HomeBlogAWStats দিয়ে আপনার সাইটের স্ট্যাটিক রিপোর্ট জানুন

AWStats দিয়ে আপনার সাইটের স্ট্যাটিক রিপোর্ট জানুন

সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিং অপটিমাইজেশন বর্তমানে অনলাইন বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার ওয়েবসাইটকে সফল করে তোলে।আপনার পরিশ্রম সার্থক হচ্ছে কী না তা জানার জন্য আপনার ওয়েবসাইটের এনালিটিক্স মনিটর করা  জরুরী।যদি আপনি আপনার ওয়েবসাইটের এনালিটিক্স নিয়মিত মনিটর না  করেন তাহলে আপনি মূল্যবান ফ্রি মার্কেটিং এবং এডভার্টাইজিং মিস করবেন।

অনেক হোস্টিং কোম্পানি যেমন Host The Website ফ্রিতে আপনার সাইটের জন্য স্ট্যাটিস্টিক প্রোগ্রাম  AWStats (Advanced web Statistics) দিয়ে থাকে। AWStats একটি অসাধারণ এনালিস্টিক টুল যেখানে ট্র‍্যাকিং হিটস শুধু মাত্র একটি কোড যা কেবল আপনার ওয়েব সাইটের লং ফাইলগুলো এনালাইস করে স্ট্যাটিক রিপোর্ট দিয়ে থাকে। অন্যদিকে AWStats আপনার ওয়েব সাইটের ভিতরের সকল ভিজিট, ভিজিটর,পেইজস,হিটস,পিক টাইম,সার্চ ইঞ্জিন,যে কিওয়ার্ডে আপনার সাইট পাওয়া গেছে,রোবট,ব্রোকেন লিংকস,এরোর কোড বিশ্লেষণ করে রিপোর্ট দিয়ে থাকে।

AWStats এর বিশ্লেষণ আপনাকে মিসগাইড করতে পারে যদি না আপনি বুঝতে পারেন কিসের উপর ভিত্তি করে এই এনালাইস করা হয়েছে। রিপোর্ট সেকশনে AWStats আপনাকে পরিপূর্ণ বিশ্লেষণ দিবে যার মাধ্যমে আপনি আপনার সাইটের একটা কার্যকরী ইনসাইট পাবেন।

সামারি সেকশন:

ইউনিক ভিজিটর-

unique ভিজিটর হচ্ছে একজন ব্যক্তি বা কম্পিউটার যে কমপক্ষে আপনার সাইটের একটি পেইজ হিট করেছে যা AWStats সেই সময়েই দেখাবে। এবং সেই সময়ে যদি ভিজিটর কয়েকবার আপনার সাইট ভিজিট করে তবুও তা একবারই কাউন্ট হবে। ভিজিটর কাউন্ট সাধারণ আইপির ওপর বেইস করে করা হয়। তাই বিভিন্ন ভিজিটর যদি একই আইপি ইউস করে আপনার সাইট ভিজিট করে তবুও তা একবারই কাউন্ট হবে।

ভিজিটের সংখ্যা:

ভিজিটের সংখ্যা হিসাব করা হয় ভিজিটর একটি কারেন্ট টাইমে  টোটাল কতবার ভিজিট করেছে। যেমন একজন ভিজিটর যদি একবার ভিজিট করে চলে গিয়ে আবার পরবর্তীতে আপনার সাইট ভিজিট করে তাহলে টোটাল ভিজিট দেখাবে ৭ কিন্তু unique ভিজিটরের সংখ্যা হবে ১।

পেজ:

এখানে দেখানো হবে আপনার ভিজিটর টোটাল কত পেইজ ভিজিট করেছে তা! আর এখানে পেইজ বলতে HTML,PHP OR ASP FILE বোঝানো হয়েছে।  ইমেইজ, জাভাস্ক্রিপ্ট অথবা সিএসএস ফাইল এখানে কাউন্ট হবে না।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

হিটস:

আপনার ভিজিটর যে সমস্ত ফাইল বা পেইজ ভিজিট করেছে তাই হিটস। এটা পেইজ বা ইমেইজ সবকিছুই হতে পারে। জাভাস্ক্রিপ্ট ফাইলে আপনার পেইজে একসাথে দুইটি ছবি থাকলে এবং ভিজিট হলে ৪টা হিট কাউন্ট হবে। সকল স্ট্যাটিক টুলসগুলোই এভাবে হিট কাউন্ট করে থাকে। কিন্তু AWStats এর মাধ্যমে আপনি টোটাল ভিজিটর এবং unique ভিজিটরের স্টেটিক জেনে আপনার সাইট নিয়ে একটা আইডিয়ায় আসতে পারবেন।

ব্যান্ডউইথ:

মোট কত বাইটস পেইজ,ইমেইজ,ফাইল আপনার ভিজিটরের ব্রাউজার দ্বারা ডাউনলোড হয়েছে তাই ব্যান্ডউইথ। যেমন আপনার একটি ওয়েব পেইজে ৫০ কেবি টেক্সট, ২টি ইমেইজ ২৪ এবং ৩২ কেবি হয়ে থাকে তাহলে আপনার সাইটের ওই পেইজ লোড হতে ১০৬ কেবি ব্যান্ডউইথ লাগবে।
AWStats আপনাকে প্রতি ঘন্টা থেকে শুরু করে প্রতি সপ্তাহ এবং প্রতি মাসের তথ্য সরবরাহ করবে।

ভিজিটিরের দেশ-

এই রিপোর্ট আপনাকে এসেন্ডিং অর্ডারের মাধ্যমে দেখাবে কোন কোন দেশ থেকে আপনার সাইটের ভিজিটর আসছে।

*সব ক্যাটাগরির সেরা দশ থেকে পঁচিশটির জন্য ক্যাটাগরির বাম পাশে একটি লিংক থাকবে যা আপনাকে একটি সম্পূর্ণ লিস্ট দেবে যদি বিশ থেকে পঁচিশের বেশি থাকে।

হোস্ট

-এটি আপনাকে টপ ইনডিভিজুয়াল ভিজিটরদের জন্য ব্রেকডাউন দেবে।

রোবট/স্পাইডার ভিজটর-

এই অপশনের দেওয়া তথ্যের মাধ্যমে আপনি জানতে পারবেন কখন আপনার ফেবারিট সার্চ ইঞ্জিন সর্বশেষ আপনার সাইট ভিজিট করেছে আর সেইসাথে এটি কত হিটস তৈরি করেছে।

ভিজিট ডিউরেশনঃ

-এই রিপোর্ট জানাবে ভিজিটররা কতক্ষণ অবস্থান করছে আপনার সাইটে।যদি ভিজিটররা দ্রুত সাইট থেকে চলে যায় তাহলে আপনাকে সাইট রিডিজাইন করতে হবে অথবা কনটেন্টগুলো রিরাইট করতে হবে।

ফাইল/টাইপঃ

-কোন ফাইলগুলো।সবচেয়ে বেশি হিট করেছে সে ব্যাপারে ইনফরমেশন দেবে।
Pages-URL-এই রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন আপনার সাইটের কোন পেজগুলি সবেচেয়ে বেশিবার ভিজিট হয়েছে।

অপারেটিং সিস্টেমঃ

এই রিপোর্ট জানাবে ভিজিটররা কোন কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছে(অধিক ব্যবহারের ভিত্তিতে)।

 ব্রাউজারঃ

ওপরের OS ক্যাটাগরির মতো এটিও আপনাকে দেখাবে ভিজিটররা কোন কোন ব্রাউজার ব্যবহার করেছে।মোস্ট পপুলার ওয়েবসাইটগুলোতে আপনার সাইটের পেজসমূহ প্রোপারলি ডিসপ্লে হচ্ছে কি না সেটি নিশ্চিত করুন।

ডাইরেক্ট অ্যাড্রেস/বুকমার্কঃ

যেসব ভিজিটর আপনার সাইটের নাম জানে অথবা বুকমার্ক করে রেখেছে তাদের সংখ্যা জানাবে এই টুল।

সার্চ ইঞ্জিন থেকে লিঙ্কঃ

এই রিপোর্ট একটি লিস্ট সরবরাহ করবে যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসা এবং সেই সাথে সোসাল বুকমার্কস যেমন ফেসবুক
প্রভৃতির মাধ্যমে আসা ভিজিটরদের সংখ্যা পাবেন।

এক্সটার্নাল পেজ থেকে লিঙ্কঃ

এটি সার্চ ইঞ্জিন বাদে অন্যান্য মূল্যবান ইনফরমেশন সরবরাহকারী লিংকিং URL সম্পর্কে জানাবে।

এইচটিটিপি (HTTP) ইরোর কোড:

এখানে কোন এইচটিটিপি কোডগুলো আপনার ভিজিটরকে -৪০৪ পেইজ নট ফাউন্ড,৩০২ মুভড টেম্পরারি প্রভৃতি দেখাচ্ছে তা শো করবে।

আপনার সাইটের ভিজিটর স্ট্যাটিস্টিক দেখে আপনি বুঝতে পারেন আপনার সাইটের ইনসাইট কি। AWStats কে খেলো করে দেখার কিছু নেই!  এটা আপনাকে আপনার সাইটের সকল স্ট্যাটিক দেখাবে যা আপনার অডিয়েন্স সম্পর্কে আপনাকে বিশদ আইডিয়া দিবে।

আমাদের কোম্পানির সকল প্যাকেজের সিপ্যানেল awstats থাকে ।

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments