HomeBlogকিভাবে ওয়ার্ডপ্রেসের ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন?

সম্প্রতি আমাদের ব্লগে জানতে চান,কিভাবে তিনি ওনার ব্লগ সাইটের ক্যাশ ক্লেয়ার করবেন! আপনার ওয়েব ব্রাউজার,সার্ভার,ইন্সটল করা ক্যাশিং প্লাগইন সবগুলো ক্যাশ ফাইল সার্ভ করে,তাই অনেক আপনার সাইটে কোন চেঞ্জ আনলে তা বুঝা মুশকিল হয়ে যায়! তাই এই আর্টিকেলে আমরা দেখাবো, কিভাবে খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন।

ক্যাশ ফাইল কী? এবং কখন এটা ডিলেট করতে হবে?

ক্যাশিং সলিউশন আপনার ওয়েব সাইটের স্ট্যাটিক ভার্সন স্টোর করে রাখে। এটা ওয়ার্ডপ্রেসকে এলাউ করে হেভিয়ার পিএইচপি স্ক্রিপ্ট রান স্কিপ করতে এবং যার ফলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের পারফর্মেন্স ইমপ্রুভ হয়।

বিভিন্ন রকমের ক্যাশিং সলিউশন এভোলেবল আছে। তবে ওয়ার্ডপ্রেসের জন্যে সবচেয়ে জনপ্রিয় ক্যাশিং প্লাগইন হচ্ছে WP Super Cache এবং W3 ToTal Cache।

এই প্লাগইনগুলোর সহজ ইন্টারফেসের মাধ্যমে আপনি ইজিলি আপনার ক্যাশ ফাইল কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ক্যাশ কন্টেট যখন এক্সফায়ার হয়ে যাবে তখন আপনি ইচ্ছেমাফিক ক্লিয়ারও করতে পারবেন।

আমরা হোস্ট দ্যা ওয়েব সাইট নিজস্ব ক্যাশিং সলিউশন ইউস করে থাকি তাই আমাদের ক্লায়েনদের অন্য ক্যাশিং প্লাগইনের দরকার হয় না।

এছাড়া আপনি যদি CDN সার্ভিস যেমন MAXCND ইউস করে থাকেন তাহলে এর মাধ্যমে আপনি স্ট্যাটিক কনটেন্টের ক্যাশ কপি করতে পারবেন।

আপনি যদি বিভিন্ন ওয়েব এপ্লিকেশন ফায়ারওয়াল যেমন SUCURI অথবা CLOUDFLARE ইউস করে থাকেন তাহলে ওরাই নিজেদের ক্যাশ ম্যানেজ করে আপনার সাইটের স্পিড বাড়িয়ে ডাউনটাইম রিডিউস করবে।

সবশেষে যেটা বলতে হয়, আপনার ওয়েব ব্রাউজার কিন্তু আগের প্রতিটি পেজের ক্যাশ আপনার কম্পিউটারে স্টোর রাখে।ক্যাশিং ফাইলের কারণে আপনার সাইটের স্পিড আপ হয় এবং ওভারঅল ইউজার এক্সপেরিয়েন্স ইমপ্রুভ হয়। এছাড়া অনেক সময় দেখা যায় ক্যাশ ফাইলের কারণে,সাইটের কোন প্রকার চেঞ্জ লক্ষ্য করা যায় না। তাই সাইট চেঞ্জ ইফেক্টিভভাবে দেখতে হলে আপনাকে প্রথমে ক্যাশ ফাইল ক্লিয়ার করতে হবে।

চলুন দেখে নেয়া যাক,ধাপে ধাপে কিভাবে ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন

স্টেপ : ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করুন

প্রথমে আপনাকে ব্রাউজারের ক্যাশ ক্লেয়ার করে নিতে হবে। প্রায় সবগুলো ওয়েব ব্রাউজারই ব্রাউজকৃত সাইট থেকে বিভিন্ন স্ট্যাটিক কনটেন্ট যেমন: স্টাইলশিট,জাভাস্ক্রিপ্ট, ইমেজ স্টোর করে রাখে যার ফলে ভিজিটরদের ধারাবাহিক ভিজিট দ্রুত হয়।

অনেক সময় ওয়েব ব্রাউজার কোন ওয়েব পেজের চেঞ্জ মার্ক করতে পারে না! যার ফলে চেঞ্জ হওয়া ওয়েব পেজ লোড না হয়ে ক্যাশ হিসেবে স্টোর করা পেজই রিলোড করে!

এখন দেখে নিন,গুগল ক্রোম থেকে কিভাবে ক্যাশ ডিলেট করবেন

প্রথমে আপনাকে মেনু আইকনে ক্লিক করে, More Tools>>Clear Browsing Data সিলেক্ট করুন

এর ফলে আপনি একটি পপআপ দেখতে পারবেন যেখানে আপনি যে যে কনটেন্টগুলো ডিলেট করতে চান তা সিলেক্ট করতে পারবেন। নিশ্চিত হন, ক্যাশ ইমেজ এবং ক্যাশ ফাইল সিলেক্ট করা হয়েছে এবং তারপর Clear browsing data' বাটনে ক্লিক করে ওকে করুন।

আপনি সফলভাবে আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন এবং আপনি আপনার সাইট ভিজিট করে দেখতে পারেন।

এরপরেই যদি আপনি আপনার সাইটে কোন চেঞ্জ দেখতে না পান, তাহলে আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে-

ক্রোম ছাড়া অন্য ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে ওই সকল ব্রাউজারের নির্দেশনা অনুসরণ করুন

স্টেপ : ওয়ার্ডপ্রেস ক্যাশ প্লাগইনের ক্যাশ ক্লেয়ার করুন

আপনি যদি ওয়ার্ডপ্রেস ক্যাশ প্লাগইন ইউস করে থাকেন তাহলে আপনাকে ক্যাশ প্লাগইনের ক্যাশ ক্লিয়ার করতে হবে। প্রায় সব প্লাগইনেই সেটিংস এ গিয়ে ক্যাশ ক্লেয়ার করা যায়।

WP Super Cache দিয়ে ক্যাশ ক্লেয়ার করুন

WP Super Cache হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ক্যাশিং প্লাগইন। এটা আপনাকে এলাউ করে এক ক্লিকে সকল ক্যাশ ফাইল ক্লেয়ার করতে! আর এজন্যে আপনাকে Settings » WP Super Cache পেজে ভিজিট করে Delete Cache’ button ক্লিক করে ওকে করতে হবে।

এরফলে WP Super Cache আপনার ওয়েব সাইটের সকল ক্যাশ ডিলেট করে দিবে।

W3 Total Cache দিয়ে ক্যাশ ক্লিয়ার করুন

W3 Total Cache আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ক্যাশিং প্লাগইন। এর মাধ্যমেও আপনি খুব সহজে অতি দ্রুত এক ক্লিকে আপনার ক্যাশ ক্লেয়ার করতে পারবেন।

এর জন্যে আপনাকে প্রথমে Performance » Dashboard গিয়ে ’empty all caches' বাটনে ক্লিক করতে হবে।

W3 Total Cache এখন আপনার সাইটের সকল কনটেন্ট ক্যাশ ডিলেট করে দিবে।

WPEngine দিয়ে ক্যাশ ক্লেয়ার করুন

WPEngine মূলত হোস্টিং প্রোভাইডররা ম্যানেজ করে থাকে। প্রত্যেক হোস্টিং প্রোভাইডররাই তাদের নিজস্ব ক্যাশিং সলিউশন ইউস করে থাকে। তাই ক্লায়েন্টদের সাধারণত ক্যাশিং প্লাগইন ইন্সটল করার দরকার হয় না।

আপনি যদি দ্রুতই আপনার সাইটের চেঞ্জ ইফেক্টিভভাবে দেখতে চান তাহলে ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়াতে গিয়ে WPEngine এর ক্যাশ ক্লেয়ার করে দিন।

সো প্রথমে আপনাকে এডমিন বারে গিয়ে WPEngine মেনু আইটেমে ক্লিক করতে হবে। এরপর নিচের General সেটিং এ গিয়ে purge all caches button এ ক্লিক করতে হবে।

WPEngine এখন আপনার সাইটের স্টোর করা সকল ক্যাশ পার্জ করতে শুরু করবে।

Sucuri এর ক্যাশ ক্লিয়ার করুন-

আপনি যদি আপনার সাইটের নিরাপত্তার জন্যে বিভিন্ন ওয়েব এপ্লিকেশন ফায়ারওয়াল যেমন: Sucuri ইউস করে থাকেন তাহলে এটাও কিছু ক্যাশ স্টোর করবে।

আপনি Sucuri প্লাগইনের ক্যাশ ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়ার 

Sucuri » WAF menu তে গিয়ে ক্লেয়ার করতে পারবেন।

আশাকরি এই আর্টিকেলটি আপনাকে ওয়ার্ডপ্রেসের ক্যাশ ক্লেয়ার করার ব্যাপারে হেল্প করবে।

আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/ হেল্প সাপোর্ট দিয়ে থাকি

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments