HomeBlogকিভাবে Post Returning 404 Error ফিক্স করতে হয়?

কিভাবে Post Returning 404 Error ফিক্স করতে হয়?

কিভাবে Post Returning 404 Error ফিক্স করতে হয়

এই এররের একটা নমুনা হলো-একজন ইউজার তার সাইটে সিঙ্গেল পোস্ট ভিজিট করতে গিয়ে 404 page-not found error দেখা।

আপনি তখন আপনার সাইটের অন্য সকল সেকশনে এক্সেস করতে পারবেন তবে এডমিন এরিয়া ব্যতীত! সাধারণত permalink sittings এর কারণেই বেশিরভাগ সময় এই এরর দেখায়। তাই এই প্রব্লেম সলভ করার জন্যে ইউজারকে তার ওয়ার্ডপ্রেসের permalink sittings রিকনফিগারেড করতে হয় অথবা ম্যানুয়ালি তাদের রিরাইট রুলস আপডেট করতে হয়।

ওয়ার্ডপ্রেস একটি পাওয়ারফুল CMS। মাঝেমধ্যে আপনার সামান্য ফল্ট,সাইটে আপনার এক্সেস রোধ করতে পারে। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত যেকোন প্রব্লেমের সলিউশনের জন্য আমাদের ব্লগ পোস্টগুলো ফলো করেন। অনেক আগে থেকেই আমরা ওয়ার্ডপ্রেসের কিছু কমন এরর নিয়ে আর্টিকেল লিখে আসছি,যেমন: ইন্টারনাল সার্ভার এরর,ইস্টাবলাইজিং ডাটাবেস কানেকশন প্রভৃতি। এগুলোর মত আরেকটি কমন এরর হলো Post Returning 404 Error! এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে Post Returning 404 Error ফিক্স করবেন।

সাধারণত এই পরিস্থিতিতে একজন ইউজার তার এডমিন এরিয়াতে এক্সেস করতে পারে,এক্সেস করতে পারে ব্লগের মেইন পেইজেও! কিন্তু যখন সে সিঙ্গেল কোন পোস্ট পেইজে এক্সেস করতে যায় তখন তারা 404 Not found Error দেখতে পায়। এতে উৎকন্ঠিত হওয়ার কিছু নেই কেননা বেশির সময়ই আপনার পোস্টগুলো সেখানেই আছে এবং সেভও আছে! এটা বেশির ভাগ ক্ষেত্রেই. htaccess ফাইল ডিলেট অথবা রিরাইট রুলসের সাথে কোন কিছুর গোলমান হওয়ার কারণেই ঘটে থাকে।

কিভাবে permalink sittings ফিক্স করবেন?

সিম্পলি Sitting >> Permalinks যান, তারপর Save বাটনে ক্লিক করুন।

এটা আপনার permalink sittings আপডেট করবে এবং রিরাইট রুলস ফ্ল্যাশ করবে। বেশিরভাগ ক্ষেত্রেই এভাবে Post Returning 404 Error ফিক্স হয়ে যায়! কিন্তু এভাবেও যদি Post Returning 404 Error ফিক্স না হয় তাহলে আপনাকে . htaccess ফাইন ম্যানুয়ালি আপডেট করতে হবে।

FTP ইউস করে সার্ভারে লগইন করুন। wp-content/wp-includes/ ফোল্ডারের সেইম লোকেশনে অবস্থিত . htaccess ফাইল মোডিফাই করুন। একটা সহজ করতে পারেন, 606 এ পারমিশন চেঞ্জ করে . htaccess এর রাইটএবল একটা টেম্পোরারি ফাইল বানাতে পারেন। তারপর আবার উপরের সলিউশনে ফিরে যান। এছাড়া আপনি ম্যানুয়ালি . htaccess ফাইলে এই কোডটা পেস্ট করতে পারেন।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

লোকাল সার্ভার ফিক্স করুন-

বেশিরভাগ ক্ষেত্রেই ডিজাইনার এবং ডেভেলপাররা এক্সপেরিমেন্টালের জন্য লোকাল সার্ভার ইউস করে তাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে। কিন্তু আপনি যদি ভালো permalink ইউস করতে চান তাহলে আপনাকে MAMP,WAMP,OR XXAMP এর জন্য রিলাইট মডিউলে Apache কনফিগার করতে হবে।

আশা করি ওপরের ট্রিকগুলির মধ্যে কোনো একটা ট্রিক আপনার সমস্যার সমাধান করতে পারবে।কোন ট্রিকটি আপনি ইউজ করেছেন যা আপনার জন্য বেনিফিশিয়াল হয়েছে?আপনি যদি আরো অন্য কোনো সলিউশন খুঁজে পান,অবশ্যই আমাদের জানাবেন প্লিজ।এতে করে আমাদের রিসোর্স আরো এক্সপান্ড হবে এবং ইউজারদের সলিউশন খোঁজার পেছনে সময় নষ্ট হবেনা।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments