HomeBlogকিভাবে ওয়ার্ডপ্রেসের Maximum Execution Time Exceeded এরর ফিক্স করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের Maximum Execution Time Exceeded এরর ফিক্স করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের Maximum Execution Time Exceeded এরর ফিক্স করবেন

ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে কোডেড করা সফটওয়্যার। ওয়েব সার্ভারকে অপব্যবহারের হাত প্রটেক্ট করার জন্যে পিএইচপি স্ক্রিপ্ট রান করার একটা নির্দিষ্ট সময় থাকে।

অনেক হোস্টিং প্রোভাইডরা পিএইচপি স্ক্রিপ্ট রানের জন্য অনেক টাইম সেট করে থাকলেও কিছু কিছু হোস্টিং হোস্টিং প্রোভাইডরা এক্ষেত্রে কম টাইম ভেল্যু সেট করে থাকে। যখন কোন স্ক্রিপ্ট তার মেক্সিমাম এক্সিকিউশন টাইম লিমিট ওভার করে,তখনি আমরা সাধারণ মেক্সিমাম এক্সিকিউশন টাইম লিমিট এরর দেখতে পাই।

সম্প্রতি আমাদের একজন ইউজার অভিযোগ করেন, Maximum Execution Time Exceeded এররের জন্যে তিনি ওনার সাইটের ওয়ার্ডপ্রেস থিম আপডেট করতে পারছেন না! এই এরর ফিক্স করা খুবই সহজ ব্যাপার কিন্তু বিগেইনারদের জন্য এটা চিন্তার বিষয় হতে পারে। তাই এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে Maximum Execution Time Exceeded এরর ফিক্স করতে হয়।-

কেন Maximum Execution Time Exceeded এরর হয়?

ওয়ার্ডপ্রেস বেসিক্যালি পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে কোডেড করা। তাই প্রতি স্ক্রিপ্ট রানের জন্যে একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে। তাই কোন স্ক্রিপ্ট যখন মেক্সিমাম টাইম লিমিট ক্রস করে তখনি মূলত এই এররটা দেখায়!

Maximum Execution Time Exceeded এরর ফিক্স করুন-

দুইটা উপায়ে আপনি এই এররটা ফিক্স করতে পারেন। প্রথম উপায়টা হচ্ছে ম্যানুয়ালি. htaccess ফাইল এডিট করে আর সেকেন্ড ওয়ে হচ্ছে একই কাজ প্লাগইন ইউস করে করা।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

মেথড ১: ম্যানুয়ালি. htaccess ফাইল এডিট

php_value max_execution_time 300

এই কোডটি আপনার স্ক্রিপ্টের মেক্সিমাম টাইম ভেল্যু ৩০০ সেকেন্ড অর্থাৎ ৫ মিনিট সেট করে দিবে। তারপরও যদি এরর দেখতে পান তাহলে টাইম লিমিট ৬০০ সেকেন্ড করে দিন। আশাকরি এরপর আর এই প্রব্লেম দেখাবে না!

মেথড ১: প্লাগিন ব্যবহার করেঃ


আপনি যদি ম্যানুয়ালি htaccess ফাইল এডিট করতে না চান,তাহলে আপনাকে wp maximum execution Time Exceeded প্লাগইন ইন্সটল দিয়ে এক্টিভ করতে হবে।
তাহলে ওই প্লাগইনই আপনার স্ক্রিপ্টের টাইম লিমিট ৩০০ সেকেন্ড করে দিবে।

আশাকরি আর্টিকেলটি আপনাকে ওয়ার্ডপ্রেসের Maximum Execution Time Exceeded এরর ফিক্স করতে হেল্প করবে।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments