HomeBlogহোস্টিং কোম্পানির অতিপ্রয়োজনীয়  দশটি ফিচার

হোস্টিং কোম্পানির অতিপ্রয়োজনীয়  দশটি ফিচার

আপনি যখন ওয়েব হোস্টিং কোম্পানিগুলো নিয়ে রিসার্চ করবেন তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।ওয়েব হোস্টিং কোম্পানি পছন্দের ক্ষেত্রে প্রাইস অনেক বড় ফ্যাক্টর কিন্তু এটার চেয়েও বড় ফ্যাক্টর হলো ফিচার সমূহ।আপনি কি জানেন আপনার কোন ফিচারগুলো আপনার সবচেয়ে বেশি দরকার?

কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো একটি ভালো হোস্টিং কোম্পানি বেছে নেওয়া।কিন্তু বিগেইনারদের জন্য এটি বাছাই করা সহজ বিষয় নয়।অনেক কোম্পানি আছে যারা হোস্টিং সার্ভিস দেয় এবং প্রত্যেক কোম্পানিই নিজেদেরকে সেরা দাবী করে। তারা প্রত্যেকেই আনলিমিটেড স্পেস,আনলিমিটেড ব্যান্ডউইথ,0% ডাউনটাইম,ব্যবহারে স্বাচ্ছন্দ্য এবং 24/7 টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

আপনার হোস্টিং কোম্পানির অতিপ্রয়োজনীয়  দশটি ফিচার অবশ্যই থাকা উচিত।চলুন দেখে নিই ওয়েব হোস্টিং এর জন্য আপনার কি কি দরকার।এগুলো জানতে পারলে আপনার জন্য ওয়েব হোস্টিং কোম্পানি বেছে নেওয়া অনেক সহজ হবে।এক্ষেত্রে Host the website হোস্টিং কোম্পানি টি আপনার জন্য ভালো সমাধান হতে পারে।

cPanel Control Panel:

কন্ট্রোল প্যানেল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার।এটি দ্বারা আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন।আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ যেমন ইমেইল একাউন্ট সেটিং,ওয়ার্ডপ্রেস ইন্সটলিং, ডাটাবেস মেনেজমেন্ট, ফাইল মেনেজার ইত্যাদিও এখান থেকে করতে পারবেন।আপনার হোস্টিং কোম্পানিকে অবশ্যই একটি কন্ট্রোল প্যানেল যেমন cPanel প্রোভাইড করতে হবে যেন আপনার সাইটের রুটিন কাজগুলো দ্রুত এবং কার্যকরভাবে করতে পারেন। হোস্ট দ্যা ওয়েবসাইটের সকল প্ল্যানের সাথে সিপ্যানেল দেয়া হয়।

1-Click Script Installation:

একটি ভালো হোস্টিং কোম্পানি অবশ্যই পপুলার প্রোগ্রামগুলোর জন্য 1 click auto installer অফার করবে।কিছু ওয়েব প্ল্যাটফর্ম যেমন WordPress,Joomla ইত্যাদি বিগেইনারদের জন্য ইন্সটল করা কঠিন।কিন্তু Fantastico এর মতো প্রোগ্রাম সহজেই ইন্সটল করা যায়।চেক করুন আপনার হোস্টিং কোম্পানি Fantastico,Softaculas ইত্যাদির মতো সহজ 1-click ইন্সটলার অফার করছে কী না।যদি না করে তাহলে আমি আপনাকে অন্য হোস্টিং কোম্পানি বেছে নেওয়ার পরামর্শ দেবো। হোস্ট দ্যা ওয়েবসাইট শেয়ার্ড হোস্টিং এর সাথে Softaculas প্রোভাইড করে।

24/7 Customer Support:

আপনি যেই হোন বা যত বেশিই জানেন না কেন আপনার অবশ্যই দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে সাত দিনই টেকনিক্যাল সাপোর্ট দরকার হবে।

ভালো ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর টেকনিক্যাল সাপোর্টের জন্য মাল্টিপল ওয়ে থাকে।তারা সাধারণত টোল ফ্রি নাম্বার,ইমেইল সাপোর্ট, টিকেট সিস্টেম এবং লাইভ চ্যাট অফার করে থাকে।এছাড়াও অনেক কোম্পানির নলেজ ডাটাবেজে টিউটোরিয়াল থাকে যার মাধ্যমে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। 

হোস্ট দ্যা ওয়েবসাইট ২৪/৭ টিকেট এবং ফোনকল সাপোর্টের সাথে , ১২ ঘন্টা লাইভ চ্যাট সাপোর্ট দেয়।

Data Backup Option:

যে কোনো মুহূর্তে আপনার ওয়েবসাইট ক্রাশ করতে পারে এবং চোখের সামনে সব ডাটা হ্যাক হয়ে যেতে পারে।এজন্য আপনার প্রয়োজন ডাটা ব্যাকআপ অপশন।এটি কোনো অপশনাল বিষয় নয় বরং এটি অপরিহার্য। প্রায় সকল ওয়েব হোস্টিং কোম্পানিই বিভিন্ন ধরনের ব্যাকআপ যেমন Bluehost,এমনকি ফ্রি ডেইলি ব্যাকআপ অফার করে থাকে।তাই দেখে নিন আপনার হোস্টিং কোম্পানি সাইটের জন্য রেগুলার বেসিসে ফুল ব্যাকআপ অফার করছে কি না। আমাদের সকল সার্ভারে অটো ব্যাকাপ সিস্টেম আছে।

Email Addresses:

যেকোনো ওয়েব বিজনেসের ক্ষেত্রে আপনার সাইটের জন্য ইমেইল এড্রেস দরকার হবে।এজন্য চেক করতে হবে আপনার হোস্টিং কোম্পানি ইমেইল এলাউ করছে কি না।আরো চেক করতে হবে ইমেইল একাউন্টের নাম্বারের লিমিট আছে কি না।কিছু কোম্পানি খুব কম ইমেইল স্পেস অফার করে।আপনার যদি অনেক বেশি ইমেইল স্পেস দরকার হয় তাহলে সঠিক হোস্টিং কোম্পানি টি বেছে নিতে হবে। হোস্ট দ্যা ওয়েবসাইট ফ্রী ইমেইল দিয়ে থাকে।

FTP access:

আপনার ওয়েবসাইটের ডাটা এবং ফাইল তখনই ইন্টারনেটে শো করবে যখন সেগুলো কোনো হোস্টিং সাইটে আপলোড হবে।এজন্য আপনি আপনার হোস্টিং কোম্পানির আপলোড ফিচার ব্যবহার করতে পারবেন।কিন্তু এটি অনেক সময় নষ্ট করে কেননা প্রতি একবারে একটি মাত্র ফাইল আপলোড করা যায়।FTP একাউন্ট ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।FTP একাউন্ট খুব সহজে এবং দ্রুত আপনার ফাইল কম্পিউটার থেকে ওয়েবে ট্রান্সফার করে।তাই হোস্টিং করার আগে চেক করে নিন আপনার হোস্টিং কোম্পানি FTP access অফার করছে কি না।

Refund Policy:

হোস্টিং কোম্পানির মানি ব্যাক গ্যারান্টি অফার চেক করুন।জেনে নিন ট্রায়াল পিরিয়ডের পর আপনি যদি হোস্টিং ক্যান্সেল করেন তাহলে তারা ফুল মানি ব্যাক দেবে নাকি ক্যান্সিলেশন ফি রেখে দিবে।বেছে নিন এমন একটি হোস্টিং সাইট যেটি অফার করে কোনো ক্যান্সিলেশন ফি ছাড়াই 100% মানি ব্যাক গ্যারান্টি।আর সবচেয়ে ভালো হয় যদি কোনো কোম্পানি ট্রায়াল পিরিয়ডের পর প্রো রেটেড রিফাউন্ড অফার করে।

হোস্ট দ্যা ওয়েবসাইট সকল শেয়ার্ড হোস্টিং প্যাকেজে ৩০ দিনের কোন প্রশ্ন ছাড়া মানিব্যাক করে।

Multiple Domains:

বর্তমানে প্রায় সবাই বিভিন্ন প্রয়োজনে একের অধিক ডোমেইন ব্যবহার করে।আপনার যদি মাল্টিপল ডোমেইন না থাকে,ভবিষ্যতে এটির  দরকার হবে।এজন্য কোনো হোস্টিং কোম্পানিতে সাইন আপ করার আগে নিশ্চিত হয়ে নিন সেখানে মাল্টিপল ডোমেইন হোস্ট করা যাবে কি না।অনেক কোম্পানি আনলিমিটেড ডোমেইন অফার করলেও কিছু ছোট ও বাজে কোম্পানিগুলোতে ডোমেইনের লিমিট থাকে।
তাই,আনলিমিটিডেট ডোমেইন অফার করে এমন কোনো হোস্টিং কোম্পানি বেছে নিন।

আমাদের সকল প্যাকেজে অ্যাডোন ডোমেন আছে। স্টার্টার প্যাকেজে যেটা সর্বনিম্ন ৩ তি।

Server Upgrade Options:

আনলিমিটেড স্পেস এবং ব্যান্ডউইথ নিয়ে কোম্পানিগুলো এডভার্টাইজিংয়ের  সময় কি বলছে তা বিশ্বাস করবেন না।শেয়ারড হোস্টিং এ আপনাকে অন্যান্য সাইটের সাথে ব্যান্ডউইথ শেয়ার করতে হবে।প্রাইমারি লেভেলের সাইটের জন্য শেয়ারড হোস্টিং খুব ভালো কিন্তু যখন আপনার সাইট গ্রোথ করতে থাকবে তখন এটিকে কোনো ডেডিকেটেড সার্ভার অথবা VPS সার্ভারে আপগ্রেড করতে হবে।আপগ্রেডের ফলে আপনি পাবেন আরো বেশি মেমরি,স্টোরেজ এবং পাওয়ার।তাই হোস্টিং কোম্পানি বেছে নেওয়ার সময় তাদের সার্ভার আপগ্রেড অপশনস আছে  কি না সে ব্যাপারে নিশ্চিত হোন। আমাদের প্যাকেজ আপগ্রেড ছাড়া , সার্ভার আপগ্রেডও অ্যাভেইলেবল।

১.আপনি কখন বুঝবেন আপনার সাইট শেয়ারড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিংয়ে আপগ্রেড করতে হবে? ২.কখন আপনাকে ভিপিএস হোস্টিং থেকে ডেডিকেটেড হোস্টিং এ আপগ্রেড করতে হবে?

Server Uptime Guarantee:

এই অপশনটি অনেকেই এড়িয়ে যায়।আপনার সাইট যদি ডাউন হয়ে যায় তখন সেটি আর কেউ দেখতে পাবে না।সার্চ ইঞ্জিন যেমন গুগলের সাহায্যে ইউজাররা আপনার সাইট আপনার সাইটে এক্সেস না করতে পারলে তারা অন্য কোনো সাইটে এক্সেস করবে।বর্তমানে আপটাইমের স্ট্যান্ডার্ড হলো 99.9%। এজন্য বেছে নিন এমন একটি হোস্টিং সাইট যেটি সার্ভার আপটাইম গ্যারান্টি অফার করে।

হোস্ট দ্যা ওয়েবসাইট ৯৯.৯% সার্ভার আপটাইমের গ্যারেন্টি দেয় আমাদের সকল সার্ভারের লাইভ আপটাইম স্ট্যাটাস আপনি আমাদের ওয়েবসাইট থেকে লাইভ দেখতে পারবেন। লাইভ আপটাইম স্ট্যাটাস দেখুন।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।

Conclusion:

ওয়েব হোস্টিং কেনার সময় উপরের দশটি ফিচারের কথা  অবশ্যই মাথায় রাখবেন।একটু ভেবেচিন্তে ওয়েব  হোস্টিং করলে পরবর্তীতে অনেক সমস্যাই এড়াতে পারবেন। আমাদের হোস্টিং কোম্পানি Host The Website এই ১০ টি ফিচার সবসময় কাস্টমারকে দিয়ে থাকে।

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments