HomeBlogওয়ার্ডপ্রেসে কিভাবে ফেইসবুক ইনকারেক্ট থাম্বেল ইস্যু ফিক্স করবেন?

ওয়ার্ডপ্রেসে কিভাবে ফেইসবুক ইনকারেক্ট থাম্বেল ইস্যু ফিক্স করবেন?

বিভিন্ন কারণেই ফেইসবুকে শেয়ার করা পোস্টের ইনকারেক্ট থাম্বেল শো করতে পারে। তারমধ্যে সবচেয়ে কমন ব্যাপারটা হচ্ছে - একই সাথে অনেকগুলো ছবি এড করার ফলে দেখা যায় ফিচার ইমেজটি অন্যান্য ইমেজ থেকে ছোট হয়ে যায়।

ফেইসবুক Yoast SEO এর মত ওপেন গ্রাফ ট্যাগ ইউস করে থাকে যার ফলে আপনার পোস্টে থাম্বেল মিস করলেও তা অটোমেটিক্যালি এড হয়ে যায়!

আপনার ফেইসবুকে শেয়ারকৃত পোস্টে কি ভুল থাম্বেল শো করছে? আমাদের অনেক ক্লায়েন্টই এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছেন! তাই এই আর্টিকেলে আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে ফেইসবুক ইনকারেক্ট থাম্বেল ইস্যু ফিক্স করবেন।

ফেইসবুক কেন আপনার থাম্বেল ইমেজ পিক করতে পারছেনা?

বিভিন্ন কারণ রয়েছে যা ফেইসবুককে আপনার পোস্টের সঠিক থাম্বেল ইমেজ গেস করতে বাধা দেয়! এছাড়া মাল্টিপল ইমেজ ইউজ করার কারণেও এটা হয়ে থাকে।

এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে- ক্যাশিং প্লাগইন,CDN ইস্যু, মিসিং ওপেন মেটা ট্যাগ ফর থাম্বেল ইমেজ প্রভৃতি। কোন কারণে এমনটা হচ্ছে এটা বের করা খুব কঠিন বিষয়। কেননা ডিবাগিং টুল ইউস করার সময়ও আপনি এ ব্যাপারে কোন প্রকার এরর মেসেজ পাবেন না!

আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক,কিভাবে ফেইসবুকের মিসিং থাম্বেল ইস্যু ফিক্স করবেন।

ম্যানুয়ালি আপনার থাম্বেল ইমেজ আপলোড করেন-

ফেইসবুকে শেয়ারকৃত আপনার পোস্টে যদি সঠিক থাম্বেল শো না করে তাহলে আপলোড লিংকে ক্লিক করে আপনি যে ইমেজটি আপলোড করতে চান তা আপলোড করে দিন।

নোট: আপনার পোস্টের থাম্বেলের জন্য আপলোড করা ইমেজটি পেইজের ফটো সেকশনে স্টোর থাকবে। আপনি চাইলে সেখান থেকে ফটো ডিলেট করে দিলেই ফেইসবুক আপনার পোস্টে ওই থাম্বেল ফটো শো করাবে!

এভাবেও যদি আপনার সমস্যা ফিক্স না হয় অথবা ফেইসবুকে ইনকারেক্ট থাম্বেল শো করে তাহলে আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে।

ফেইসবুককে বিস্তারিতভাবে আপনার ইচ্ছামাফিক থাম্বেল ফটো ইউস করার কথা বলুন-
ওয়ার্ডপ্রেস এসইও করার জন্যে Yoast প্লাগইন ইউস করে থাকলে,আপনি সহজেই ফেইসবুকের জন্য একটা স্পেসিফিক থাম্বেল ইমেজ সেট করে রাখতে পারেন।

সিম্পলি এখানে আপনার ফেইসবুক থাম্বেল ইমেজ এড করে দিন,এর ফলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইনকারেক্ট থাম্বেল ইস্যু ফিক্স হয়ে যায়! এরপরেও যদি ইনকারেক্ট থাম্বেল শো করে তাহলে আপনাকে ফেইসবুক ক্যাশ রিসেট করতে হবে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

ফেইসবুক ডিবাগ টুল ইউস করুন

ফেইসবুক ডিবাগ টুল খুব সহজেই আপনার এই সমস্যাটা ফিক্স করতে পারে! সিম্পলি আপনার ওয়ার্ডপ্রেস পোস্টের ইউআরএলটা কপি করে ডিবাগ টুলে পেস্ট করুন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় og-image খুব বেশি বড় না হওয়ায় এই প্রব্লেমটা হচ্ছে। কমপক্ষে ২০০ গুণ ২০০ পিক্সের ছবি ইউস করুন।
ফেইসবুক কিভাবে আপনার পোস্টের থাম্বেল গেস করে? আপনার আর্টিকেলে যদি থাম্বেল ইমেজের চেয়েও অন্যকোন বড় ইমেজ থেকে থাকে তাহলে ফেইসবুক ওই ইমেজটাকেই থাম্বেল ইমেজ হিসেবে গেস করে। কয়েকটি ব্যতিক্রম ছাড়া ডিবাগ টুলে পোস্ট ইউআরএল কপি করে এ সমস্যার সমাধান করা যায়!

আশাকরি এই আর্টিকেলটি আপনাদের ফেইসবুকে ইনকারেক্ট থাম্বেল সমস্যা ফিক্স করতে সাহায্য করবে। এছাড়া আমরা আপনাকে Floating Social Bar ইউস করতে রিকমেন্ড করবো। এটা আপনার পোস্টের ওপরে একটা স্ট্রিকি সোশ্যাল বার এড করবে যা ইউজারদের পোস্ট শেয়ার এবং টুইট করতে ইনকারেজ করবে।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments