HomeBlogএসএসডি (SSD) হোস্টিং কি?

এসএসডি (SSD) হোস্টিং কি?

সলিড স্টেট ড্রাইভ যুক্ত সার্ভারকে এসএসডি হোস্টিং বলা হয়ে থাকে। এটা কম্পিউটার স্টোরেজের সর্বশেষ সংস্করণ। বর্তমানে এটাকে আমরা হাই কনফিগারেড ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে দেখছি। এমনি কি হোস্টিং ইন্ডাস্ট্রিতেও এর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বড় বড় কোম্পানিগুলো তাদের ডাটাগুলো বিভিন্ন এসএসডি সার্ভারে জমা রাখছে। আজকের এই আর্টিকেলে আমরা  প্রথাগত হার্ড ড্রাইভ এবং এসএসডি কার্ডের মধ্যে পার্থক্যগুলো দেখবো এবং এটা কিভাবে অনলাইনে আপনার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করবে তাও আলোচনা হবে এই আর্টিকেলে।

হোস্ট দ্যা ওয়েবসাইটের সকল সার্ভার সম্পূর্ন এস এস ডি ড্রাইভ দিয়ে তৈরি। .আমাদের এসএসডি হোস্টিং প্ল্যানগুলো দেখে নিন

প্রথাগত হার্ডড্রাইভ এবং এসএসডির মধ্যকার প্রধান পার্থক্য:

ডাটা স্টোরেজের ইতিহাসে এসএসডি এক যুগান্তকারী উদ্ভাবন! প্রথাগত হার্ডড্রাইভ এবং এসএসডির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে- প্রথাগত হার্ডড্রাইভগুলো মেশিন ডিভাইস আর অন্যদিকে এসএসডি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক,যেখানে কোন মুভিং ইলিমেন্টের প্রয়োজন হয় না!
১৯৭০-৮০ দশক থেকে আমরা কম্পিউটারে প্রথাগত হার্ডড্রাইভ ইউস করে আসছি। সময়ের ব্যবধানে হার্ডড্রাইভের আয়তন কমেছে এবং ডাটা স্টোরেজের সক্ষমতা বেড়েছে। এখন আমরা ৭.২ সাটা ফরম্যাটের ৩.৫ ইঞ্চির ড্রাইভে ৬,৮ অথবা ১০ টেরা ডাটা স্টোর করতে পারি। এখন হার্ডড্রাইভে এয়ারের পরিবর্তে হিলিয়াম ইউস করা হয় যা শুধুমাত্র এর আকার এবং আয়তন কমিয়েছে কিন্তু এর মূল ফরম্যাটের কোন পরিবর্তনের আনেনি।

প্রথাগত হার্ডড্রাইভের ডাটা রিড এবং রাইটের একটা লিমিট থাকে। এবং ৩০-৪০ বছরের মধ্যে এর পরিবর্তন হওয়ার তেমন সম্ভাবনা নেই। এটা সাধারণত ডিক্সের ঘূর্ণনের মাধ্যমে ডাটা রিড এবং রাইট করে থাকে। এই ঘূর্ণনের গতির ওপরই নির্ভর করে কত দ্রুত ডাটা রিড এবং রাইট হবে। সাধারণত বর্তমানের ডিক্সগুলো প্রতি মিনিটের ৭.২/১০ থেকে ১৫ কে পর্যন্ত গতিতে ঘুরতে পারে।

কিন্তু এসএসডিতে ডাটা রিড বা রাইট করার জন্য কোন মুভিং পার্টস নেই! ডাটা ইলেক্টিক্যালি সেন্ডার থেকে রিসিভার স্টোরেজে পাস হয়।
একারণে এসএসডি অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য  সাটা বা এসএএস থেকে। এস এস ডি প্রায় নরমাল ড্রাইভ থেকে ২০ গুন ফাস্ট হতে প[রে

এসএসডি কত দ্রুত কাজ করে?

যখন আমরা হার্ডড্রাইভ এবং এসএসডির স্পিড নিয়ে তুলনা করবো তখন আমাদের IOPS সম্পর্কে ধারণা থাকতে হবে। উইকিপিডিয়া অনুসারে IOPS বলতে-
ইনপুট/আউটপুট পার সেকেন্ড কে বুঝানো হয়েছে যা কম্পিউটার স্টোরেজের একটা বেঞ্জমার্ক যা হার্ডড্রাইভের ক্ষেত্রে (HDD),এসএসডির ক্ষেত্রে (SSD)।

এটা হার্ডডিক্সের স্পিডকে বোঝায় যে কত দ্রুত ওই ডিক্স ডাটা রিড বা রাইট করতে পারবে! আমাদের মনে রাখা দরকার যার I IOPS যত বেশি সেই ড্রাইভ তত দ্রুত এখন যদি আমরা আমাদের বেঞ্জমার্ক ইউস করে দেখি তবে প্রথাগত হার্ডড্রাইভ যেমন সাটা বা স্যাস। প্রায় সব হার্ডড্রাইভগুলো IOPS নিচের মত হয়ে থাকে

  • check
    ৭.২ k সাটা - ৮০ IOPS এর মধ্যে থাকে
  • check
    ১০ k স্যাস (SAS)- ১২০-১৩০ IOPS এর মধ্যে থাকে
  • check
    ১৫ k  স্যাস - ১৮০ IOPS এর

কিন্তু এসএসডির রিড IOPS এবং রাইট IOPS আলাদাভাবে কাউন্ট হয়! এটা নির্ভর করে কোথায় আপনি রিড করছেন এবং কোথায় ডাটা রাইট হবে।
র‍্যানডম রিড IOPS: ডিস্ক ক্যাপাসিটির উপর নির্ভর করে সর্বনিম্ন 4600 থেকে 15500 পর্যন্ত লাগতে পারে।

র‍্যানডম রাইট IOPS: 65000 থেকে 75000  হতে পারে যা নির্ভর করে ডিস্ক ক্যাপাসিটির উপর।আপনি যখন SSD ইউজ করবেন তখন ক্যালকুলেটরে সময় হিসাব না করেই বুঝতে পারবেন এটি তার মেকানিক্যাল এনসেসটর দের চেয়ে কত ফাস্ট।

ওকে,তাহলে আমরা স্টাবলিশ করে ফেলেছি যে SSD অনেক ফাস্ট।কম্পিউটিং এবং হোস্টিং এর ক্ষেত্রে আমরা সবাই স্পিড ভালোবাসি।
কিন্তু স্পিডই শেষ কথা নয়।বরং আপনার বিজনেসের গ্রোথ এবং এডভান্টেজ পাওয়াই বড় ব্যাপার।বিষয়টি অনেক কঠিন এবং আপনি সবসময়ই প্রাপ্ত এডভান্টেজ কাজে লাগাতে চাইবেন।আপনার সাইটের কোনো পেজ যখন দ্রুত লোড হবে তখন গুগল SEO এর ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।

SSD মানে আরো বেশি বিজনেস

যদিও স্পিড শুধু একমাত্র ফ্যাক্টর নয় তবু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।এর প্রধান কারণ হলো গুগল স্পিড কাউন্ট করে।একটি ফাস্টার ওয়েবসাইট ভিজিটরদের জন্য বেটার এক্সপেরিয়েন্স দেয় এবং গুগল ও তার ইউজারদের সাম্ভাব্য সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স অফার করে।

ভেবে দেখুন,আপনি যখন কোনো স্লো ওয়েবসাইট ভিজিট করবেন তখন সেটা এনজয় করতে পারবেন কি?যদি বলেন এনজয় করবেন তাহলে সেটি গসিপ ছাড়া আর কিছুই নয়।স্লো ওয়েবসাইট ইউজারদের বিরক্ত করে। এর ফলে লেস এনগেজমেন্ট এবং নিশ্চিতভাবেই সেল কমে যায়।এটি তখনই এপ্লাই করে যখন আপনি অনলাইনে সেল করেন কিংবা আপনার কোম্পানির প্রচারের জন্য সাইটকে বিজ্ঞাপন হিসাবে ইউজ করেন।

এক্ষেত্রে SSD হোস্টিং আপনাকে সাহায্য করতে পারে।বেশিরভাগ হোস্টিং কোম্পানি তাদের বিদ্যমান হার্ডড্রাইভ রিপ্লেসিং এর খরচ বাঁচানোর জন্য SSD হোস্টিং অফার করে না।আবার আপনি প্রায়শই দেখবে পাবেন শেয়ারড সার্ভারে যাদের সাথে আপনি হোস্টিং শেয়ার করছেন তাদের অনেকেই 7.2K  SATA ইউজ করে।(উল্লেখ্য,আমরা Host The Website এর হোস্টিং প্ল্যানের এনট্রি লেভেলের জন্য মিনিমাম হিসেবে শুধুমাত্র 10K SAS ড্রাইভ ইউজ করি)।7.2K SATA ভালো যদি আপনি শুধুমাত্র বেসিক ওয়েব প্রেজেন্স চান এবং স্পিডের ব্যাপারে চিন্তিত না হন।কিন্তু আপনি যদি বেটার গুগল র‍্যাংকিং চান এবং ইউজারদের বেটার এক্সপেরিয়েন্স দিতে চান তাহলে অবশ্যই SSD ইউজ করতে হবে।

SSD অধিক বিশ্বাসযোগ্য:

বিশ্বাসযোগ্যতা ও একটি ফ্যাক্টর যা মাথায় রাখতে হবে।সাধারণত,যেকোনো মেকানিক্যাল ডিভাইস যেমন প্রথাগত হার্ডড্রাইভগুলোতে বেশিরভাগ সময় হার্ডওয়ার ফেইলিওর হয়।এগুলো হয় প্ল্যাটারস অথবা ডাটা আর্মসে।অনেক সময় গাবিনস এর কোথাও স্প্রিং ব্রেকিং হয়।যতক্ষণ না হার্ডড্রাইভের বিশ্বাসযোগ্যতার উল্লেখযোগ্য ইমপ্রভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি পিওর ইলেকট্রিক ডিভাইস যেমন SSD এর চেয়ে কম বিশ্বাসযোগ্য। তবে এটা বলা যাবে না এসএসডিই সবকিছুর সমাধান। এটা নতুন ধরণের একটি স্টোরেজ ডিভাইস যেখানে মূহুর্তের মধ্যেই হিউজ পরিমাণ ডাটা রিড রাইট করা যায়। এছাড়া এসএসডি আপনাকে অধিক সময় ধরে সার্ভিসিং এর সুবিধা দিবে যা প্রথাগর হার্ডড্রাইভের তুলনায় অনেক বেশি। এবং এটাও বলতে হয় এসএসডি তার যাত্রা শুরু করেছে এবং দিনদিন এর উন্নতিই হচ্ছে যা আমাদের জন্য আশার খবর।

এসএসডি (SSD) সাশ্রয়ী প্রযুক্তি:

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসডিতে প্রথাগত হার্ডড্রাইভের চেয়ে কম শক্তি ব্যয় হয়। বলতে গেলে এটা হার্ডড্রাইভের চেয়ে পাঁচগুণ শক্তি কম ইউস করে। এবং এটা প্রথাগত হার্ডড্রাইভের চেয়ে অনেক কম তাপ উৎপাদন করে। এবং আমরা যখন প্রথাগত হার্ডড্রাইভ থেকে  বাইরে কোন স্টোরে ডাটা শেয়ার করে তখন এটা প্রচুর তাপ এবং নয়েজ সৃষ্টি করে! সো বুঝায় যাচ্ছে বিশাল পরিমাণ ডাটা শেয়ার বা স্টোর করার জন্য এসএসডিই হতে পারে সর্বোত্তম চয়েজ।

এসএসডি ( SSD) হোস্টিং:

এটা বোঝায় যাচ্ছে, ফিউচারের ডাটা হোস্টং এর জন্যে এসএসডি সবচেয়ে যথাযথ প্রযুক্তি।
যদিও এটা সবে আসলো তবে ডাটা স্টোরেজের জন্য এটাই সবচেয়ে ভালো ফিউচার!

এখন নজরে দেখে নেয়া যাক এটা কেনো প্রথাগত হার্ডড্রাইভের চেয়ে ভালো:

  • arrow-right
    এসএসডি প্রথাগত ড্রাইভের থেকে অধিক দ্রুত
  • arrow-right
    এস এস ডি প্রথাগত হার্ড্ড্রাইভের থেকে প্রায় ২০ গুন ফাস্ট পর্যন্ত হতে পারে।
  • arrow-right
    এসএসডি হোস্টিং সাইটগুলো ইউজারদের ভালো এক্সপেরিয়েন্স দেয়
  • arrow-right
    ব্যবসায়ীক সফলতার জন্য এটা অধিক কার্যকরী
  • arrow-right
    এসএসডি,প্রথাগত হার্ডড্রাইভের চেয়ে অধিক নির্ভরযোগ্য
  • arrow-right
    এসএসডি,অন্যান্য হার্ডড্রাইভের অনেক কম এনার্জি ইউস করে

তাই আপনি যদি অধিক ব্যবসায়ীক সাফল্য পেতে চান, কম ডাউনটাইম ফেস করতে চান এবং আপনার ইউসারদের অধিক সন্তুষ্টি আদায় করতে চান তাহলে আপনার উচিত এসএসডি হোস্টিং এ সুইচ করা।

আশাকরি আপনার এই আর্টিকেলের মাধ্যমে এসএসডি হোস্টিং সম্পর্কে একটা ধারণা পেয়েছেন।

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments