HomeBlogওয়ার্ডপ্রেস থিমে কিভাবে Post Excerpts ইউস করবেন ?

ওয়ার্ডপ্রেস থিমে কিভাবে Post Excerpts ইউস করবেন ?

আমাদের কিছু ইউজার ওয়ার্ডপ্রেস থিমে কিভাবে পোস্ট এক্সসার্প্ট করতে হয় সে বিষয়ের উপর আর্টিকেল চেয়েছেন। এটি খুবই সহজ একটি আর্টিকেল। যে কেউই এই আর্টিকেল থেকে শিখে এই ফিচার ব্যবহার করতে পারবে এবং এর এডভান্টেজ নিতে পারবে। ফিচারটি ইনস্টল করার সুবিধা হলো এটি পেজ লোড টাইম ডিক্রিজ করে এবং পেজভিউ কাউন্ট ইনক্রিজ করে ।

কিভাবে এটি পেজ লোড টাইম ডিক্রিজ করে?

আপনি যদি অনেক বড় পোস্ট লিখেন(যেমন- কনট্যাক্ট ফর্মের বেস্ট ফর্ম কিংবা যেসব আইফোন এপস ব্লগারদের অবশ্যই থাকা উচিত) এবং তাতে যদি অনেক ইমেজ থাকে সেক্ষেত্রে পেজ লোড টাইমের উপর এটির অনেক প্রভাব পড়বে।ওয়ার্ডপ্রেস থিমে পোস্ট এক্সার্প্ট ডিসপ্লে ব্যবহারের মাধ্যমে আপনি সিম্পলি আর্টিকেলের একটি ছোট ডেসক্রিপশন শো করতে পারবেন এবং ইউজাররা সিংগেল পোস্ট পেজে আর্টকেলটি ভিউ করতে পারবে।

কিভাবে এটি পেজ ভিউ ইনক্রিজ করে?

আপনি যদি এক্সসার্প্ট ইউজ না করেন তবে ইউজাররা ক্যাটাগরি পেজেই পোস্ট পড়ে ফেলতে পারবে।কিন্তু যদি এক্সসার্প্ট ইউজ করেন তাহলে ইউজার অরিজিনাল পোস্টে যাবে।এতে এক পেজের পরিবর্তে দুই পেজ ভিউ হবে।সেইসাথে এটি ইউজারদের কমেন্ট করতে উৎসাহিত করবে কেননা কমেন্ট করার জন্য তাদের আলাদা পেজ লোড করতে হবে না।পোস্ট পেজেই কমেন্ট করা যাবে।

আপনার index.php ফাইল,archive.php ফাইল,category.php ফাইল ওপেন করুন।
আপনাদের সবার কাছে উপরের সব ফাইল নাও থাকতে পারে,,সেক্ষেত্রে যে ফাইলটি আছে সে ফাইলটিই ওপেন করুন। public_html ডাইরেক্টরীতে ফাইল্গুলো পেয়ে যাবেন।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

নিচের কোডটি খুঁজুন

1<?php the_content(); ?>
এবং এটিকে
1<?php the_excerpt(); ?> কোড দ্বারা রিপ্লেস করুন।
এখন আপনার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল থেকে পোস্টের জন্য কাস্টম এক্সসার্প্ট রাইট করতে পারবেন এবং এটি আপনার থিমে ডিসপ্লে করবে।

আপনি যদি কাস্টম এক্সসার্প্ট রাইট না করেন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি আপনার পোস্টের প্রথম 55 ওয়ার্ড Elipses দিয়ে এক্সার্প্ট করবে এবং তা ডিসপ্লে করবে।আপনি ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস 2.9 থেকে ওয়ার্ড লিমিট চেঞ্জ করতে পারবেন।ওয়ার্ডলিমিট চেঞ্জ করতে চাইলে আপনার functions.php ফাইল ওপেন করুন এবং নিচের ফাংশনটি এড করুন:

// Changing excerpt length
function new_excerpt_length( $length ) {
return 100;
}
add_filter( 'excerpt_length' , 'new_excerpt_length' );
// Changing excerpt more
function new_excerpt_more( $more ) {
return '...' ;
}
add_filter( 'excerpt_more' , 'new_excerpt_more' );

আশাকরি আর্টিকেলটি আপনার উপকারে আসবে।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যা ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments