HomeBlogphpMyAdmin থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করতে হয়?

phpMyAdmin থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করতে হয়?

আপনি কি কখনো phpMyAdmin ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করেছেন?যদি আপনার ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করতে সক্ষম না হয়ে থাকেন সেক্ষেত্রে phpMyAdmin ব্যবহার করে ডাইরেক্ট পাসওয়ার্ড রিসেট করা এই সমস্যার সমাধান হতে পারে।এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে phpMyAdmin থেকে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করা যায়।

ওয়ার্ডপ্রেস আপনার পাসওয়ার্ড রিসেটকে করেছে সুপার ইজি।লগইন স্ক্রিন অপশনে গিয়ে  "Lost your password " ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

ক্লিক করলে এটি আপনাকে নিয়ে যাবে পাসওয়ার্ড রিসেট পেইজে যেখানে আপনি পাসওয়ার্ড রিসেটের জন্য ইউজার নেম অথবা  ইমেইল এড্রেস ইন্টার করতে পারবেন।এরপর ওয়ার্ডপ্রেস ইউজার একাউন্টের ইমেইল এড্রেস এ পাসওয়ার্ড রিসেট লিংক সেন্ড করবে। কিন্তু আপনি যদি ইমেইল এড্রেস এ এক্সেস না করতে পারেন অথবা আপনার ওয়ার্ডপ্রেস ইমেইল সেন্ড করতে ব্যর্থ হয় তাহলে আপনি পাসওয়ার্ড রিসেট করতে সক্ষম হবেন না।

এরকম অবস্থায়,আপনার ডাটাবেজে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস রিসেট করার দরকার হবে।এই কাজটি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো phpMyAdmin ইউজ করা।আসুন জেনে নিই কিভাবে খুব সহজে phpMyAdmin থেকে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করা যায়।

  • arrow-right
    প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস হোস্টিং একাউন্টের cPanel ড্যাশবোর্ডে লগইন করতে হবে।এরপর ডাটাবেজ সেকশনের phpMyAdmin আইকন সিলেক্ট করতে হবে।
  • arrow-right
    এটি phpMyAdmin app লন্স করবে যেখানে আপনাকে ওয়ার্ডপ্রেস ডাটাবেজ সিলেক্ট করতে হবে।
  • arrow-right
    এখন আপনি ওয়ার্ডপ্রেস ডাটাবেজের টেবিলস এর লিস্ট দেখতে পাবেন।এবার আপনাকে টেবিলের লিস্টগুলোর মধ্য থেকে '{table prefix}_users' টেবিলটি খুঁজে বের করতে হবে এবং 'ব্রাউজ' অপশনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে।

(Note:আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেজে ভিন্ন ভিন্ন টেবিল প্রফিক্স থাকতে পারে যেটা আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখাই।)

change pass by php my admin
  • arrow-right
    এরপর আপনার ওয়ার্ডপ্রেস ইউজারস টেবিলের সারি দেখতে পাবেন।এবার এডিট বাটনে ক্লিক করে ইউজার নেম এ আসুন যেখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান।
    phpMyAdmin আপনাকে সকল ইউজার ইনফরমেশন ফিল্ডস এর  একটি ফর্ম দেখাবে।এবার ইউজার পাস ফিল্ড ডিলেট করে নতুন পাসওয়ার্ড দয়ে রিপ্লেস করতে হবে।ফাংশন কলামের আন্ডারে ড্রপ ডাউন মেনু হতে MD5 সিলেক্ট করুন এবং Go বাটনে ক্লিক করুন।MD5 হ্যাশ ইউজ করায় আপনার পাসওয়ার্ড এনক্রিপটেড হবে এবং এটি ডাটাবেজে স্টোর হবে।

অভিনন্দন!phpMyAdmin ব্যবহার করে আপনি  সফলভাবে আপনার ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড চেঞ্জ করতে পেরেছেন।
আপনাদের অনেকেই এই বিষয়টা নিয়ে অবাক হবেন যে কেন আমরা পাসওয়ার্ড এনক্রিপ্ট করার জন্য MD5 হ্যাশ সিলেক্ট করেছি।

ওল্ডার ভার্সন গুলোতে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড এনক্রিপ্ট করার জন্য MD5 হ্যাশ ইউজ করতো।ওয়ার্ডপ্রেস 2.5 ভার্সন থেকে এটি শক্তিশালী এনক্রিপশন টেকনোলজি ইউজ করে।তারপরও,ওয়ার্ডপ্রেস এখনো ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য MD5 রিকগনাইজ করে।যখন আপনি MD5 হ্যাশ এর মতো পাসওয়ার্ড স্ট্রিং ইউজ করে লগইন করবেন ওয়ার্ডপ্রেস বিষয়টি রিকগনাইজ করবে এবং নিউয়ার এনক্রিপশন এলগরিদমে এটিকে পরিবর্তিত করবে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।

আশা করি এই আর্টিকেলটি আপনাকে  'phpMyAdmin থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করা যায়' তা শিখতে সাহায্য করেছে। আর যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments