গত আর্টিকেলে আমরা Cpanel কি তা নিয়ে আলোচনা করে ছিলাম।
WHM ও ওয়েব হোস্টিং এর একটি এপ্লিকেশন কিন্তু এটা Cpanel মত কাজ একই উপায়ে কাজ করে না! WHM এর প্রাথমিক কাজ হলো বিভিন্ন সার্ভার টুলস এবং ফাংশনে সার্ভার এডমিনিস্ট্রেটরস এবং রিসেলারদের এক্সেস দেয়া। এছাড়া WHM তে কিছু টেকনিক্যাল কার্জকর্ম করা যায় যা সাধারণত এডভান্সড ইউজাররাই করতে পারে। প্রায় সব হোস্টিং প্রোভাইডরই WHM তে এক্সেস করার সুবিধা দিয়ে থাকে।
আমরা আমাদের সকল রিসেলার হোস্টিং ব্যবহারকারীদের WHM তে এক্সেস করার ফ্রি সুবিধা দেই।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।
চলুন দেখে নেয়া যাক WHM এর কিছু টুলস এবং ফাংশনস:
এডমিনিস্ট্রেটর এবং রিসেলাদের সার্ভার এবং একাউন্ট ম্যানেজের জন্য WHM
একটি গুরুত্বপূর্ণ টুল। WHM এর গ্রাফিকাল ইন্টারফেস এর ব্যবহারকে সহজবোধ্য করে।
এই আর্টিকেলে হয়তো WHM এর সকল এক্সক্লুসিভ ফিচারগুলো বর্ণনা করা সম্ভব হয় নি।
WHM অনেক ফিচার সমৃদ্ধ একটা অ্যাপস যা ওয়েব ডেভেলপারদের অতি প্রয়োজনীয়।
এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com