HomeBlogকনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) কি?

কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) কি?

কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক(CDN) হলো একধরণের কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক যেটি ভিন্ন ভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনে ওয়েব কনটেন্টস চেক করে  এবং ডেলিভারি  দেয়।তবে  CDN ছাড়াও আরো অনেক চেক সার্ভার আছে যারা এই কনটেন্ট সার্ভ করে।এরকম চেক সার্ভার বিশ্বের সব জায়গায় আছে এবং প্রত্যেক সার্ভারই তার এরিয়ার মধ্যে থাকা দেশগুলির ট্রাফিক হ্যান্ডল করে।CDN এর ব্যবহারে অরিজিনাল সার্ভারের সাথে ভিজিটরের কম্পিউটার সর্বনিম্ন ল্যাটেন্সিতে কানেকটেড হয়।

উদাহরণ:যদি আপনার সাইটের জন্য কোনো কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করেন এবং আপনার মেইন সার্ভার যদি হয় ইন্ডিয়া তে তাহলে আপনার CDN সার্ভিস সিঙ্গাপুর,চায়না আমস্টারডাম এবং লন্ডনের চেক সার্ভার এলাউ করবে।উদাহরণ স্বরূপ,কোনো আমেরিকান ইউজার যদি আপনার সাইট থেকে কনটেন্ট ডাউনলোড দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে লন্ডন সার্ভারের সাথে কানেক্টেড হতে হবে এবং কনটেন্ট গুলো লন্ডন থেকে ট্রান্সফার হবে।আবার যদি কেউ অস্ট্রেলিয়া থেকে আপনার সাইট ভিজিট করতে চায় তখন সিঙ্গাপুর এর সার্ভার তাকে কনটেন্ট সার্ভ করবে।

কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সার্ভার সব সময় মেইন সার্ভারে লেটেস্ট আপডেট এসেছে কি না তা চেক করে।যদি মেইন সার্ভারে কোনো আপডেট আসে তাহলে তাহলে সব CDN সার্ভাররা নতুন কনটেন্ট এর কপি পায়।অর্থাৎ,মেইন সার্ভারের সকল কনটেন্ট CDN সার্ভারের জন্য এভাইলেবল।এর ফলে আপনার সাইটের কোনো ফেমাস কনটেন্ট এর জন্য কোনো দেশ যদি সাইবার এট্যাক করে তাহলে তারা CDN সার্ভার এট্যাক করতে পারলেও মেইন সার্ভার এট্যাক করতে পারবে না।

আসুন জেনে নিই CDN সার্ভিসের সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে

CDN সার্ভিসের সুবিধা:

মেইন সার্ভার ছাড়িয়ে যাওয়া ট্রাফিকগুলোও আপনি CDN সার্ভার দ্বারা হ্যান্ডল করতে পারবেন।সর্বনিম্ন ল্যাটেন্সির কারণে ভিজিটররা আপনার সাইটের কনটেন্টে অনেক দ্রুত এক্সেস করতে পারবে।

CDN সার্ভিসে SEO সুবিধা আছে।ফলে, নেয়ারেস্ট এভাইলেবল সার্ভারের জন্য সাইট অনেক ফাস্ট ও স্পিডি হবে।

CDN সার্ভিস কোলাবোরেশন বেসিসে কাজ করায় আপনি এখানে 100% আপটাইম এনজয় করতে পারবেন।অর্থাৎ,আপনার কনটেন্ট ডেলিভারির সময় যদি একটি সার্ভার ফেইল করে তখন অন্য একটি সার্ভার এটার জন্য কাজ করবে এবং চেইন কন্টিনিউ রাখবে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

CDN সার্ভিসের অসুবিধা সমূহ:

ক্যাশ টেকনোলজি লাইভ বেসিসে কাজ না করে টাইম বেসিসে করে।তাই যদি CDN সার্ভারের কোনো কন্টেন্ট আপডেটের প্রয়োজন হয় তখন এটি আপডেট হতে কিছুটা সময় নেয়।
কারেন্ট টাইম কনটেন্ট ডেলিভারির জন্য এডিশনাল কস্ট লাগতে পারে।
যদিও কিছু ফ্রি CDN সার্ভার আছে  কিন্তু আপনি একজন উদ্যোক্তা হলে খরচ তো লাগবেই।

এটিই ছিল কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের A to Z।ফেসবুক,গুগল,টুইটার এবং ইয়াহুর মতো বড় বড় কোম্পানিগুলো কন্টেন্ট দ্রুত সার্ভ করার জন্য এই টেকনোলজি বহুল পরিমাণে ব্যবহার করে।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments