HomeBlogSATA এবং SAS হার্ডড্রাইভের মধ্যে পার্থক্য কি কি?

SATA এবং SAS হার্ডড্রাইভের মধ্যে পার্থক্য কি কি?

এই আর্টিকেলে আমরা SATA এবং SAS হার্ডড্রাইভের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করবো।

SATA এবং SAS হার্ডড্রাইভের মধ্যে প্রধান পার্থক্য:

SATA বলতে সিরিয়াল এডভান্সড টেকনোলোজি এটাচমেন্টকে বোঝায় আর অন্যদিকে SAS এর ফুল মিনিং হলো সিরিয়াল এটাসড এসসিএসআই (SCSI)। এখানে SCSI বলতে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেজ কে বোঝানো হয়েছে। সাধারণ দুই ধরণের ইন্টারফেস ইউস করা হয় হার্ডড্রাইভ থেকে ডাটা ট্রান্সফারের জন্য।

সাধারণত SATA 7.2k ফরম্যাটের হয়ে থাকে অন্যদিকে SAS প্রধানত 10K এবং 15K এই দুই ফরম্যাটের হয়। এখানে K ডাটা প্লেটের রোটেশনকে বুঝাচ্ছে।

SATA এবং SAS এর মধ্যে প্রধান পার্থক্য হলো SAS, SATA এর থেকে অধিক দ্রুত গতির এবং এবং নির্ভরযোগ্য।

SATA এবং SAS এর মধ্যকার সুবিধা এবং অসুবিধাগুলো তুলনা করলে বুঝা যাবে যে SAS স্টোরেজ ডাটা লসের ঝুকি কমায়, ফিউচারে প্রব্লেম কম করে এবং হোস্টিং নিয়ে সমস্যাগুলোয় কমায়।
যদি SATA এবং SAS এর এব্রিবেশন প্রায় একই রকম তবে দুইটা ড্রাইভ আলাদা আলাদা টেকনোলোজিরর এবং উভয়ই হোস্টিং এর ক্ষেত্রে ইউস হয়।

হোস্টিং বাছাই করার ক্ষেত্রে কোন ড্রাইভের প্ল্যান কিনবেন তা চয়েস করা কঠিন বিষয়ই বটে। কেননা হোস্টিং বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র কস্টই বড় ফ্যাক্ট নয়! আশাকরি এই আর্টিকেলটি আপনাকে সঠিক হোস্টিং বাছাই করতে আপনাকে সাহায্য করবে।

হোস্টিং প্রোভাইডরের ক্ষেত্রে SATA স্টোরেজ

১৯৯০ এবং ২০০০ সালের শুরুর দিককার ATA হার্ডড্রাইভের বর্তমান বিবর্তন হলো হলো SATA। যা সাধারণত ডেক্সটপ কম্পিউটারে ব্যবহৃত হয়। এখন এগুলো আর মার্কেটে নেই এবং এর জায়গা নিয়েছে SATA-|| OR SATA-|||।

SATA স্টোরেজের সুবিধাসমূহ:

  • plus-circle
    SAS এর চেয়ে সাশ্রয়ী:
    SATA ড্রাইভ  SAS এর চেয়ে ৭৫% সাশ্রয়ী! তাই হোস্টিং প্রোভাইডরা কম খরচে অধিক স্টোরেজের জন্য অথবা বেশি মুনাফার জন্যে এটা ব্যবহার করতে পারে। এবং ডেডিকেটেড সার্ভার কাস্টমাররা ব্যাকআপ ড্রাইভের  জন্যে কম খরচে অধিক স্টোরেজ নিতে পারে।

  • plus-circle
    ধারাবাহিকভাবে দ্রুতগতির:
    SATA ডাটা রাইটের ক্ষেত্রে ধারাবাহিকভাবেই দ্রুতগতির। যদি কোন রেন্ডম রিড/রাইট এতে এড না হয় তাহলে SATA ৬ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডাটা রাইট করতে পারে।
  • plus-circle
    অনিয়মিত এক্সেস করা ডাটা স্টোরেজের জন্য:
    ফাইল,ছবি,মিডিয়া বা স্ন্যাপশর্ট স্টোরেজের জন্য SATA একবারে পারফেক্ট  চয়েজ।

SATA স্টোরেজের অসুবিধা:

