HomeBlogকিভাবে অল-ইন-অন ডব্লিউপি (WP) মাইগ্রেট প্লাগইন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেট করবেন?

কিভাবে অল-ইন-অন ডব্লিউপি (WP) মাইগ্রেট প্লাগইন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেট করবেন?

আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট মুভ করার জন্যে দুইটি পদ্ধতি আছে- প্রথমটা হলো ম্যানুয়ালি আর ২য় পদ্ধতিটা সবচেয়ে সহজ- কোন প্লাগইন ইউস করা।

বিভিন্ন কারণেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি মাইগ্রেট করার প্রয়োজন হতে পারে। আপনার ওয়েবসাইটি কোন কারণে একটি হোস্টিং সার্ভিস থেকে অন্য হোস্টিং সার্ভিসে মুভ করতে হতে পারে।  এছাড়া  সাবডোমেইনে থাকা অবস্থায় আপনার সাইট ডেভেলপমেন্ট এর কাজ শেষ হলে  সাইটটিকে তখন নতুন কোন হোস্টিং সার্ভিসের আওতায় নিতে হতে পারে।

All in One WP Migration প্লাগইন ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই ওয়বেসাইট মুভ করতে পারেন।এখানে অনেক ছোটখাট ভুল হওয়ার সম্ভাবনা থাকে যা আপনার জন্য হতাশা আনতে পারে।

আমি সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতাম। এজন্য আমি প্রায়ই নতুন নতুন হোস্টিং সার্ভিস ব্যবহার করে দেখতাম।কিন্তু যখনই সার্ভিস রিনিউ করার মেসেজ আসতো তখনই আমি আমার ওয়েবসাইট আমার লং টাইম হোস্টিং সার্ভিসে মুভ করতে চাইতাম। এক্ষেত্রে Host The Website হোস্টিং কোম্পানিকে যথেষ্টই ভালো মনে হয়েছে। এড অন(Add on) হলো এমন একটি ডোমেইন যেখানে কোনো সাইট একটি প্রাইমারি ডোমেইন হোস্টিং এর আন্ডারে হোস্টিং করা যায়।এটি হোস্টিং এর খরচ কমায়।এইজন্য আমি প্রাইমারি হোস্টিং এর খরচের সাথে সামান্য বেশি খরচ করে একই হোস্টিং সার্ভিসে ট্রু ডোমেইন নাম দিয়ে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করতে সক্ষম হয়েছিলাম।এড অন ডোমেইন কোনো সাব ডোমেইন নয়।বরং এটি  রূট ডোমেইন নেম এর এক্সটেনশন।এড অন ডোমেইন ট্রু ডোমেইন হিসাবে কাজ করে যা অন্য ডোমেইনস এর সাথে হোস্টিং একাউন্ট শেয়ার করে। আপনি যখন একটি এড অন ডোমেইন সেটআপ করবেন তখন এটি অনেকটা সাব ডোমেইন এর মতো সেখানে কিন্তু সত্যি বলতে এটি রেগুলার ডোমেইন নেম হিসেবে কাজ করবে।

আমাদের উদ্দেশ্য হলো:

  • arrow-right
    ডব্লিউপি মাইগ্রেট প্লাগইন দিয়ে আমার ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া।
  • arrow-right
    ডোমেইন নেইম মুভ করা।
  • arrow-right
    আগের ডোমেইন দিয়েই বর্তমান ডোমেইন। নেইম সেটআপ করা।
  • arrow-right
    মাইগ্রেশন প্লাগইন ইউস করে একই সাথে ওয়ার্ডপ্রেস সাইট এবং ডোমেইন মুভ করা।

শুরু করার আগে আমি একটা বিষয় বলতে চাই, আমি যদি আগে জানতাম  আমার কতদিন কত ঘন্টা লাগবে কিভাবে ওয়েবসাইট মুভ করতে হয় এটা শিখতে তাহলে আমি অবশ্যই হোস্ট সার্ভিসিং কোম্পানিকে (Host The Website) ৩০ ডলার দিয়ে কাজটা করাতাম! কেননা এটা শিখতে আমার প্রচুর সময় এবং শ্রম  ব্যয় করতে হয়েছে! যদিও আমার টাইম নষ্ট হয়েছে।  কিন্তু এরফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি!

১ম ধাপে :

ব্যাকআপ, ডোমেইন নেইম মুভ করা, এড অন ডোমেইন নেইম ক্রিয়েট করা

ব্যাকআপ:

প্রথমেই আমাদের কাজ হলো মাইগ্রেশন প্লাগইন ইউস করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ব্যাপআপ করা। ব্যাপআপ করার আগে আমি কয়েকদিন ব্যাকআপ প্লাগইন নিয়ে রিসার্চ করি। বলতে গেলে আমি এটা নিয়ে ৪ দিন রিসার্চ করি। আমি সাইটের ব্যাকআপ নেয়ার জন্যে 'All in One WP Migration' এবং 'ডুপ্লিকেট ফর ওয়ার্ডপ্রেস' নামের দুইটি প্লাগইন ইউস করি! আমি এই দুইটা প্লাগইন ডাউনলোড এবং এক্টিভ করে আমার সাইটের ব্যাকআপ করি। আরেকটা কথা বলা দরকার, আমি ব্যাকআপ নেয়ার আগে কিভাবে প্লাগইন ইউস করে ব্যাকআপ নিতে হয় সে ব্যাপারে একটা শর্ট ভিডিও দেখেছিলাম! এটা আমাকে যথেষ্টই হেল্প করে ব্যাকআপের ব্যাপারে।
আমার ভাগ্য ভালো আমি ব্যাকআপ নেয়ার জন্যে দুইটি আলাদা প্লাগইন ইউস করেছিলাম। একবার যখন আপনি প্লাগইন দিয়ে ব্যাকআপ প্রোসেস শুরু করবেন তখন যদি ব্যাকআপ ঠিকঠাক না হয় তাহলে আপনি অন্য প্লাগইন দিয়ে সাইটে এক্সেস করতে পারবেন না! যদিও আপনি ম্যানুয়াল ব্যাকআপ এর মাধ্যমে আপনার সাইটের ফাইল ট্রান্সফার করতে পারবেন। দুইটা প্লাগইন ইউস করে দুইবার ব্যাকআপ করার পর আমি আমার ট্রান্সফার প্রজেক্ট মুভ করতে কনফিডেন্স পাই!

ডোমেইন নেইম মুভ:

ডোমেইন নেইম মুভ করার জন্যে প্রথমে আমি Host The Website হোস্টিং সার্ভিসে ফোন দেই। তারা যথেষ্টই আন্তরিক ছিলো। এই ট্রান্সফারের জন্য আমাকে দুইটা উইন্ডো ওপেন করতে হয়েছে, একটি যে হোস্টিং সার্ভিসে আমি মুভ করছি আরেকটা আমার পূর্বের হোস্টিং সার্ভিসের জন্য। আগের হোস্টিং সার্ভিসের ডোমেইন ম্যানেজমেন্ট গিয়ে আমি ডোমেইন টু মুভ সিলেক্ট করি। যদিও আমি সেখানে একটা ডোমেইন নেইম দেখেছিলাম।

তখন আমি যা করি:

  • check
    নেইম সার্ভিস (NS) চেঞ্জ করে নতুন হোস্টিং সার্ভিসের (Host The Website) নাম দেই
  • check
    একটা ক্লিক দিয়েই ডোমেইন নেইম চেঞ্জ করি।
  • check
    আমি ইইপি (EEP) কোড কপি করি। কারণ এটা আমার নতুন হোস্টিং (Host The website) সার্ভিসে মুভ করার জন্য দরকার ছিলো।

Host The Website হোস্টিং সার্ভিসের অ্যান্ডার ডোমেইন ম্যানেজমেন্ট গিয়ে আমি ডোমেইন ট্রান্সফারের জন্য আবেদন করি। তখন আমি সেই হোস্টিং সার্ভিসের দেয়া সকল দিকনির্দেশনা অনুযায়ী আমার ডোমেইন  নেইম মুভ করি এটা করতে আমাকে ইইপি (EEP) কোড পেস্ট করতে হয়।

তখন আমি একটা ইমেইল পাই,যেখানে বলা হয় আমার ডোমেইন ট্রান্সফার ভেরিফিকেশন করার জন্যে। এটা এক সপ্তাহের মত সময় লাগতে পারে সকল প্রোসেসগুলো ঠিকঠাক সম্পন্ন হতে এবং ডোমেইনের নতুন নেইম সার্ভার এড হতে।

ডোমেইন নেইম দিয়ে এড-অন বানানো:

ডোমেইনকে এড-অন হিসেবে ইউস করতে চাইলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। ডোমেইন ম্যানেজমেন্ট এ গিয়ে আপনি সহজেই এড-অন ডোমেইন বানাতে পারবেন। আরেকটা কাজ কররে হবে, আপনার আগের হোস্টিং সাইটে ব্যবহার করা ইমেইল এড্রেসটাকে Host The Website এ ইউস করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখা উচিত নতুন ইমেইল ক্রিয়েট করলে আপনার পুরাতন হোস্টিং সার্ভিসে ইউস করা সকল ইমেইলগুলোই ক্যান্সেল হয়ে যাবে। তখন আমি আমার নতুন হোস্টিং সার্ভিস Host The Website এর হেল্প নেই এবং এটা কিছু সময় নিয়েছিলো এড-অন ডোমেইন ক্রিয়েট হতে।

অন-ইন-ওয়ান ডব্লিউপি (WP) মাইগেশন প্লাগইন দিয়ে ওয়েবসাইট মাইগ্রেট :
প্রথমে আপনার ওয়েবসাইট ক্লিন আউট করতে হবে। সহজে এবং দ্রুত কিভাবে ক্লিন আউট করা যায় এ ব্যাপারে জানার জন্য আমি Host The Website কে ফোন করি এবং তারা আমাকে সিপ্যানেলে গিয়ে ফাইলম্যানেজার ইউস করতে বলে যার মাধ্যমে আমি অদরকারী ফাইলগুলো ডিলেট করতে পারি। ফাইন ম্যানেজার ইউস করে আমি কয়েক মিনিটেই আমার এড-অন ডোমেইন সাইটের ফাইলগুলো ডিলেট কররে পারি যা FTP সার্ভারে কয়েক ঘন্টা লেগেছিলো।

তারপর যা করতে হবে--

  • arrow-right
    ওয়ার্ডপ্রেসের ক্লিন কপি ইন্সটল করুন
  • arrow-right
    অল-ইন- ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন ইন্সটল করুন
  • arrow-right
    ফাংশন ইমপোর্ট করতে অল-ইন- ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন ইউস করুন
  • arrow-right
    সেভ parmalinks
  • arrow-right
    সেটিং>জেনারেল এ গিয়ে ইউআরএল এড্রেস চেক করুন
  • arrow-right
    বেসিক পেইজ লিংক এবং ওয়েবসাইট  ভেরিফাই করুন

অল-ইন- ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের ক্লিন ইন্সট্রল দরকার। এখন আপনার ওয়ার্ডপ্রেসে Host The Website ইন্সটল কররে হবে। সিপ্যানেলে গিয়ে আপনি সহজেই এটা ইন্সটল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইন্সট্রল করার আগে আপনার ইউসার নেইম এবং পাসওয়ার্ড সেট করে নিবেন।

ওয়ার্ডপ্রেসের ক্লিন ইন্সটল হয়ে গেলে আপনাকে নতুন করে ডাটাবেজ সেট করতে হবে। যা আপনি অল-ইন- ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন ইউস করে সহজেই করতে পারবেন।

ডুপ্লিকেটর দিয়ে কিভাবে আপনার সাইট মাইগ্রট করবেন:

  • check
    প্রথমে MYSQL নামে একটা ফোল্ডার বানান
  • check
    ইন্সটলার আপলোড করুন
  • check
    আর্কাইভস আপলোড করুন
  • check
    parmalinks সেভ করুন

ডুপ্লিকেটর দিয়ে ব্যাকআপ আপলোড করতে হলে আপনাকে সিপ্যানেল> ফাইন ম্যানেজারে গিয়ে তা করতে হবে।

ইমেইল সেভ:

বিভিন্ন উপায়েই আপনি আপনার হোস্টিং চেঞ্জ করার সময় ইমেইলগুলো সেভ করতে পারেন।
প্রথমে আপনাকে আগের হোস্টিং থেকে ইমেইলগুলো ডাউনলোড করে নিতে হবে। দ্রুত কাজটা সারার জন্যে জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারেন কিন্তু এটা আপনি জিপ ফাইল হিসেবে আপলোড করতে পারবেন না! তারপর আপনার Host The Website এ যে ইমেইল একাউন্ট আছে সেখানে একটি নতুন ফোল্ডার খুলে ডাউনলোড করা ইমেইলের জিপ ফাইলটা আনিজিপ করে আপলোড করুন। এভাবে আপনি আপনার আগের হোস্টিং এর ইমেইলগুলো রিস্টোর করতে পারবেন।

সো এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে গেলে আপনি সহজেই অল-ইন-অন ডব্লিউপি (WP) মাইগ্রেট প্লাগইন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেট করতে পারবেন।

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments