আপনি কি আপনার ওয়ার্ডপ্রেসে Could not save password reset key to database’ এরর দেখতে পাচ্ছেন? এটা এররটা সাধারণত ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করার সময়ই হয়ে থাকে! তাই এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড রিসেট কী এরর ফিক্স করবেন।
ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড রিসেট কী এরেরের ফলে যা হয়ে থাকে-
এই এররের প্রাথমিক লক্ষণ হচ্ছে,আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করতে পারবেন না! বার বার লগিন পেইজ রিফ্রেশ দিলেও একই ঘটনা ঘটতে থাকবে।
আর আপনি যদি তখন পাসওয়ার্ড রিসেট করতে যান তাহলে, ‘Could not save password reset key to database’ এই এরর মেসেজটা দেখতে পারবেন!
আর যদি এই এরর মেসেজ দেখতে না পান তাহলে বুঝতে অন্য কোন কারণেই আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগিন করতে পারছেন না! এছাড়া আগের বর্ণিত এরর মেসেজ দ্বারা এটা বুঝাচ্ছে যে, ওয়ার্ডপ্রেস নতুন কোন ইনফরমেশন ডাটা,ওয়ার্ডপ্রেস ডাটাবেইসে রাইট করতে অক্ষম। এটা সাধারণত তখনি ঘটে যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট আপনার হোস্টিং এ বরাদ্দকৃত সকল ডিক্স ব্যবহার করে ফেলে! আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেইস সাইজ,আপনার ইউজার একাউন্টের জন্য বরাদ্দকৃত ডিক্স সাইজেরও একটা অংশ! আর আপনি যদি সেই স্পেস ইউজ করে ফেলেন,তাহলে ডাটাবেসে আর নতুন কোন ডাটা ইউস করতে পারবেন না!
ওয়ার্ডপ্রেসের রিসেট কী এরর ফিক্স করুন
এই এরর ফিক্স করার জন্যে আপনাকে প্রথমে এফটিপি ক্লায়েন্ট,ফাইল ম্যানেজার অথবা সিপ্যানেল ইউস করে আপনার সাইটে কানেক্ট হতে হবে!
তারপর /wp-content/uploads/ ফোল্ডারে গিয়ে কিছু লার্জ ইমেজ ফাইল ডিলেট করুন। এতে করে ডিক্সের কিছু জায়গা খালি হবে। ডিলেট করার আগে ফাইলগুলোর ব্যাকআপ হিসেবে এগুলো আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখুন।
এখন আবার আপনার সাইটে গিয়ে লগিন করার চেষ্টা করুন।
সাইটে লগিন করতে পারলে, রিভিও করুন কোন কোন অপ্রয়োজনীয় ফাইলগুলো অধিক জায়গা নিচ্ছে। সাধারণত এই ফাইলগুলো /wp-content/ or /wp-content/uploads/ folder এ স্টোর হয়ে থাকে!
অনেক ওয়ার্ডপ্রেস ইউজাররা ক্যাশিং প্লাগইন ইউস করে তাদের ক্যাশিং ফাইলগুলো ম্যানেজ করে থাকেন। এই ক্যাশিং ফাইলগুলো কিন্তু আপনার হোস্টিং স্পেসের অনেকটা জায়গায় খেয়ে ব্লক করে রাখে!
এছাড়া ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইনও আপনার হোস্টিং এর অনেকটা জায়গা দখল করে থাকে! আপনি যদি আপনার সার্ভারে হোস্টিং ব্যাকআপ ফাইল স্টোর করে থাকেন তাহলে সকল ব্যাকআপ ফাইলগুলো আপনার হোস্টিং এর অনেকটা জায়গা দখল করে নিবে। তাই আপনি সবসময় আপনার ওয়ার্ডপ্রেস ব্যাকআপ ফাইল বিভিন্ন থার্ড পার্টি ক্লাউজ স্টোর সার্ভিস যেমন গুগল ড্রাইভ অথবা ড্রপবক্সে রাখতে পারেন।
এখন আপনি যদি দেখেন আপনার কোন ফাইলই আপনি ক্লিয়ার করতে পারবেন না,তখন আপনার উচিত আপনার হোস্টিং আপগ্রেড করে ভিপিএসে ট্রান্সফার হওয়া!
আশাকরি এই আর্টিকেলটি ওয়ার্ডপ্রেসের রিসেট কী এরর কিভাবে ফিক্স করবেন সে ব্যাপারে আপনাকে সাহায্য করেছে। আর এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন।
এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com