HomeBlogWHM কি?

WHM কি?

গত আর্টিকেলে আমরা Cpanel কি তা নিয়ে আলোচনা করে ছিলাম।

WHM ও ওয়েব হোস্টিং এর একটি এপ্লিকেশন কিন্তু এটা Cpanel মত কাজ একই উপায়ে কাজ করে না! WHM এর প্রাথমিক কাজ হলো বিভিন্ন সার্ভার টুলস এবং ফাংশনে সার্ভার এডমিনিস্ট্রেটরস এবং রিসেলারদের এক্সেস দেয়া। এছাড়া WHM তে কিছু টেকনিক্যাল কার্জকর্ম করা যায় যা সাধারণত এডভান্সড ইউজাররাই করতে পারে। প্রায় সব হোস্টিং প্রোভাইডরই WHM তে এক্সেস করার সুবিধা দিয়ে থাকে।

আমরা আমাদের সকল রিসেলার হোস্টিং ব্যবহারকারীদের WHM তে এক্সেস করার ফ্রি সুবিধা দেই।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

চলুন দেখে নেয়া যাক WHM এর কিছু টুলস এবং ফাংশনস:

  • arrow-right
    এটা সাধারণত রিসেলার এবং ইন্ড- ইউজারদের জন্য কনফিগারেড করা হয়
  • arrow-right
    WHM বিভিন্ন হোস্টিং প্ল্যানের জন্য বিভিন্ন স্পেসিফিক সার্ভিস প্যাকেজ ইস্টাবলিস করে থাকে
  • arrow-right
    Cpanel সেটআপ করে
  • arrow-right
    বিভিন্ন ছোট ছোট ফাইল এবং ফোল্ডার তৈরি করে তা নতুন একাউন্টে যুক্ত করে
  • arrow-right
    আইপি এড্রেস এড,ডিলিট এবং মডিফাই করে
  • arrow-right
    ব্যান্ডউইথ এবং স্টোরেজ কোটা ইস্টাবলিস করে
  • arrow-right
    একাউন্টের এক্টিভিটি মনিটর করে
  • arrow-right
    একাউন্ট সার্ভিস শুরু,সাসপেন্ড বা স্থগিত করে
  • arrow-right
    রিসেলার একাউন্টে ব্র‍্যান্ডিং এনাবল করে
  • arrow-right
    ইমেইল সেটআপ করে এবং MX এন্টি মডিফাই করে।

এডমিনিস্ট্রেটর এবং রিসেলাদের  সার্ভার এবং একাউন্ট ম্যানেজের জন্য WHM
একটি গুরুত্বপূর্ণ টুল। WHM এর গ্রাফিকাল ইন্টারফেস এর ব্যবহারকে সহজবোধ্য করে।

এই আর্টিকেলে হয়তো WHM এর সকল এক্সক্লুসিভ ফিচারগুলো বর্ণনা করা সম্ভব হয় নি। 
WHM অনেক ফিচার সমৃদ্ধ একটা  অ্যাপস যা ওয়েব ডেভেলপারদের অতি প্রয়োজনীয়।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments