HomeBlogআপনি কখন বুঝবেন আপনার সাইট শেয়ারড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিংয়ে আপগ্রেড করতে...

আপনি কখন বুঝবেন আপনার সাইট শেয়ারড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিংয়ে আপগ্রেড করতে হবে?

আপনি যে ধরণেরই হোস্টিং ব্যবহার করেন না কেন,আপনার ওয়েবসাইট একটি ওয়েব সার্ভারে রিসাইড করবে।যখন কেউ আপনার পেজ ভিজিট করবে,তখন সার্ভারের CPU এবং মেমরি একসাথে কাজ করবে এবং ভিজিটরকে তার রিকুয়েস্টেড পেজে সেন্ড করবে।এই সব কাজের  ক্ষেত্রে আপনার ওয়েবসাইট অনেক বেশি পরিমাণে CPU এবং মেমরি ইউজ করবে এবং এটাই সেই সময় যখন আপনার একাউন্ট আপগ্রেড করতে হবে।

নিচের দুইটি পোস্ট পড়ে নিলে আপনার জন্য সুবিধা হবে বুঝতেঃ 

১.শেয়ারড হোস্টিং,ভিপিএস হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং কী এবং এদের মধ্যে পার্থক্যসমূহ:  

২. শেয়ার্ড হোস্টিং এর সুবিধা এবং অসুবিধা সমূহ দেখে নেই প্রথমে

শেয়ারড হোস্টিংকে যদি একটি এপার্টমেন্টে বাস করার সাথে তুলনা করা যায় তাহলে -
একটি গ্রোয়িং ফ্যামিলি:
যখন আপনার ফ্যামিলি আপনার এপার্টমেন্টের তুলনায় বড় হয়ে যায় তখন এটিকে অন্য কোথাও মুভ করা প্রয়োজন।যেমন,আপনার বাচ্চাদের জন্য একটি এক্সট্রা বেডরুম অথবা বাথরুম দরকার আপনাকে কোনো কনডো তে মুভ করতে হবে।আপনি যখন শেয়ারড হোস্টিং ব্যবহার করবেন এবং আপনার ওয়েবসাইট পপুলার হয়ে যাবে তখন বেশি পরিমান মেমরি এবং CPU দরকার হবে।সেক্ষেত্রে আপনার সাইটকে ভিপিএস হোস্টিং এ আপগ্রেড করতে হবে।এর ফলে আপনার সাইটের ট্রাফিক কন্ট্রোল হবে।

শেয়ারড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিং এ ট্রান্সফার কখন করবেনঃ

  • check
    আপনার ওয়েবসাইটের ভিজিটর ১ লাখের উপরে।
  • check
    আপনার ওয়েবসাইটে ১ সেকেন্ডে ৩০-৫০ জনের বেশি ভিজিট করে।
  • check
    ভিজিটর বেশি থাকার কারনে আপনার ওয়েবসাইট স্লো কাজ করছে।
  • check
    ডাটাবেস লিমিটেশনের কারনে মাঝে মাঝে "Error Establishing Database" দেখাচ্ছে
  • check
    আপনার পার্সোনালি সার্ভারে কোন সফটওয়্যার ইন্সটল করা দরকার।
  • check
    আপ্নার সাইট অনেক পপুলার, তাই শেয়ার্ড সার্ভারে রাখাই সিকিউরিটি নিয়ে চিন্তায় আছে
  • check
    শেয়ার্ড আইপ ইউস করতে চাচ্ছেন না, সেজন্য অনেক কোম্পানি ডেডিকেটেড আইপি প্রদান করে।

বেশির ভাগ ইউজারের জন্য শেয়ারড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিং এ আপগ্রেড করা বেস্ট।
ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের ক্ষেত্রে,আপনার এলোটেড রিসোর্স সবার সাথে শেয়ার করতে হবে না।ওভারল CPU টাইম এবং মেমরি মেশিনে থাকা সব ইউজার শেয়ার করতে পারবে।কিন্তু একই সময়ে রিসোর্সগুলি প্রতিটি একাউন্টের জন্য ডেডিকেটেড হবে।

এটি শেয়ারড হোস্টিং চেয়ে আরো বেশি পাওয়ারফুল এবং ফ্লেক্সিবিলিটি এলাউ করবে।ধরুন একটা ডেডিকেটেড সার্ভার এর ডিস্ক স্পেস ৫০০ জিবি এবং ব্যান্ডউইথ ৫০০০ জিবি। এখন এই সার্ভার টাকে ১০ ভাগে সমান ভাবে ভাগ করলাম। তাহলে এক এক ভাগে ডিস্ক স্পেস ৫০ জিবি এবং ব্যান্ডউইথ ৫০০ জিবি করে পড়লো। এই এক একটা ভাগ কে বলা হয় ভারচুয়াল সার্ভার। তাহলে পুরো সার্ভার তা ১০ জন ইউজার ব্যবহার করলে আপনি ১০ জনের ১ জন। ১০০০ জনের ১ জন হয়ে আপনি শেয়ারড হোস্টিং এ যে সুযোগ সুবিধা পেতেন, ১০ জনের ১ জন হয়ে ডেফিনিটলি আপনি অনেক বেশি সুবিধা পাচ্ছেন।

 আপনার কাছে ভিপিএস এর রুট কন্ট্রোল প্যানেল থাকায় আপনার ওয়েবসাইট এর সিকিউরিটি শেয়ারড হোস্টিং এর তুলনায় অনেক ভালভাবে মেইনটেইন করতে পারবেন। অধিক পরিমান ব্যান্ডউইথ ব্যবহারের সুযোগ থাকায় আগের থেকে অনেক বেশি ভিজিটর আপনার ওয়েবসাইট এ ডাউনটাইম ছাড়া প্রবেশ করতে পারবে। রিসোর্স বেশি থাকার কারনে ভিপিএস এর দাম ও তুলনামুলক ভাবে একটু বেশি। 

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

কাস্টমাইজেশন:

আপনি যদি লাল রঙ ভালোবাসেন এবং আপনার দেয়াল লাল রঙ দিয়ে পেইন্ট করতে চান,একটি এপার্টমেন্টে থাকা অবস্থায় পারবেন না।কিন্তু যদি কোনো কনডোতে মুভ করেন সেখানে আপনি ইচ্ছামত যেকোনো দেয়ালে পেইন্ট করতে পারবেন।
যদি আপনার কোনো সফটওয়্যার প্রয়োজন হয় এবং সেটি শেয়ারড হোস্টিংয়ে এভাইলেবল না থাকে তাহলে ভিপিএস হোস্টিং আপগ্রেড করুন।ভিপিএস হোস্টিং এ আপনি ইচ্ছামত সফটওয়ার ইন্সটল করতে পারবেন।

আমাদের ভিপিএস হোস্টিং প্ল্যানগুলো দেখে নিনআমাদের কোম্পানি থেকে আপনি চাইলে মেনেজড ভিপিএস হোস্টিং নিতে পারেন। তাহলে সকল ধরনের সার্ভার মেন্টেনেন্স থেকে শুরু করে আমাদের টীম করে দিবে। সেক্ষেত্রে নরমাল প্রাইসের সাথে ১০ ডলার মাসিক বেশি দিতে হবে। সিপ্যানেল ভিপিএস লাইসেন্স সহ মেনেজড সার্ভিসের জন্য ২০ ডলার প্রতিমাসে বেশি দিতে হবে।

সো আশাকরি এই আর্টিকেল আপনাকে হেল্প করবে এই সিদ্ধান্ত নিতে, কখন আপনার হোস্টিং আপগ্রেড করতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যেকোন প্রোবলেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন support@hostthewebsite.com এ অথবা ০১৫২১২১০৩৪৮ এই নাম্বারে।

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments