HomeBlogওয়ার্ডপ্রেসের লগিন এবং রেজিস্ট্রেশন ফর্মে কিভাবে ক্যাপচা এড করবেন?

ওয়ার্ডপ্রেসের লগিন এবং রেজিস্ট্রেশন ফর্মে কিভাবে ক্যাপচা এড করবেন?

স্প্যাম রেজিস্টাররা সবসময় ওয়ার্ডপ্রেস সাইটের জন্যে মাথা ব্যথার কারণ! লগিইন এবং রেজিস্ট্রেশন ফর্মে ক্যাপচা এড করে স্প্যাম ইউজারদের ব্লক করা সম্ভব। তাই এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের লগিন এবং রেজিস্ট্রেশন পেজে কিভাবে ক্যাপচা এড করবেন।

প্রথমে আপনাকে Better WordPress reCAPTCHA প্লাগইন ইন্সটল করে এক্টিভ করে নিতে হবে। প্লাগইন এক্টিভ করা হয়ে গেলে এটি ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়াতে BWP RECAPT লেভেল আইটেম এড করবে। সো এখানে ক্লিক করে আপনি প্লাগইনের জেনারেল সেটিংস এ চলে যেতে পারবেন।

Google’s recaptcha API তে ইউস করার জন্যে আপনার কাছে পাবলিক এবং প্রাইভেট API Keys জানতে চাওয়া হবে। API keys পাওয়ার জন্যে আপনাকে reCAPTCHA website এ যেতে হবে এবং Get reCAPTCHA বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে আপনাকে সাইনআপ অথবা সাইনইন বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন। সো একবার লগিন করা হয়ে গেলে,আপনার কাছে ডোমেন নেইম জানতে চাওয়া হবে যেখানে আপনি রিক্যাপচা এড করতে চান।

এরপর আপনাকে মাই একাউন্ট ট্যাবে ক্লিক করে, আপনার ডোমেন নেইম সিলেক্ট করে দিতে হবে। এটা তখন আপনাকে পাবলিক এবং প্রাইভেট API Keys পেজে নিয়ে যাবে।

আপনার প্লাগইনের জেনারেল সেটিংস এ প্রাইভেট এবং পাবলিক API কী কপি,পেস্ট করুন। প্লাগইন ফাংশনের API Keys এর নিচে

'next to Registration form and Login form options' এ ঠিক চিহ্ন দিয়ে দিন।

এছাড়া এই রিক্যাপচা প্লাগইন আপনাকে কমেন্ট সেকশনেও রিক্যাপচা এড করতে এলাউ করবে। সো এটা করার জন্যে আপনাকে কমেন্টের জন্যেই রিক্যাপচা এনেবল করতে হবে।

সো,মোটামুটি সব কাজ শেষ। এখন আপনাকে Save Changes বাটনে ক্লিক করে সেটিং সেভ করতে হবে।

এখন রিক্যাপচা এড হয়েছে কিনা তা দেখার জন্যে আপনাকে ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়া থেকে লগআউট হতে হবে। সো,এখন লগিন করতে গেলে আপনি রিক্যাপচা দেখতে পারবেন। এছাড়া আপনার ওয়ার্ডপ্রেস সাইটের রেজিস্ট্রেশন পেইজে ক্লিক করে দেখুন,সেখানেও ঠিক একইভাবে রিক্যাপচা ট্যাবল পাবেন।

আশাকরি এই আর্টিকেলের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের লগিন এবং রেজিস্ট্রেশন পেজে রিক্যাপচা এড করতে পারবেন

আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/হেল্প সাপোর্ট দিয়ে থাকি

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments