HomeBlogওয়ার্ডপ্রেসের Syntax Error কিভাবে ফিক্স করবেন?

ওয়ার্ডপ্রেসের Syntax Error কিভাবে ফিক্স করবেন?

ওয়ার্ডপ্রেসের Syntax Error কিভাবে ফিক্স করবেন?

এই এররটা সাধারণত তখনি ঘটে যখন আপনি code snippets এড করতে যান এবং এই কোডের মধ্যে কিছু ভুল থাকে অথবা কোডে Syntax Error থাকে। যার ফলে আপনি PHP parse error দেখতে পান এবং এটা অনেকটা এরকম দেখায়-

parse error-syntax error,unexpected send in/public_html/sitel/wp-content/themes/my-theme/function.php on line 278

এই মেসেজ দ্বারা এটা বুঝায়, কোডের মধ্যে কোথাও ক্রটি আছে এবং লাইন নাম্বারে মাধ্যমে ইন্ডিকেট করা হয় স্ক্রিপ্টের কোথায় সেই ত্রুটিটি আছে। এই সমস্যা ফিক্স করার জন্যে আপনাকে Syntax কারেক্ট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রত্যাশিত ব্রাকেট অথবা কিছু ক্যারেক্টার মিসের জন্য Syntax এরর হয়ে থাকে।

ওয়ার্ডপ্রেসের জন্য প্রচুর টিউটোরিয়াল এবং code snippets আছে যা আপনি ওয়েবে পাবেন।
এগুলো নতুন ওয়ার্ডপ্রেস ইউজারদের তাদের সাইট নিয়ে নতুন কিছু করার এবং শেখবার উৎসাহ দেয়। কিন্তু দু:খের ব্যাপার হচ্ছে, সামান্য প্রকার এররই কিন্তু আপনার সাইট ব্রেক করার জন্যে যথেষ্ট এবং নতুনদের জন্য তা খুব ভালো অভিজ্ঞতা নয়। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসে নতুন কিছু ট্রাই করতে গিয়ে অপ্রত্যাশিত Syntax এরর দেখেন তাহলে ঘাবড়াবেন না! কেননা একমাত্র আপনার ক্ষেত্রেই এমনটা ঘটেছে তা যেমন নয় তেমনি ফিউচারেও অনেকের বেলায় এমনটা ঘটবে। তাই আমরা এই আর্টিকেলে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের অপ্রত্যাশিত Syntax এরর ফিক্স করবেন।

অপ্রত্যাশিত Syntax এরর

অপ্রত্যাশিত এরর এড়ানোর জন্যে নির্ভুল Syntax ইউস করুন-

প্রথমেই আপনাকে এই গাইডলাইনটা ফলো করা উচিত- বিগেইনার হিসেবে কিভাবে আপনাকে কোড কপি এবং তা পেস্ট করতে হবে। এ বিষয়ে গুগলে সার্চ করলেই অনেক আর্টিকেল পেয়ে যাবেন। বিগেইনাররা সাধারণত কোড পেস্ট করার সময় কিছু কমন মিসটেক করে থাকে। Syntax এরর খুব ছোট কিছু মিস করার কারণেও হতে পারে কিন্তু তা আপনার পুরো কোড Syntax জন্য বিশাল ত্রুটি। সামান্য কমা,অতিরিক্ত একটা ব্র‍্যাকেট আপনার পুরো স্ক্রিপ্টকে ব্র‍্যাকডাউন করতে পারে।
আপনি কি সম্প্রতি কোন কোড ওয়েব থেকে ওয়ার্ডপ্রেসে পেস্ট করেছেন অথবা প্লাগইন? তাহলে হয়তো আপনার জন্যে বলা সম্ভব কোথায় Syntax এররটা হয়েছে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

FTP ইউস করে Syntax error ফিক্স করুন-

Syntax error ফিক্স করার জন্যে আপনাকে সেই কোডটা এডিট করতে হবে যার জন্যে এই এরর হচ্ছে। অথবা আপনি কোডটা রিমুভ করেও এটা ফিক্স করতে পারেন। Syntax error এর ফলে অনেক বিগেইনাররা দিশেহারা হয়ে পড়েন কেননা তারা তখন সাইটে এক্সেস করতে পারে না!
ওয়ার্ডপ্রসের Appearance >> Editor সেকশন ইউস করে যদি আপনি কোড পেস্ট করে থাকেন তাহলে আপনি সাইটের ভিতরে এক্সেস করতে পারবেন না! তাহলে আপনি কি করবেন? এর সর্বশেষ সমাধান হচ্ছে FTP ইউস করে কোড এডিট করা।

FTP কিভাবে ইন্সটল করতে হয় তা এখান থেকে দেখে নিন
FTP ইন্সটল হয়ে গেলে, আপনার ওয়েবসাইটে কানেক্ট হোন এবং থিম ফাইলে যান যা এডিট করা প্রয়োজন। আপনার যদি মনে না থাকে কোন ফাইল এডিট করতে হবে,তাহলে এরর কোড কোনটা তা খেয়াল করুন। এরর কোডই বলে দিবে আপনাকে কোন ফাইল এবং কোন লাইনটা এডিট করতে হবে।

আপনি চাইলে সর্বশেষ যে কোড এড করেছিলেন তা রিমুভ করতে পারেন অথবা syntax ঠিকভাবে এডিট করে এই এরর ফিক্স করতে পারেন। যখন আপনার কোড এডিট/ রিমুভ করা শেষ হয়ে যাবে তখন সেই ফাইলটা সেভ করে সার্ভারে পুররায় আপলোড করতে হবে।

আশাকরি এই আর্টিকেলটি আপনাকে Syntax error কিভাবে ফিক্স করতে হবে সে ব্যাপারে হেল্প করবে।
আমাদের হোস্টিং প্ল্যানগুলো জানার জন্যে এখানে ক্লিক করুন।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments