যখন একজন হোস্ট ইউজারদের জন্য সার্ভার কনফিগারেশন ম্যানেজ করে,তখন সে এই কাজের জন্য অনেক ধরনের টুল ব্যবহার করে।যা তার কাজকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে।cPanel এবং ওয়েব হোস্ট ম্যানেজার(WHM) হলো এরকম দুইটি টুল যা আজকের এই ছোট আর্টিকেলটির আলোচনার টপিক। আরো অনেক ধরনের সার্ভার অপারেটিং সিস্টেম(OS) থাকলেও আমাদের আলোচনার ক্ষেত্রে কোনো সার্ভার অপারেটিং সিস্টেম মেনশন করা হলে তা লিনাক্স OS মাথায় রেখে করা হবে। কেননা,cPanel এবং WHM লিনাক্স OS এর সাথে কাজ করার উপযোগী করে ডিজাইনড হয়েছে। যদিও cPanel এবং WHM উভয়েই ওয়েবহোস্টস,রিসেলার এবং ইউজারদের সার্ভারের সাথে ইন্টারফেস করার জন্য তৈরি করা হয়েছে,এরা আরো অন্যান্য অপশনও সার্ভ করে।
cPanel একটি ওয়েব হোস্টিং এপ্লিকেশন যা সার্ভার এডমিনিস্ট্রেটর,রিসেইলার এবং এন্ড ইউজারদের গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে বিভিন্ন ফাংশন এবং টুলস -এ এক্সেস প্রোভাইড করে। cPanel সার্ভার এডমিনিস্ট্রেটরদের জন্য স্বাচ্ছন্দ্যময় ব্যবহার নিশ্চিত করে এনাবল অথবা ডিজেবল স্পেসিফিক ওয়েব হোস্টিং ফাংশনের জন্য যা নির্ভর করে রিসেইলার এবং এন্ড ইউজারদের এক্সেস প্রিভিলেজের উপর।
এছাড়া cPanel ইন্টারনাল এবং থার্ড পার্টি সফটওয়্যার প্রোডাক্ট উভয়ের সাথেই কানেক্টেড হওয়ার জন্য প্রস্তুত যা কিছু রুটিন টাস্ক পারফর্ম করার জন্য প্রয়োজনীয়।
যেমন:
নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।
cPanel
একটি সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস যা বিগেইনার ওয়েবমাস্টারদের জন্যও এনাবল যারা এডিমিনিস্ট্রেটর এবং রিসেইলারদের থেকে তাদের একাউন্ট মিনিমাল ইন্টারভেশনের সাথে ম্যানেজ করে।
আমাদের সকল শেয়ারড হোস্টিং ইউজারদের জন্য আমরা ফ্রিতে Cpanel দিয়ে থাকি।
এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com