HomeBlogওয়েবসাইটের জন্য সঠিক ডোমেইন যেভাবে সিলেক্ট করবেন

ওয়েবসাইটের জন্য সঠিক ডোমেইন যেভাবে সিলেক্ট করবেন

আমরা যখন একটি ওয়েবসাইট বা ব্লগ খোলার কথা চিন্তা করি, তখন সর্বপ্রথম যে কাজটি নিয়ে চিন্তা আসে তা হলো একটি সুন্দর ডোমেইন সিলেক্ট করা। কিন্তু এই সুন্দর ডোমেইনটি সিলেক্ট করতে গিয়ে হাজারো ধাঁধা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না। কারণ একটি সুন্দর ডোমেইন বাড়িয়ে দেয় ব্লগের মান কয়েক গুণ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস যা আপনার জন্য একটি সুন্দর ডোমেইন সিলেক্ট করতে সুবিধা হবে।

  • .com - ই সেরা 

​বর্তমানে অসংখ্য ডোমেইন এক্সটেনশন রয়েছে .com ছাড়া! কিন্তু সবার মুখে মুখে এমনকি যার এ বিষয়ে ধারণা খুবই কম সেও .com ডোমেইনের কথা বলতে পারে। তার চেয়েও বড় কথা ভিজিটরের ট্রাস্ট বাড়াতে ডট কম ডোমেন নেয়া জরুরি। সুতরাং, ব্লগের ডোমেইন .com নেওয়াই সুবিধাজনক। ধরুন আপনার ওয়েবসাইটের ডোমেইন যদি হয় example.photography তাহলে অনেকে ভুল করে অত খেয়াল না করেই example.photography.com লিখতে পারে। এতে সে Error Page ছাড়া আর কিছুই দেখতে পারবে না। সুতরাং, সে ভাববে এই নামে কোনো ওয়েবসাইট-ই হয়ত নেই।

  • ডোমেইনে কিওয়ার্ড জরুরি নয়

আগে SEO Strategy তে আমরা ফলো করতাম যে ডোমেইন সিলেকশনের সময় আমাদের ওয়েবসাইটের মূল একটি কিওয়ার্ড ডোমেইনে থাকা লাগবে। কিন্তু এখন এটি আর প্রযোজ্য নয়। ডোমেইন সুন্দর এবং সহজ হলেই যথেষ্ট। ডোমেইনে কোনো মূল কিওয়ার্ড রাখা আবশ্যক নয়। এতে আপনার সাইট র‍্যাঙ্কিং-এ কোনো অসুবিধা হবে না। চেষ্টা করুন ব্র্যান্ডেবল ডোমেন সিলেক্ট করতে।

  • ডোমেইন ছোট রাখুন

যত বড় ডোমেইন তত মনে রাখা কষ্টকর। তাই আপনার উচিত হবে ডোমেইন ছোট রাখা, সাধারণত রিকমান্ডেড হলো ১৫ অক্ষরের কম ডোমেইন নাম সিলেক্ট করা।দুই শব্দের ডোমেন নেয়া অবশ্যই ভাল।

  • ডোমেইনের বানান সহজ রাখুন

ডোমেইনের বানান সহজ হলে এটি মনে রাখতেও সহজ হবে। এতে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটের নাম সহজেই মনে রাখতে পারবে। 

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

  • ডোমেইন নাম ইউনিক রাখুন

পয়েন্টটি দেখে হয়ত একটু হাস্যকর লেগেছে যে ডোমেইন আবার ইউনিক না হয়ে কিভাবে পারে কারণ একজনের ডোমেইন তো হুট করেই অন্যজন কিনতে পারে না। কিন্তু এখানে আসলে ঐ ভাবে ডোমেইন নাম ইউনিক রাখার কথা বলা হয় নি। যেমন ধরুন Facebook.com একটি সুন্দর এবং সহজ ডোমেইন। আপনি যদি আপনার ব্লগের জন্য ডোমেইন নেন Facebookmywebsite.com তাহলে এটিকে আর ইউনিক বলা যাবে না। এতে করে আপনার ব্লগের রেপুটেশন থাকবে না আর আপনার ব্লগের কোনো আলাদা নাম মানুষ জানবে না।

পাশাপাশি ডোমেইনের নাম আপনার নিশ - এর সাথে মিলিয়ে সিলেক্ট করা উচিত। এতে ভিজিটর ডোমেইন দেখে আইডিয়া করতে পারবে যে আপনার ওয়েবসাইটটি কি ধরনের।​

  • ডোমেইনে হাইফেন এড়িয়ে চলুন

ডোমেইনে হাইফেন এড়িয়ে চলা উচিত। বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট যেমন Gmail.com, Facebook.com, Bing.com, Linkedin.com - এগুলোতে কোনো হাইফেন নেই। ভিজিটর যখন আপনার ওয়েবসাইটের ডোমেইন সার্চ বারে লিখবে তখন সে হয়ত হাইফেন স্কিপ করে যাবে অথবা মনে রাখতে পারবে না। সুতরাং, ডোমেইনে হাইফেন না রাখাই ভাল। 

  • ডোমেইনে পর পর একই অক্ষর এড়িয়ে চলুন

একই অক্ষর পর পর ব্যবহার করতে ডোমেইন বানান কনফিউজিং হয়। যেমন gmailll.com যদি হত তাহলে আমরা অনেকেই কনফিউজ হতাম এই নিয়ে যে "i" অক্ষরটির পর আসলে কয়টি "l" হবে। সুতরাং, এমন ডোমেইন না সিলেক্ট করাই ভাল। 

  • কোন ট্র্যাডিশনাল কিওয়ার্ড ডোমেন নেমে ব্যবহার না করা ঃ

এমন কোন কিওয়ার্ড যেটা অনেক বেশি ইন্টারনেটে পপুলার ,এমন কিওয়ার্ড এ ডোমেন না নেয়া উচিত। তাহলে অনেক সময় দেখা যাবে আপনার ডোমেনের নাম লিখে গুগুলে সার্চ দিলে আসছে না।

আমাদের কোম্পানি Host The Website ডোমেইন অফার করে থাকে।​ বর্তমানে আমাদের বিভিন্ন প্যাকেজের সাথে ফ্রি ডোমেন অফার চলছে , বিস্তারিত এই পোস্টে দেখুন।

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। কোনো সমস্যা হলে বা প্রশ্ন থাকলে সাপোর্ট-এ যোগাযোগ করুন, কমেন্ট করুন অথবা ইমেইল করুন ঃ sales@hostthewebsite.com

ভাল লাগলে পোস্টটি শেয়ার করুন।​

আসিফ ইমতিয়াজ প্রমি
আসিফ ইমতিয়াজ প্রমি
টেকনলজি নিয়ে আমার আগ্রহের কমতি নেই। অসংখ্য বিষয়ের মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বেশ মজার লাগে। ওয়েবসাইটের এর প্রাণ হলো হোস্টিং। সুতরাং হোস্টিং এবং ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতেই। সেই জ্ঞানে কিছু শব্দ ব্লগ পোস্টগুলোতে লিপিবদ্ধ করি। বর্তমানে বাংলাদেশের অন্যান্য হোস্টিং কোম্পানি থেকে Host The Website বেশ উন্নত। ব্লগ লেখার শখ আগে থেকেই। তাই ব্যস্ত সময়ের ফাঁকে দু'একটি শব্দ লেখা হয় উক্ত ব্লগে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments