HomeBlogআপনার কি সত্যিই একটি ভিপিএস সার্ভার প্রয়োজন?

আপনার কি সত্যিই একটি ভিপিএস সার্ভার প্রয়োজন?

আপনার চাহিদার বিবেচনায় ওয়ার্ডপ্রেসের জন্য যথাযথ ভিপিএস (VPS) হোস্টিং প্ল্যান খুঁজে পাওয়া অনেকটা কঠিনই বটে। অনেকক্ষেত্রে ভিপিএস হোস্টিং আপনার সাইটের হোস্টিং এর সমাধান নাও হতে পারে ! আপনার ওয়েবসাইট অনেক হিট করছে তাই বলে শেয়ারড হোস্টিং থেকে আপনার সাইট ভিপিএস হোস্টিং এ আপগ্রেড করতে হবে এমনটাও নয়। সম্ভবত এই কারণে আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং বা ডেডিকেটেড সার্ভার ম্যানেজ করা দরকার।  ভিপিএস হোস্টিং এর আগাগোড়া জানা থাকলে,আপনি বুঝতে পারবেন আপনার সাইটের জন্য কোন প্যাকেজ দরকার।

ভিপিএস (VPS) হোস্টিং কি?

'ভিপিএস (VPS) হল,ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (virtual private server)। একটা ডেডিকেটেট সার্ভারকে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে নোড (slice/node) তৈরী করা হয়। এই একেকটা নোড একেকটা ইন্ডিপেন্ডেট সার্ভারের মত কাজ করে। আর একেই ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলা হয়।ভিপিএস ডেডিকেটেট সার্ভারের মতই অপারেটিং সিস্টেমে রান হয়ে থাকে, এবং ডেডিকেটেট সার্ভারের ন্যায় ইউজার কন্টোল থাকে, এবং ক্লায়নেট নিজের স্বাধীন মত সফটওয়্যার ইউজ করতে পারে। ভিপিএস সার্ভার ডেডিকেটেড সার্ভারের থেকে প্রাইজ কম হয়ে থাকে। যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট শেয়ারড হোস্টিং এ আউটগ্রোথ করে তখন আপনার সাইট আপগ্রেডের জন্য ভিপিএস হোস্টিং অথবা ওয়ার্ডপ্রেস হোস্টিং ম্যানেজ ভালো সমাধান হতে পারে। ভিপিএস হোস্টিং আপনাকে সার্ভারের ওপর অধিক নিয়ন্ত্রণ এবং ফ্লেক্সিবিলিটি দিবে। অন্যদিকে ওয়ার্ডপ্রেস হোস্টিং ম্যানেজ অনেকটা ২৪ ঘন্টা সার্ভিসের মত যেখানে টেকনিক্যাল বিষয়গুলো যেমন নিরাপত্তা,স্পিড,ওয়ার্ডপ্রেস আপডেট,ডেইলি ব্যাকআপস, ওয়েবসাইট হালনাগাদ এবং সংক্ষমতা প্রভৃতি বিষয়গুলো দেখভাল করা হয় যা সাধারণত আপনার হোস্টিং কোম্পানি করে থাকে।

ভিপিএস হোস্টিং এর A To Z:

  • arrow-right
    ভিপিএস হোস্টিং হচ্ছে শেয়ারড হোস্টিং এর আপগ্রেড ভার্সন। যা আপনাকে কম খরচে ডেডিকেটেড সার্ভারের মত অনেক বেশি ফ্লেক্সিবিলিটি এবং সুবিধা দেয়।
  • arrow-right
    তাই বলে কি ভিপিএস হোস্টিং আপনার সাইটের জন্য রাইট চয়েজ? হোস্টিং প্যাকেজ কেনার আগে আপনাকে অবশ্যই এর সুবিধা এবং অসুবিধাগুলো জেনে নেওয়া উচিত।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

ভিপিএস হোস্টিং এর সুবিধা:

ফ্লেক্সিবিলিটি ও কন্ট্রোল:

নিজের ভার্চুয়াল সার্ভারের ওপর অধিক নিয়ন্ত্রণ থাকবে। যার ফলে আপনার ইচ্ছেমত সফটওয়্যার ইন্সটল এবং সার্ভারের কনফিগারেশন সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।

অনেকগুলো সিপ্যানেল একাউন্ট খুলার সুবিধা:

সিপ্যানেল(Cpanel) এবং ডব্লিউএইচএম (WHM) উভয়ের মাধ্যমেই আপনি আপনার ভিপিএস হোস্টিং একাউন্ট ম্যানেজ করতে পারবেন। ডব্লিউএইচএমের মাধ্যমে আপনি মাল্টিপল  সিপ্যানেল একাউন্ট খুলতে পারবেন যা বিভিন্ন ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন।এটা আপনার সাইটের সিকিউরিটি বাড়াবে। এছাড়া এর মাধ্যমে খুব সহজেই অধিক ফাইল এবং সাইট ম্যানেজ করা যায়। এমনকি আপনার ক্লায়েন্ট ,বন্ধু এবং ফ্যামিলি জন্যও সিপ্যানেল ক্রিয়েট করতে পারবেন।

ব্যয়:

শেয়ারড হোস্টিং এর চেয়ে ভিপিএস হোস্টিং অধিক ব্যয়বহুল। যেখানে ১০ ডলার দিয়ে ভিপিএসের বিভিন্ন মাসিক প্যাকেজ আছে সেখানে মাত্র ১.৫ ডলার দিয়ে আপনি শেয়ারড হোস্টিং পাবেন।তবে সবচেয়ে বড় প্রোবলেম হল সার্ভার মেনেজমেন্ট না জানা থাকলে আপনাকে মেনেজড ভিপিএস নিতে হবে যার জন্য অবশ্যই আপনাকে মেনেজড ভিপিএস নিতে হবে। এক নজরে আমাদের ভিপিএস প্যাকেজ গুলো দেখে নিতে পারেন। আমরা সাধারনত মেনেজড এবং আনমেনেজড দু ধরনের সার্ভিস দিয়ে থাকি। তবে মেনেজড ভিপিএস এর জন্য আমরা  নরমাল প্রাইসের সাথে ১০ ডলার মাসিক এক্সট্রা চার্জ করি।

টেকনিক্যাল স্কিল:

যখন আপনি আপনার নিজের সার্ভার ম্যানেজ করবেন তখন আপনাকে শেয়ারড হোস্টিং ম্যানেজিং এর চেয়ে বেশি টেকনিক্যাল স্কিলের দরকার হবে। সার্ভারের নিয়ন্ত্রণ আপনার কাছে থাকায় -- এর মেইনটেনিং, সফটওয়্যার আপডেট,সিকিউরিটি সব কিছু আপনাকেই করতে হবে।
ভিপিএস ফ্লেক্সিবিলিটির কারণে যদি আপনি এই হোস্টিং এ আগ্রহী হোন কিন্তু টেকনিক্যালি সবকিছু ম্যানেজ করতে না পারেন তখন আপনাকে (What's called managed VPS hosting) সিলেক্ট করতে হবে। সব হোস্টিং কোম্পানিগুলোই ভিপিএস হোস্টিং ম্যানেজের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে। যার মাধ্যমে বুঝায়,ওই হোস্টিং কোম্পানিই আপনার সকল টেকনিক্যাল কাজগুলো  যেমন সফটওয়্যার ইন্সট্রল থেকে আপডেটস যাবতীয় কাজ করে দিবে। আমরা সাধারনত ১০ ডলারে মেনেজমেন্ট দেই - ডিটেইলস

কখন ভিপিএস হোস্টিং প্রয়োজন?

সবেমাত্র ওয়ার্ডপ্রেস ব্লগ শুরু করলে আপনার ভিপিএস হোস্টিং এর প্রয়োজন নেই। শেয়ারড হোস্টিং প্যাকেজেই আপনার ব্লগ শুরু করার যাবতীয় প্রয়োজন মেটাবে। শেয়ারড হোস্টিং এর প্যাকেজগুলো সাশ্রয়ী এবং এটা শুরু করার জন্যে খুব বেশি টেকনিক্যাল স্কিলের দরকার হয় না।
কিন্তু আপনার সাইট যদি হিট করতে থাকে সেক্ষেত্রে আপনার হোস্টিং আপগ্রেট করতে হবে। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আপনার যদি প্রতি সেকেন্ডে ৩০+ ভিজিটর থাকে সাইটে তাহলে আপনার ভিপিএস সার্ভার নেয়া উচিত।

স্লো ওয়েবসাইট :

সবকিছু করার পরও যদি দেখেন আপনার ওয়ার্ডপ্রেস  সাইট স্লোলি লোড হচ্ছে তখন বুঝতে হবে আপনার হোস্টিং আপগ্রেড করতে হবে। এছাড়া আপনি যদি দেখেন পিক আওয়ারে আপনার সাইট স্লো রোড হচ্ছে,ইরোর দেখাচ্ছে, অনবরত লোডিং দেখাচ্ছে অথবা ৫০০ ইন্টারনাল সার্ভার ইরোর দেখাচ্ছে তখন ধরেই নিতে হবে এটা আপনার হোস্টিং এর সমস্যা।

সিকিউরিটি ব্যাপারে:

আপনার সাইট যতবেশি হিট করবে, হ্যাকারদের নজরে আপনার সাইট তত তাড়াতাড়ি আসবে! যদি আপনার সাইট হ্যাকারদের কবলে পড়ে অথবা হ্যাক হয়ে যায়,সেক্ষেত্রে হোস্টিং আপগ্রেট ভালো সমাধান হতে পারে।

ভিপিএস হোস্টি VS ওয়ার্ডপ্রেস হোস্টিং ম্যানেজড:

  • arrow-right
    ভিপিএস হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যয়ের দিক দিয়ে একই রকম। উভয়ই শেয়ারড হোস্টিং এর চেয়ে ভালো।
  • arrow-right
    ভিপিএস হোস্টিং আপনার জন্য ভালো হবে যদি-
    আপনার টেকনিক্যাল নলেজ থাকে এবং নিজেই যদি সার্ভার ম্যানেজ করতে পারেন।
  • arrow-right
    আপনার যদি অধিক স্বাধীনতা এবং ফ্লেক্সিবল সার্ভার এবং নিজস্ব সফটওয়্যার ইন্সট্ল করার প্রয়োজন হয়।
  • arrow-right
    ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনার জন্য বেটার হবে যদি-
    আপনার যদি সার্ভার ম্যানেজের সময় না থাকে অথবা আপনি যদি শুধু আপনার ওয়েবসাইট বা ব্লগ ম্যানেজ করতে চান
    আপনার যদি কোন নিজস্ব সফটওয়্যার ইন্সটল করার  প্রয়োজন না হয়।

ভিপিএস হোস্টিং নিয়ে আশা করি আপনার ধারণা হয়েছে, এখন সিদ্ধান্ত আপনার হাতে- কোন হোস্টিং প্ল্যান আপনার সাইটের জন্য প্রয়োজন।

এক নজরে আমাদের প্যাকেজসমূহঃ শেয়ার্ড হোস্টিং , রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং , ডেডিকেটেড সার্ভার

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments