HomeBlogকিভাবে ওয়ার্ডপ্রেসের ‘This site ahead contains harmful programs’ এরর ফিক্স করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের ‘This site ahead contains harmful programs’ এরর ফিক্স করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের 'This site ahead contains harmful programs' এরর ফিক্স করবেন

গুগল সাধারণত তখনি একটা সাইটকে এই ওয়ার্নিং দেয়,যখন ওই সাইটে কোন ক্ষতিকর কোড বা ট্রুজান মার্ক করা হয়। এছাড়া এমনও হতে পারে আপনার সাইট হ্যাক হয়েছে এবং হ্যাকাররা আপনার সাইট দিয়ে ক্ষতিকর ম্যালওয়ার ছড়াচ্ছে!

বাজে এড কোম্পানির এড শো করানোর কারণেও এমনটা হতে পারে! এমনটা হতে পারে এই এড কোম্পানি এডের মাধ্যমে ক্ষতিকর ম্যালওয়ার ছড়াচ্ছে!

আপনি কি আপনার সাইটে এই 'This site ahead contains harmful programs' এরর মেসেজটি দেখতে পাচ্ছেন? হতে পারে আপনার সাইট হ্যাকিং এর স্বীকার হয়েছে এবং হ্যাকারদের মাধ্যমে ক্ষতিকর কিছু শেয়ার, যেকারণে গুগল আপনার সাইটকে ইনসিকিউরড হিসেবে মার্ক করছে! অনেক সময় দেখা যায়,হ্যাক ফিক্স করার পরও গুগল একই মার্ক করছে! তাই এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে, ওয়ার্ডপ্রেসের 'This site ahead contains harmful programs' এরর ফিক্স করবেন।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

This site ahead contains harmful programs' দেখানোর কারণ-

সাধারণত ক্ষতিকর কোড এবং ম্যালওয়ার ছড়ানোর কারণেই গুগল কোন সাইটকে এই মার্ক দেয়! যার ফলে সাইট ব্রাউজ করার সময় ইউজাররা ওই সাইটগুলো ইগনোর করে। এছাড়া গুগলের সেইফ ব্রাইজিং এনালাইসিং টুল ইউজ করেও আপনি আপনার সাইট সম্পর্কে জানতে পারবেন।
এটা করার জন্যে আপনাকে আপনার সাইটের ডোমেন নেইম দিয়ে নিচের লিংকে ট্রাই করে দেখতে হবে-
https://www.google.com/safebrowsing/diagnostic?site=YourDomain.com

This site ahead contains harmful programs' দেখানোর কারণ-

আপনার সাইটকে ক্ষতিকর প্রোগ্রাম ফাইল এরর থেকে রক্ষা করুন

কোন কিছু করার আগে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপ থাকলে কাজ শুরু করা যাক।

 আর কিভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নিতে হয় তা এখান থেকে দেখে নিন

ম্যালওয়ার রিমুভ করে সাইট রিকভার করা অনেকটা কঠিন ব্যাপারই বটে। অনেক সময় দেখা যায়,ব্যাকডোর খুজে বের করতে না পারলে শুধু ম্যালওয়ার রিমুভ করে কোন লাভ হয় না। কেননা ব্যাকডোর দিয়ে তখন আবার ম্যালওয়ার অ্যাট্যাক করে! ব্যাকডোর হচ্ছে এমন একটা বাইপাস প্রোসেস যার মাধ্যমে হ্যাকার যেকোন জায়গা থেকেই আপনার সাইটে এক্সেস করতে পারবে এবং যাবতীয় তথ্যও হাতিয়ে নিতে পারবে! তাই ব্যাকডোর খুজে বের করা কোন সহজ ব্যাপার নয়। এটা আপনার পাসওয়ার্ড, আনসেভ ফাইল পারমিশন এমনকি সাইটের সকল ফাইল হাতিয়ে নিতে পারে! একবার ব্যাকডোর রিমুভ হয়ে গেলে আপনাকে ফাইল এবং ডাটাবেসগুলো আবার চেক করতে হবে। দেখতে হবে আর কোন ক্ষতিকর কোড রয়ে গেছে কিনা!

আপনি বুঝতেই পাচ্ছেন ক্ষতিকর কোড এবং ম্যালওয়্যার রিমুভ করে সাইট সিকিউরড রাখা কতটা কঠিন বিষয়। তাই আমরা আপনাকে Sucuri ইউস করতে সাজেস্ট করবো।

Sucuri হচ্ছে ওয়ার্ডপ্রেস মনিটরিং এবং সিকিউরিটি সার্ভিস। এটা আপনার সাইট ২৪/৭ মনিটর করবে এবং ক্ষতিকর কোড এবং ম্যালওয়ার এট্যাক থেকে নিরাপদ রাখবে।

তাই আপনার সাইট সিকিউরড রাখতে Sucuri ইউস করুন।

গুগল থেকে সাইটের ওয়ার্নির মার্ক রিমুভ করুন।

আপনার সাইট টোটালি ক্লিক করা হয়ে গেলে,গুগল এ রিকুয়েস্ট করুন আপনার সাইট থেকে সার্চ ওয়ার্নির মার্ক সরিয়ে নিতে। এটা করার জন্য আপনাকে গুগল ওয়েবমাস্টার টুলস ব্যবহার করতে হবে। তার আগে অবশ্যই আপনার সাইটকে গুগল ওয়েবমাস্টার টুলে এড করে নিতে হবে।

এখন ওয়েবমাস্টার টুলে গিয়ে আপনাকে সিকিউরিটি ইস্যুতে ক্লিক করতে হবে। এই পেইজে দেখানো হবে কি কি কারণে আপনার সাইটে ইনসিকিউরড মার্ক দেখানো হয়েছে! এছাড়া আপনি লিংকও পাবেন কোথা থেকে ক্ষতিকর কোডগুলো রিমুভ করতে হবে।

এগুলো ফিক্স করা হয়ে গেলে, চেকবক্সে ক্লিক করে রিভিও রিকুয়েস্ট করুন।

এরপর ওয়েবমাস্টার টুলে যদি কোন প্রকার সমস্যা দেখতে না পান,তাহলে নিচের 'Report Incorrect Phishing Warning' ফর্মে রিপোর্ট সাবমিট করুন।

আশাকরি আর্টিকেলটি আপনাকে ওয়ার্ডপ্রেসের 'This site ahead contains harmful programs' এরর ফিক্স করার ব্যাপারে হেল্প করবে।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments