HomeBlogকেন আপনার ওয়েবসাইটের জন্য SSL Certificate দরকার?

কেন আপনার ওয়েবসাইটের জন্য SSL Certificate দরকার?

SSL Certificate বা সিকিউর শকেড লেয়ার সার্টিফিকেট আপনার সাইটের ইউজার এবং কাস্টমারদের নিরাপত্তা এবং প্রাইভেসী ইনশিওর করে। SSL Certificate আপনাকে অনেক বেনিফিট এবং এডভান্টেজ দিবে যা SSL Certificate ইন্সটল বা ব্যবহার না করা ওয়েবসাইটগুলো দিতে পারবে না!

শুরুতে দেখে নিন - ​SSL সার্টিফিকেট কি?​​​

গুগল পান্ডা আপডেটের সাথে যুক্ত থাকুন

কেননা সম্প্রতি সার্চ ইঞ্জিনের গুগল পান্ডার আপডেট হয়েছে! SSL Certificate যুক্ত ওয়েবসাইটগুলো গুগল বেশি করে রিকমেন্ড করে। গুগল সেই সব সাইটগুলোই বেশি শেয়ার করে যেগুলো URL র‍্যাংক হাই ও সেভ এবং SSL Certificate যুক্ত সাইটগুলোই আগে খুজে বের করে। হাই কোয়ালিটি এবং নিরাপদ সাইট বেশি শেয়ার করার ফলে গুগল সার্চে নিরাপত্তা ঝুকিতে থাকা সাইটগুলো সার্চলিস্টে অনেক পড়ে আসে। আর SSL Certificate যুক্ত সাইটগুলোকে গুগল নিরাপদ হিসেবে মার্ক করে। যা আপনার সাইটের SEO এর ক্ষেত্রেও ভালো প্রভাব ফেলে।

ডাটা এনক্রিপ্ট করে সেভ রাখে:

SSL Certificate আপনার ডাটা এনক্রিপ্ট করে তা হ্যাকার বা অনলাইন দুষ্কৃতিককারীদের কাছ থেকে  সেভ রাখতে সাহায্য করে। SSL Certificate এনক্রিপ্টেট ডাটার জন্য স্টোরেজ যোগান দেয়, এর মধ্যে এক্সেস করা প্রায় অসম্ভব করে তোলে এবং আপনার সাইট ভিজিটরকে সাইট ভিজিটের সময় ভালো এক্সপেরিয়েন্স দেয়।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

অনলাইনে বিজনেস ব্র‍্যান্ডিং করুন:

যদি আপনার নিজস্ব SSL Certificate থেকে থাকে তাহলে তা সহজেই আপনার অনলাইন বিজনেস ব্র‍্যান্ডিং করতে সাহায্য করবে। আপনার ব্র‍্যান্ডের সুনামের জন্য,আপনার কাস্টমার বা ইউজারদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে। SSL Certificate যুক্ত সাইট  মানুষের আস্থা অর্জনে সাহায্য করে যা  ব্র‍্যান্ডিং এর জন্য দরকার পড়ে।

আপনার ওয়েব ব্রাউজারের ভাইরাস কিউ, ব্রাউজ করা যেকোন সাইট নিরাপদ কিনা তা দেখায়। স্ট্যান্ডার্ড SSL Certificate যুক্ত সাইটে লক আইকন শো করে এবং প্রিমিয়াম SSL Certificate যুক্ত সাইটগুলো সবুজ আইকন এবং টেক্সট শো করে। ভিজিটরা যখন এই আইকনগুলো দেখে তখন তাদের আপনার সাইটের প্রতি আস্থা আসে যা আপনার সাইটের ব্যাংক হাই করে এবং SEO এর ক্ষেত্রে ভালো ইমপ্যাক্ট ফেলে।

সর্বোপরি SSL Certificate ইউস করার কিছু বাজে দিকও আছে তবে তা ভালোর দিকেই তুলনায় নগণ্য! এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আপনার সাইটের সেন্সসিটিভ সকল ইনফরমেশন SSL Certificate এর অন্তর্গত। যথাযথ SSL Certificate এর ব্যবহার আপনার কাস্টমারকে প্রটেক্ট করতে সাহায্য করবে,আপনাকেও প্রটেক্ট করবে যা আপনার কাস্টমারের আস্থা অর্জন এবং আপনার বিজনেসও গ্রো করতেও কাজে দিবে। SSL Certificate আপনার সাইটের ইউজারদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ডাটা কোথায় স্টোর করবেন তার নিরাপদ সমাধান দেয় অথবা আপনার কাস্টমারকে সরাসরি ক্রয় করার এক্সেস দেয়।

হোস্ট দ্যা ওয়েবসাইট সকল শেয়ার্ড হোস্টিং প্যাকেজের সাথে ফ্রী শেয়ার্ড এস এস এল প্রদান করে। আপনি আমাদের যেকোন হোস্টিং প্যাকেজ কিনলেই ফ্রী তে  এস এস এল ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে আমাদের সাপোর্টে একটি টিকেট ক্রিয়েট করতে হবে। আমাদের যেসকল প্যাকেজে ফ্রী এস এস এল আছে সেগুলো দেখে নিন- শেয়ার্ড হোস্টিং , ফ্রী এস এস এল প্যাকেজ সমূহ।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments