HomeBlogApache SpamAssasin এর সাহায্যে ইমেইল স্প্যাম যেভাবে বন্ধ করবেন।

Apache SpamAssasin এর সাহায্যে ইমেইল স্প্যাম যেভাবে বন্ধ করবেন।

স্প্যাম কখনোই গ্রহণযোগ্য নয়। (দুর্ভাগ্যজনকভাবে স্প্যামিংয়ে এখন অনেক কালো টাকা, ফলে প্রতিদিন বন্যার মতো আমাদের ইনবক্সে আসে অসংখ্য স্প্যাম ইমেইল ।)

গত দশ বছরে স্প্যামারদের একটি নতুন জেনারেশন গড়ে উঠেছে যারা ক্লান্তিহীন ভাবে ক্লিন আইপি এড্রেস এবং পেনট্রেট নেটওয়ার্কে এক্সেস করে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। গতবছর,আমরা একটি বেশ ভালো স্ট্রিক্ট এনটি স্প্যাম পলিসি ডেভেলপ করেছিলাম।

দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নতুন জেনারেশনের স্প্যামার রা সফটওয়ারে সিকিউরিটি হোল ইউজ করে (যেমন পেনট্রেটের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস) এবং ম্যালিসিয়াস ইমেইল সেন্ড করে।
এই ধরনের এক্সেস প্রতিরোধ করতে চাইলে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং সফটওয়্যার সব সময় আপডেট রাখতে হবে।

আমরা বিশ্বাস করি আমাদের নেটওয়ার্কের সুরক্ষার জন্য এক্সট্রিম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সমগ্র ইন্ডাস্ট্রিকে স্প্যাম প্রোবলেম থেকে মুক্ত করতে পারি।

How to take back your inbox

আপনার ইনবক্স স্প্যামমুক্ত এবং অর্গানাইজড রাখতে হলে ইমেইলের জন্য এন্টিস্প্যাম ফিল্টার প্রয়োজন।এতে করে আপনার ইনবক্স আনওয়ান্টেড স্প্যাম ইমেইল থেকে মুক্ত থাকবে।

অনেক শেয়ারড হোস্টিং ইউজাররা তাদের নিজেদের ইনবক্স এর কনট্রোল রাখার জন্য থার্ড পার্টি প্রোভাইডার যেমন G Suite ব্যবহার করে।

যারা ইমেইল সার্ভার সাইড রাখতে চায়, Apache SpamAssassin™ তাদেরকে স্প্যামিং এর বিরুদ্ধে লড়াইয়ে দুই দশক ধরে সাহায্য করে আসছে।

Apache SpamAssassin™ একটি মেইল ফিল্টার যা স্প্যাম আইডেন্টিফাই করে। এটি একটি ইনটেলিজেন্ট ইমেইল ফিল্টার যেটি ডাইভার্স রেঞ্জের মাধ্যমে স্প্যাম আইডেন্টিফাই করে। ইমেইল হেডারস রা এই টেস্টগুলি এক্সামিন করে এবং এডভান্সড স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে ইমেইল ক্লাসিফাই করে।

প্রোপারলি কনফিগারড হয়ে গেলে আপনি থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার অথবা এক্সপেনসিভ সফটওয়্যার ছাড়াই ইনবক্স রি ক্লেইম করতে পারবেন। Apache SpamAssassin™ এখানে 100% ফ্রি এবং Host The Website তে প্রতিটা একাউন্টের একটি অংশ।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

কিভাবে Apache SpamAssassin™ সেটআপ করবেন?

Apache SpamAssassin™ এর সেটিং অত্যন্ত সহজ।এটি আপনি নিচের লিংকে মাউসের মাত্র দুইটি ক্লিকেই করে ফেলতে পারবেন।

সিপ্যানেলে লগিন করুন

  • arrow-right
    Apache SpamAssassin এ ক্লিক করে এনভেল করুন
  • arrow-right
    ইমেইলে ইনবক্স মনিটর করুন এবং ধারাবাহিকভাবে সংখ্যা সেট করে দিন ( এখানে ৫ ডিফল্ট থাকে ,আপনি ১০ করে দিন)
  • arrow-right
    হোয়াইট লিস্ট এবং ব্ল্যাকলিস্ট মনিটর করার জন্যে Apache SpamAssassin  কনফিগারেড করুন।
  • arrow-right
    মনিটর সিপ্যানেল>> ট্র‍্যাক ডেলিভারিতে গিয়ে এর কার্যকারিতা যাচাই করুন।

এছাড়া যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন, Host The Website Team সবসময় আছে আপনার সাথে। আমাদের ইমেইল পাঠাতে পারেন support@hostthewebsite.com অথবা কল করুন ০১৫২১২১০৩৪৮ এই নাম্বারে।

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments