী শেয়ার্ড এস এস এল প্রদান করে। আপনি আমাদের যেকোন হোস্টিং প্যাকেজ কিনলেই ফ্রী তে  এস এস এল ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে আমাদের সাপোর্টে একটি টিকেট ক্রিয়েট করতে হবে। আমাদের যেসকল প্যাকেজে ফ্রী এস এস এল আছে সেগুলো দেখে নিন- শেয়ার্ড হোস্টিং , ফ্রী এস এস এল প্যাকেজ সমূহ।

পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন। এছাড়া নিচের আর্টিকেলটি আপনার কাজে লাগতে পারেঃ

১. ​কেন আপনার ওয়েবসাইটের জন্য SSL Certificate দরকার?​​​

২. SSL এবং HTTPS ওয়ার্ডপ্রেসে যুক্ত করার নিয়ম


এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments