HomeBlogকেন আপনার ওয়ার্ডপ্রেসের জন্য CDN দরকার?

কেন আপনার ওয়ার্ডপ্রেসের জন্য CDN দরকার?

"কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ স্পিড আপ করা যায়"-এই বিষয়ের উপর ডিটেইলস টিউটোরিয়ালের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে রিকুয়েস্ট আসছে।
আগের আর্টিকেলে  আমরা CDN সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। 

কিন্তু তারপরও  মনে হচ্ছে আমরা বিষয়টি যথেষ্ট ক্লারিফাই করতে পারিনি।অনেক বিগেইনার এখনো CDN কি বুঝতে পারেনি কেননা  "যদি আমার CDN থাকে তাহলে কি আমার হোস্টিং দরকার হবে?" টাইপের প্রশ্ন আসছে প্রতিনিয়ত।
বিষয়টি পরিপূর্ণভাবে ক্লিয়ার না করায় আমরাও অনেকাংশে দায়ী।এর আগে আমরা প্রতিবার শুধু CDN নিয়ে লিখেছি ফলে বেসিকস ইগনোর করেছি।সুতরাং,এই আর্টিকেলে আমাদের লক্ষ্য হবে CDN কি তা ব্যাখ্যা করা এবং কেন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য CDN দরকার।

আপডেট:সাধারণ ভাবে বলতে গেলে,CDN এমন একটি জিনিস যার ব্যবহার আপনার ওয়েব হোস্টিং একাউন্টের স্পিড আপ করতে সাহায্য করে। CDN ওয়েব হোস্টিং একাউন্টকে রিপ্লেস করে না ফলে আপনার অবশ্যই একটি হোস্টিং প্রোভাইডার লাগবে।

আপনার ওয়েব সার্ভারের ইউজারদের প্রক্সিমিটি  লোডিং টাইম এর উপর প্রভাব ফেলে।মাল্টিপল জিওগ্রাফিক্যালি ডিসপারসড সার্ভারদের মাধ্যমে কনটেন্ট ডেভেলপ করলে আপনার সাইটের পেজ ইউজারদের প্রত্যাশার চেয়েও বেশি ফাস্ট ও স্পিডি লোড হবে।বর্তমানে CDN অনেক সহজলভ্য।সহজ কথায়,আপনার ইউজার CDN সার্ভারের যত কাছে থাকবে,কনটেন্ট তত দ্রুত পাবে।

কেন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য CDN দরকার?

যদি আপনি আর্টিকেলের ওপরের অংশ পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন CDN থাকা আপনার ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ।আমরা নিজেদের ওয়াবসাইটে CDN ব্যবহার করে যেসব সুবিধা পেয়েছি তা নিচে দেওয়া হলো:

স্পিড :

CDN সার্ভার ইউজ করার পর থেকে আমাদের সাইট ফাস্টার ও স্পিডি হয়েছে।

ক্র‍্যাশ রেজিস্টেন্স-

আমাদের আর্টিকেলটি শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ।আমাদের কিছু আর্টিকেলের জন্য সোস্যাল মিডিয়া থেকে হিউজ পরিমানে ট্রাফিক এসেছে।যদি প্রোপার CDN এবং ক্যাশিং সেটআপ না থাকলে আমাদের সাইট অনেকবার ক্র‍্যাশ হতে পারতো।CDN আমাদের মেইন সার্ভারের 100% ট্রাফিক মাল্টিপল সার্ভারে ডিস্ট্রিবিউট করেছে এবং সাইটকে ক্র‍্যাশিং থেকে বাঁচিয়েছে।

ইউজারদের এক্সপেরিয়েন্স ইমপ্রভ করে:

যখন থেকে আমরা CDN ইউজ করা শুরু করেছি তখন থেকে আমাদের সাইটের বাউন্স রেট কমে গেছে।এছাড়াও আমাদের ইউজার এবং পেজভিউ বেড়ে গিয়েছে।সুতরাং,সত্যিকারের ফাস্ট সাইট সবসময় ইউজারদের এক্সপেরিয়েন্স ইম্পপ্রুভ করে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

SEO এর ইমপ্রুভমেন্ট:

গুগল পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ফাস্টার সাইট সার্চ ইঞ্জিনের র‍্যাংকিং এ উপরের দিকে থাকবে।আমরা লক্ষ্য করেছি CDN ইউজ করার পর থেকে আমাদের সাইটের র‍্যাংকিং আপগ্রেড হয়েছে। আমরা আমাদের সাইটের জন্য MaxCDN ইউজ করি,এটি এমেইজিং।আমরা অন্যান্য MaxCDN ইউজারদের সাথে কথা বলেছি,তাদের সবার অভিজ্ঞতাই অসাধারণ।

এই আর্টিকেলের পর মনে হয় না,  CDN নিয়ে আর কোন প্রশ্ন আছে। এছাড়া যেকোন প্রয়োজনেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

নিচের আর্টিকেলগুলো আপনার পড়ে নেওয়া উচিতঃ

১. ​কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) কি?​​​

২. ​ক্লাউডফ্লেয়ার ব্যবহার করার ৬ টি গুরুত্বপূর্ণ কারন​​​

৩. ​এক ক্লিকেই ইন্সটল করুন ক্লাউডফ্লেয়ার হোস্ট দ্যা ওয়েবসাইটে হোস্ট করা ওয়েবসাইটে​​​

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments