HomeBlogকখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের হোস্টিং চেঞ্জ করা উচিত? (৭টি দিক )

কখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের হোস্টিং চেঞ্জ করা উচিত? (৭টি দিক )

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের হোস্টিং কোম্পানির সার্ভিসের উপর হতাশ? বুঝতে পারছেন না হোস্টিং চেঞ্জ করবেন কিনা? এই আর্টিকেলে আমরা হোস্টিং সার্ভিসের ৭টি দিক নিয়ে আলোচনা করবো যা আপনাকে হোস্টিং চেঞ্জের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হেল্প করবে।
প্রায় সকল বিগেইনাররা একটা ভয়ে থাকে হোস্টিং সুইচ করার ব্যাপারে। কেননা ডাউন টাইম এড়িয়ে এটা করতে গেলে কিছুটা টেকনিক্যাল নলেজ দরকার পড়ে। এ ব্যাপারে আপনি অদক্ষ হলে, আমাদের এ বিষয়ে আগের আর্টিকেলগুলো দেখতে পারেন। এছাড়া ব্যাকআপ বাড্ডি বিষয়টাকে খুব সহজ করে দিয়েছে।

এছাড়া প্রতিটি হোস্টিং কোম্পানিই সাইট মাইগ্রেট করার কাজ করে দেয়। কত টাকা লাগে এটা করতে? তা নির্ভর করছে আপনার সাইট কত বড় তার উপর। আমাদের কোম্পানিও খুব কম খরচেই সাইট মাইগ্রেট করে থাকে।
এখান থেকে আপনার সাইট কিভাবে ব্যাকআপ নিবেন দেখে নিন

এখন আমরা দেখে নেই কোন ৭টি দিক বিবেচনায় আমরা সাইটের হোস্টিং চেঞ্জ করতে পারি:

বারবার অপ্রত্যাশিত ডাউন টাইম:

ডাউন টাইম আপনার সাইটের রেপুটেশনের জন্য খুবই খারাপ দিক। কোন ভিজিটরই চাইবেনা এমন সাইটে ভিজিট করতে যা অনেক সময় নেয় পেজ লোড হতে। আপনার সাইট যদি সপ্তাহের বিভিন্ন সময় ডাউন করে এবং হোস্টিং কোম্পানির কাছে বারবার বলার পরও এর সমাধান না পান; তাহলে আপনার উচিত হোস্টিং সার্ভিস চেঞ্জ করা।

আমাদের কোম্পানির ওয়েবসাইটে আমাদের সকল সার্ভার লাইভ আপটাইম স্ট্যাটিসটিক্স আছে , যার মাধ্যমে আপনি নিজেই দেখে নিতে পারবেন কখন আমাদের সার্ভার লাস্ট ডাউন ছিল এবং সার্ভারের লোড কত। হোস্ট দ্যা ওয়েবসাইটের লাইভ সার্ভার স্ট্যাটিস্টিক্স

এরর  ইস্টাবলাইজিং ডাটাবেজ কানেকশন :

প্রায় সময়ই যদি আপনার সাইট এরর ইস্টাবলাইজিং ডাটাবেজ কানেকশন দেখায় তাহলে বুঝতে হবে আপনার সাইট হোস্ট সার্ভার থেকে আউটগ্রোথ করছে অথবা আপনার সাইটের প্লাগইনে সমস্যা আছে। এ ব্যাপারে আপনার হোস্টিং সার্ভিসের সাহায্য চাওয়া উচিত।কিন্তু তারা যদি যথাযথ রেসপন্স করে না থাকে তাহলে আপনার সময় হয়েছে হোস্টিং চেঞ্জ করার।

অপ্রত্যাশিত ইন্টারনাল সার্ভার এরর:

ওয়ার্ডপ্রেসের সবচেয়ে কমন এরর প্রব্লেম হলো ইন্টারনাল এরর সার্ভার। এটা আপনার সাইটের সুনামের জন্য বাজে দিক। এটা তখনি দেখায় যখন আপনার সাইট ভিজিট আপনার সাইটের সার্ভার কানেকশন না পায়। বারবার যদি আপনার সাইটে ইন্টারনাল সার্ভার এরর দেখায় তাহলে তা আমাদের সাইটের জন্য ভালো দিক নয়। সো এ ব্যাপারে আপনার উচিত আপনার হোস্টিং সার্ভিসের সাথে যোগাযোগ করা এবং কিভাবে যথাযথভাবে তাদের সার্ভারে কনফিগারেড করবেন। তাদের ফিডব্যাক যদি ভালো নাহয়, আপনার উচিত হোস্টিং পরিবর্তন করা।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

সাইট সাসপেন্ড :

আপনি যদি আপনার সাইটে ইলিগেল কোন কিছু করে থাকেন তাহলে আপনার হোস্টিং প্রোভাইডরের রাইট আছে আপনার সাইট সাসপেন্ড করার। অনেকক্ষেত্রে হোস্টিং কোম্পানিগুলো সামান্য কারণেই সাইট সাসপেন্ড করে থাকে এবং অনেকসময় এ ব্যাপারে আপনাকে কোন নোটিশও দেয়া হয় না। আপনার হোস্টিং কোম্পানির উচিত আপনার সাইটের প্রতি তাদের কেয়ার রাখা কেননা আপনি তাদের সার্ভিসের উপর আশ্বস্ত হয়ে হোস্টিং করে থাকেন। যদি আপনার হোস্টিং কোম্পানি কোন প্রকার নোটিশ ছাড়াই আপনার সাইট সাসপেন্ড করে থাকে তাহলে উচিত তাদের সাথে এ ব্যাপারে সিরিয়াসলি কথা বলা। আলোচনার পরও যদি কোন সমাধান না আসে তাহল আপনার হোস্টিং চেঞ্জ করার সময় এসেছে।

বাজে কাস্টমার সার্ভিস সাপোর্ট :

সত্যি বলতে কোন হোস্ট থেকেই আপনি ১০০% কাস্টমার সাপোর্ট পাবেন না এবং এটা সম্ভবও না সবাইকে তার ইচ্ছামত সাপোর্ট দেয়া। এক্ষেত্রে আপনি ওই হোস্টিং কোম্পানির ইউজার রিভিউ দেখতে পারেন। এছাড়া আপনি নিজেই তাদের সাথে কথা বলে দেখে নিন কতটা দ্রুত তারা রেসপন্স করে এবং আপনার জিজ্ঞাসা সম্পর্কে তাদের নলেজ অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে তাদের নলেজ কেমন। যদি মনে করে থাকেন তাদের কাস্টমার সাপোর্ট আপনার জন্য যথেষ্ট তাহলে ঠিক আছে।

স্লো পেইজ স্পিড:

পেজ স্পিড একটা গুরুতপূর্ন বিষয় আপনার সাইটের জন্য যা সাইটকে ইউজার ফ্রেন্ডলি এবং র‍্যাংক করতে হেল্প করে। সাধারণ সাইট স্লো করে যখন একই সার্ভারে অনেকগুলো রিকুয়েস্ট একসাথে আসে। এক্ষেত্রে আপনার হোস্টি এটার সমাধান দিতে পারে কেনো আপনার সাইট স্লো করছে। যদি দেখা যায় অনেক বেশি রিকুয়েস্ট আসছে তাহলে এটা বিভিন্ন উপায়ে সলভ করা যায়- এক প্লাগইন রিমুভ করে অথবা সার্ভার অপটিমাইজ করে। কিন্তু যখন দেখবেন আপনার সাইটের ইউজার সত্যিই বেড়ে গেছে তখন আপনাকে হোস্টিং আপগ্রেড করতে হবে।

আপনার সাইট হোস্ট থেকে আউটগ্রোথ করলে:

কিছু সময়ের জন্য ব্লগিং করে থাকলে আপনার সাইট আউটগ্রোথ করতে পারে। শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে আপনার সাইট একই সার্ভার বিভিন্ন সাইটের সাথে শেয়ার করে থাকে। আপনার সাইট যদি একই সার্ভারের অন্যান্য সাইট থেকে খুব বেশি বিজি থাকে তখন আপনার সাইট অবশ্যই স্লো করবে। অনেক হোস্টিং এর ক্ষেত্রে দেখা যায় আপনার ব্যান্ডউইথ শেষ হবার আগেই টার্মিনেট করতে। যদি দেখেন আপনার সাইট বারবার স্লো করছে এবং আপনার ভিজিটরদের সাথে কানেক্ট হতে বেশি সময় নিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার হোস্ট আউটগ্রোথ করছে।

এ সমস্ত দিক বিবেচনা করে বুঝতে পারবেন আপনার হোস্ট চেঞ্জ করতে হবে কিনা। এক্ষেত্রে আপনি Host The Website এর  হোস্টিং ব্যবহার করতে পারেন। এই হোস্টিং কোম্পানি রেগুলার সার্ভার  মনিটর করে থাকে সেজন্য আউট গ্রোথিং প্রোব্লেম হয় না এবং যেকোন প্রয়োজনে ০১৫২১২১০৩৪৮ নাম্বারে কল দিতে পারেন এবং ইমেইল করতে পারবে এখানে sales@hostthewebsite.com , support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments