HomeBlogHtaccess files সম্পর্কে বিস্তারিত জানুন

Htaccess files সম্পর্কে বিস্তারিত জানুন

Htaccess files হচ্ছে একধরণের হিডেন প্লেইন টেক্স ফাইল যা আপনার সাইটের ইউজারদের ইন্টারএক্ট কন্ট্রোল করতে সার্ভারকে সাহায্য করে। এছাড়া এই ফাইলের মাধ্যমে আপনি স্পেসিফিক কোন ইউজারকে ব্লক করতে পারবেন। যদি আপনি Htaccess files খুঁজতে যান তাহলে এই নামে কোন ফাইল পাবেন না!

Htaccess files বিস্তারই সার্ভারে এর অস্তিত্ব প্রমাণ করে। আপনি সিপ্যানেলে Htaccess files দেখতে পারবেন যদি ফাইল ম্যানেজারে হিডেন ফাইল ভিও মোড সিলেক্ট করে থাকেন! সো ফাইল ম্যানেজারে এক্সেস করতে হবে।

হিডেন ফাইল ভিও করার জন্যে আপনাকে প্রথমে সিপ্যানেলে গিয়ে 'ফাইল ম্যানেজার' আইকন সিলেক্ট করতে হবে। 'Show Hidden Files' বক্সে টিক চিহ্ন দিয়ে 'ওকে' সিলেক্ট করুন। এখন আপনি ফাইল ম্যানেজারের হিডেন ফাইল দেখতে পারবেন।

Htaccess files এর কাজ কী ?

আপনার সাইটের পাসওয়ার্ড প্রটেক্টের জন্যে আপনি সবসময় চাইবেন একটি প্রাইভেট সিকিউরড এরিয়া। এই পাসওয়ার্ড প্রটেকশন মূলত Htaccess files এই সেটআপ করা হয়!

Htaccess files এর বেশিরভাগ ফাংশন আপনার হাত ছাড়াই হয়ে থাকে এবং তা অটোমেটিক্যালি সিপ্যানেলে রাইট হয়!

আপনি যখন সিপ্যানেলে গিয়ে পাসওয়ার্ড প্রটেকশন ডাইরেক্টরিস সেটআপ দেন তা মূলত Htaccess files এই রাইট হয়

প্রোহেভিটিং হটলিংকস,রিরাইটিং ইউআরএল,ডিফল্ট পেইজ সেটিং,রিডাইরেক্টশন ক্রিয়েট করা,একাউন্ট সেটিং রিকনফিগারিং করা এছাড়া আরো অনেক কিছুই Htaccess files এ হয়ে থাকে!

এটা জানা খুবই জরুরি Htaccess files কিভাবে আপনার পুরো একাউন্টে এফেক্ট করে! Htaccess files এ কোন প্রকার চেঞ্জ করলে তা আপনার পুরো সাইটের ওপরই প্রভাব ফেলবে! তাই Htaccess files এ কোন প্রকার চেঞ্জ আনার আগে আপনার ডেক্সটপ বা কম্পিউটারে এর ব্যাকআপ রাখুন।

.htaccess File এর কারণে যেসমস্ত এরর হয় এবং এর সমাধান

করাপ্টেড Htaccess files এর জন্যে অনেক সময় আপনার ওয়েব সাইটে এরর দেখা যেতে পারে! করাপ্টেড Htaccess files সহজেই বের করা যায়। আপনার Htaccess files,. htaccess থেকে. htaccess.old দিয়ে রিনেইম করুন। তারপর ওয়েবসাইট রিলোড দিয়ে দেখুন, সাইটে এরর দেখায় কিনা। যদি আর এরর না দেখায় তাহলে বুঝতে হবে আপনার Htaccess files করাপ্টেড ছিলো!

Htaccess files রিনেম করার পরও যদি এরর ফিক্স না হয় তাহলে এই কাজটি করতে পারেন-Htaccess files রিনেম করে আগের ফাইলটি ডিলেট করে দিন। এতে করে এররও ফিক্স হবে এবং আপনার সাইটেও কোন প্রভাব পড়বে না।

আশাকরি এভাবে Htaccess files রিনেম করে আপনার সাইটের এরর ফিক্স করতে পারবেন।

আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments