ওয়ার্ডপ্রেস লগইন রিডাইরেক্ট সমস্যা:
এই সমস্যার লক্ষণ হলো ইউজাররা যখন ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে লগইন করতে যায় তখন রিডাইরেক্ট হয়ে পুনরায় লগইন পেজে ব্যাক করে।
মূলত ওয়ার্ডপ্রেস অপশন টেবিলের সাইট URL এবং হোম URL এর ইনকারেক্ট ভ্যালুর জন্য ওয়ার্ডপ্রেস লগইন রিডাইরেক্ট সমস্যাটি বেশি হয়।এছাড়াও পারমালিং(permalink) সেটিংস অথবা .htaccess ফাইলের রিডাইরেক্ট সেটআপ -এর দূর্বল কনফিগারেশনের জন্যও সমস্যাটি হতে পারে।
প্রায়ই আমরা ইউজারদের কাছে থেকে এই মর্মে ইমেইল পেয়ে থাকি যে তারা ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়ায় লগইন করতে পারছে না।লগইন-এর সমস্যা বিভিন্ন কারনে হতে পারে যেমন এরর স্টাবলিশিং ডাটাবেজ কানেকশন,ইন্টারনাল সার্ভার এরর কিংবা হোয়াইট স্ক্রিন অফ ডেথ।লগইন এররের আরেকটি ধরন হলো লগইন পেজ রিফ্রেশ করার সময় এটি পুনরায় লগইন স্ক্রিনে ব্যক আসে।এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস লগইন পেজ রিফ্রেশিং এবং রিডাইরেক্টিং সমস্যার সমাধান করতে হয়।
ওয়ার্ডপ্রেস-এর লগইন পেজ রিডাইরেক্ট /রিফ্রেশিং এরর:
আপনি যদি এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের এডভান্সড স্টেপগুলি ট্রাই করতে চান তাহলে দয়া করে প্রথমেই আপনার সাইটের ব্যাকআপ তৈরি করুন।
(কিভাবে ওয়ার্ডপ্রেস ডাটাবেজ ব্যাকআপ ম্যানুয়ালি ক্রিয়েট করতে হয়?)
ওয়ার্ডপ্রেসের রিডাইরেক্ট সমস্যা এবং লগইন সমস্যা সমাধানের জন্য কুকিজ(cookies)ক্লিয়ার করুন প্রথমেঃ
ওয়ার্ডপ্রেস লগইন অথেনটিকেশন-এর জন্য কুকিজ ব্যবহার করে,তাই ওয়ার্ডপ্রেস লগইন সমস্যা সমাধানের প্রথম ধাপ খুব সহজ।আপনার ব্রাউজার কুকিজ এবং ক্যাশ ক্লিয়ার করুন।একই সাথে আপনার ব্রাউজারের কুকিজ এনাবল করুন।এরপর ব্রাউজার রিস্টার্ট করুন এবং লগইন-এর চেষ্টা করুন।এই পদ্ধতি বেশিরভাগ ইউজারের সমস্যা সমাধান করবে আশা করা যায়।
কখনো ওয়ার্ডপ্রেস প্লাগইন এই সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন দুইটি প্লাগইন-এর কনফ্লিক্ট হয়।আপনার সব প্লাগইন ডিএক্টিভেট করার জন্য,FTP ক্লায়েন্ট ইউজ করে প্লাগইন গুলি ওয়েব হোস্টিং-এর সাথে কানেক্ট করুন।প্লাগইনস-ব্যাকআপ থেকে /wp-content/plugins/directory রিনেম করুন।এটি আপনার ওয়েবসাইটে ইন্সটল করা সব ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিএক্টিভেট করবে।('কিভাবে সব ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিএক্টিভেট করতে হয় যখন WP-এডমিন-এ এক্সেস করা যায়না'-এই বিষয়েও আমাদের ডিটেইলস টিউটোরিয়াল আছে)।সব প্লাগইনগুলি ডিএক্টিভেট করার পর আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করার চেষ্টা করুন।যদি আপনি সফল হল তাহলে তাহলে বুঝতে হবে প্লাগইনগুলির জন্যই সমস্যার সৃষ্টি হচ্ছিল।
ডিফল্ট থিমে রিভার্ট করুন:
ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন কিংবা থিম আপগ্রেড করলে নতুন ওয়ার্ডপ্রেস থিম লগইন রিডাইরেক্ট সমস্যা সৃষ্টি করতে পারে।যদি দেখেন থিম-এর কারণে সমস্যা হচ্ছে তবে আপনার থিম ডিএক্টিভেট করুন।থিম ডিএক্টিভেট করার প্রোসেস অনেকটা প্লাগইন ডিএক্টিভেট করার মতোই।FTP ক্লায়েন্ট ইউজ করে আপনার ওয়েবসাইটে কানেক্ট করুন।/wp content/themes/directory যান এবং আপনার কারেন্ট থিম ডাইরেক্টরি রিনেম করুন।এবার ওয়ার্ডপ্রেস আপনার ডিফল্ট থিমে ব্যাক করবে।এবার পুনরায় লগইন করার ট্রাই করুন।যদি সফল হন তবে এর অর্থ হচ্ছে আপনার থিমই সমস্যার সৃষ্টি করছিল।
আপনি যদি ডিফল্ট থিম কারেন্ট থিম হিসেবে ইউজ করেন তাহলে এটি রিনেম করুন এবং লগইন করার ট্রাই করুন। যদি সফলভাবে লগইন করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ডিফল্ট থিম করাপ্ট হয়েছিল।এখন ওয়ার্ডপ্রেস থিম রিপোজিটরি থেকে ডিফল্ট থিমের ফ্রেশ কপি ডাউনলোড করুন এবং সাইটে আপলোড করুন।
নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।
.htaccess ফাইল ডিলেট করুন:
অনেকসময়. htaccess ফাইল করাপ্টেড হতে পারে যার ফলে ইন্টারনাল এরর অথবা লগইন পেজ রিফ্রেশিং এরর হতে পারে।সিম্পলি আপনার ওয়েবসাইটে এক্সেস করে কম্পউটারে স্টোরড FTP.backup-এ যান এবং ওয়েবসাইটের রুট ডাইরেক্টরি থেকে. htaccess ফাইল ডিলেট করুন।আপনি wp-এডমিন ডাইরেক্টরি থেকেও ফাইলটি ডিলেট করতে করতে পারেন যদি সেখানে থাকে।পুনরায় লগইন করার চেষ্টা করুন।যদি সফল হন তাহলে বুঝতে হবে .htaccess ফাইল আপনাকে ওয়ার্ডপ্রেসে লগইন করতে দিচ্ছিল না।লগইন করার পর settings >>Permalinks যান এবং ক্লিক বাটনে সেভ করুন।এটি তখন নতুন .htaccess ফাইল জেনারেট করবে।
সাইট URL আপডেট করুন
কিছু ক্ষেত্রে সাইট URL ডিফাইনিং লগইন রিডাইরেক্ট সমস্যার সমাধান করে।এটি করার জন্য FTP ইউজ করে আপনার সাইটে লগইন করুন এবং wp-config.php ফাইল এডিট করুন।নিচের কোডটি wp-config.php ফাইলে এড করুন।এর সাথে আপনার নিজের URL দ্বারা example.com ফাইল রিপ্লেস করতে ভুলবেন না।আপনার সাইটের. WWW থাকলেও নিচের কোডটি অবশ্যই এড করুন।
define('WP_HOME','http://example.com');
define('WP_SITEURL','http://example.com');
চেঞ্জগুলি সেভ করুন,আশা করা যায় এটি আপনার লগইন পেজ রিফ্রেশিং সমস্যার সমাধান করবে।
আমরা আশা করি এই আর্টিকেলটি আপনার ওয়ার্ডপ্রেস লগইন পেজ রিফ্রেশিং এবং রিডাইরেক্টিং সমস্যার সমাধান করবে।আপনি যদি কখনো এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কোন মেথড আপনার সমস্যা সমাধানে কাজে লেগেছিল তা দয়া করে কমেন্টবক্সে জানান।মেথডটি এই আর্টিকেলে আছে কি না সেটাও জানান।যদি না থাকে সেক্ষেত্রে আমরা আর্টিকেলটি আপডেট করবো।আপনার সহযোগিতা আর্টিকেলটিকে একটি কমপ্লিট ইউজার গাইড তৈরি করবে।
এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com