HomeBlogFTP ইউস করে কিভাবে ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড করবেন?

FTP ইউস করে কিভাবে ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড করবেন?

ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত এবং সহজে ফাইল ট্রান্সফারের ওয়ে হচ্ছ, ফাইল ট্রান্সফার প্রটোকল বা FTP। সহজভাবে বললে,এটা হচ্ছে এমন একটা উপায় যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে কোন ফাইল সার্ভারে আপলোড করতে পারেন। এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে FTP এর মাধ্যমে প্লাগইন ইউস করে সার্ভারে ফাইল আপলোড করবেন!

এছাড়া এই আর্টিকেলে আমরা আরো দেখাবো কিভাবে প্রতিটি ফাইলের পারমিশন চেঞ্জ করবেন।

FTP সম্পর্কে জানা কেন জরুরী?

অনেক সময় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইন ইন্সটল দিয়ে এক্টিভ করলে ওই প্লাগইনটি ইনকম্পেটেবল দেখায়!

হোয়াট ক্রিন অফ ডেথ এর কারণে এই ইনকম্পেটেবল দেখাতে পারে! যার ফলে আপনি তখন সাইট আর কোন প্রকার কাজ করতে পারবেন না! কিন্তু আপনি যদি FTP ইউস করতে জানেন তাহলে খুব সহজেই এই সমস্যাটা ফিক্স করতে পারবেন। এর জন্যে আপনাকে FTP মাধ্যমে সাইটে কানেক্ট হয়ে করাপ্টেড প্লাগইনটা ডিলেট করে দিলেই ঝামেলা চুকে যাবে।

প্রায় সময়ই অন্য সাইট থেকে ওয়ার্ডপ্রেস থিমের functions.php ফাইলে কোড কপি করে পেস্ট করতে গেলে,সাইট থেকে লক আউট হয়ে যেত হয়! এর কারণ হতে পারে আপনি ঠিক জায়গায় কোড পেস্ট করতে পারেন নি অথবা কোডে কিছু মিসিং হয়েছে! কিন্তু আপনি FTP ক্লায়েন্ট ইউস করতে পারলে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।

এছাড়া প্লাগইন ইন্সটল করার সময় আপনি পারমিশন এররের সমস্যায় পড়তে পারেন। এই এরেরের মাধ্যমে বুঝাচ্ছে আপনার প্লাগইন পারমিশন অনুযায়ী XYZ প্রভৃতি ফোল্ডার ক্রিয়েট করে নি! এটা ফিক্স করতে হলে আপনাকে CHMOD পারমিশন চেঞ্জ সম্পর্কে জানতে হবে।

সবশেষে এটাই বলতে হয়,FTP ক্লায়েন্ট ইউস করতে পারা বিগেইনারদের জন্য একটা ভালো দিক। এটা আপনার অনেক সময় এবং স্ট্রেস বাচাবে।

এছাড়া আপনি যদি আরো FTP ক্লায়েন্ট খুজে থাকেন,তাহলে নিচের লিস্টটা ফলো করতে পারেন ঃ 

১. Filezilla (All Platform)

২. FireFTP (All Platform)

৩. Cyberduck (Mac Only)

৪. WinSCP (Windows Only)

আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/হেল্প সাপোর্ট দিয়ে থাকি

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments