আপনারা ইতিমধ্যেই জানেন যে, ক্লাউডফ্লেয়ারের সাথে Host The Website এর পার্টনারশিপ চুক্তি হয়েছে। অনেকেই হয়ত জানেন না কিভাবে আপনি ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার অ্যাকটিভ করতে পারেন। তাই আজকের পোস্টটি হবে কিভাবে আপনি অনেক সহজেই Host The Website এ হোস্ট করা আপনার ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার অ্যাকটিভ করে নিতে পারেন।
ক্লাউডফ্লেয়ার অ্যাকটিভ বা ইন্সটল করার পূর্বে একটি বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি। তা হলো -
- আপনার ওয়েবসাইটের ডোমেইন Host The Website থেকেই নেওয়া কিনা অথবা
- আপনার ওয়েবসাইট বাইরের অন্য কোনো ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে নেওয়া কিনা।
আপনার ওয়েবসাইটের ডোমেইন যদি আমাদের অর্থাৎ Host The Website থেকেই নেওয়া থাকে, তাহলে ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার অ্যাডোন প্যাকেজ চালু হওয়ার সাথে সাথেই ক্লাউডফ্লেয়ার স্বয়ংক্রিয়ভাবে অ্যাকটিভ হয়ে যাবে। অন্যদিকে, আপনার ওয়েবসাইট এর ডোমেইন যদি অন্য কোনো ডোমেইন প্রোভাইডার যেমনঃ Godaddy, Namecheap, Enom ইত্যাদি থেকে নেওয়া হয় তবে আপনার নিজে কিছু ধাপে ক্লাউডফ্লেয়ার ইন্সটল করতে হবে।
চলুন ধাপগুলো জেনে নিই -
ভিডিও টি দেখে নিতে পারেন অথবা নিচের স্টেপ ফলো করতে পারেনঃ
- প্রথমে Host The Website এর লগিন পেজে যান।
- এরপর "SERVICES" লেখা বক্সে ক্লিক করুন।
- আপনি যে ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার ইন্সটল করতে চান সেই ওয়েবসাইটের নির্দিষ্ট হোস্টিং প্যাকেজ বক্সে ক্লিক করুন।
- "Addons & Extras" বক্সে ড্রপ-ডাউন মেনু বার থেকে "CloudFlare Free with CloudFlare DNS" সিলেক্ট করুন এবং "Purchase & Activate" বাটনে ক্লিক করুন।
- ডান পাশের "Checkout" বাটনে ক্লিক করুন। এখানে আপনার মোট বিল আসবে $0.00, সুতরাং আপনাকে মূলত কোনো অতিরিক্ত বিল ক্লাউডফ্লেয়ারের জন্য পরিশোধ করতে হবে না।
- যেকোনো একটি "Payment Method" সিলেক্ট করুন এবং "Complete Order" বাটনে ক্লিক করুন।
- এই ধাপটির জন্য আপনার আগেই একটি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট তাদের অফিসিয়ার ওয়েবসাইট থেকে খুলে নিতে হবে। আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এই লিঙ্ক থেকেঃ CloudFlare Sign Up। ক্লাউডফ্লেয়ারে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার ওয়েবসাইট যুক্ত করুন। অতঃপর আপনি নির্দিষ্ট দুইটি Nameserver পাবেন।
এখন আপনার ক্লাউডফ্লেয়ারের ইমেইল এবং পাসওয়ার্ড লিখে নিচের (Screenshot) পেজে লগিন করুন। তারপর ক্লাউডফ্লেয়ারে পাওয়া Nameserver দুইটি সেখানে যুক্ত করে দিন।
এভাবে আপনি সহজেই আপনার ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার ইন্সটল করতে পারবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করুন এবং আমাদের সাপোর্ট যোগাযোগ করতে পারেন Ticket, Live chat ও Email এর মাধ্যমে।