  • minus-circle
    র‍্যান্ডম রিড/রাইটের ক্ষেত্রে পারফরমেন্স ভালো নয়:
    স্টোরেজের দুনিয়ায় ডাটা র‍্যান্ডম রিড/ রাইট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইউজারদের সন্তুষ্টিরও একটা ব্যাপার। কিন্তু ডাটা র‍্যান্ডম রিড/রাইটের ক্ষেত্রে SATA অত্যন্ত জঘন্য!
  • minus-circle
    CPU এর ব্যবহার:
    ডাটা ম্যানেজিং এর জন্যে SATA তে  SAS এর মত ইন্টারপ্রাইজ- ক্লাস মেথড নেই। SATA ডাটা ম্যানেজিং এর জন্যে CPU এর ওপর অধিক চাপ প্রয়োগ করে। Disk l/O স্পাইক এভারেজের অধিক ডাটা লোড করতে ফোর্স করে। এ কারণে শেয়ারড হোস্টিং ইউজাররা সার্ভার স্পিড তেমন পায় না। সেক্ষেত্রে SAS যথেষ্টই দ্রুতগতির।
  • minus-circle
    লোয়ার MTBF রেট:
    SATA র মেইন টাইম বিফর ফেইলার (MTBT) রেট  SAS এর তুলনায় অর্ধেক! SATA যেখানে ৭০০,০০০ ঘন্টা এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কার্যকর থাকে সেখানে SAS ১.২/১.৬ মিলিয়ন ঘন্টা এবং ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কার্যকর থাকে।
  • minus-circle
    স্লো RPM রেট:
    SATA মন্থরগতির যা পারফরমেন্সও প্রভাব ফেলে। ডিস্কের প্ল্যাটার যত দ্রুত ঘুরবে তত দ্রুতই ডাটা রিড/ রাইড হবে। গ্রাহক পর্যায়ের SATA RPM ড়েট হলো ৫৪০০-৭২০০ অন্যদিকে SAS RPM রেট ১০০০-১৫০০০ এর মত।

হোস্টিং প্রোভাইডারের জন্য SAS স্টোরেজ

হায়ার এন্ড ওয়ার্কস্টেশন এবং সার্ভারের ক্ষেত্রে সিরিয়াল এটাচড SCSL (SAS) হলো সাম্প্রতিকতম বিবর্তন।কনজিউমার ডেক্সটপের মতো,বেশির ভাগ সার্ভার HDD or SSD এর মাধ্যমে আসে-কিন্তু এরা অনেক দ্রুত এবং আরো বিশ্বাসযোগ্য।এটিই হলো দ্যা ডি ফ্যাকটো স্ট্যান্ডার্ড যা উদোক্তাদের দ্বারা ব্যবহৃত হয় ( ইউরো ভিপিএস অন্তর্ভুক্ত)।

SAS স্টোরেজের সুবিধাসমূহ:

  • plus-circle
    দ্রুততর থ্রুপুট:
    SAS ড্রাইভ  SATA'র হিসাবে দ্রুততম সময়ে ডাটা রিড/রাইট করতে পারে এবং প্রোসেস করতে পারে-বিশেষ করে রিড/রাইট এর ক্ষেত্রে এবং লেটেস্ট 12 Gbps ডিস্ক যা লেটেস্ট RAID হার্ডওয়ার কন্ট্রোলার ব্যবহার করে।যদিও সিকুয়েন্সিয়াল ডাটার জন্য SATA ভালো কিন্তু এইকাজে র‍্যানডম IOPS ভয়ানক।
  • plus-circle
    24/7 ওয়ার্কলোডের জন্য বেশি মানানসই
    SAS তৈরি হয়েছে সার্ভারের জন্য এবং 100% ডিউটি সাইকেলের জন্য।SAS তৈরি হয়েছে সারা দিন ডাটা রিড/রাইট করার জন্য।
    আর সাটা ফেইলিওর ও আনপ্রেডিকটেবল।
  • plus-circle
    List Element

SAS স্টোরেজের অসুবিধা সমূহ

  • minus-circle
    লেস স্টোরেজ ক্যাপাসিটি
    SSA ডিস্কের সাইজ ফরম্যাট SATA এর চেয়ে ছোট।কমন সাইজগুলো হলো 73GB,146GB,300GB,450GB,600GB,900GB এবং 1.2TB।এজন্য ডাটা আর্কাইভস,ব্যাকআপ এবং ফাইল স্টোরেজের জন্য SATA বেটার।অপরদিকে ওয়েবসাইট কনটেন্টের জন্য SAS বেটার।
  • minus-circle
    অধিক খরচ
    SATA ড্রাইভের তুলনায় SAS ড্রাইভ চারগুণ বেশি ব্যয়বহুল।SAS ড্রাইভের জন্য 1$/GB থেকে খরচ শুরু হয়।তাই সহজেই বোঝা যায় কেন বেশিরভাগ হোস্টিং কোম্পানিগুলো তাদের ডেডিকেটেড সার্ভারের জন্য ডিফল্ট হিসাবে শুধুমাত্র SATA অফার করে।
  • minus-circle
    অধিক পাওয়ার ব্যয়
    SAS ড্রাইড SASA ড্রাইভের তুলনায় অধিক পাওয়ার ইউজ করে।একটি SAS ড্রাইভ  SATA অথবা ATA ড্রাইভের তুলনায় কমপক্ষে দুইগুণ বেশি সিগনালিং ভোল্টেজ ইউজ করে।আর বেশি পাওয়ার মানেই বেশি রানিং কস্ট।

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

বেশিরভাগ হোস্টিং প্রোভাইডাররা কী ব্যবহার করে?

বেশিরভাগ প্রোফেশনাল হোস্টিং প্রোভাইডাররা প্রোডাকশন ডাটার জন্য SATA স্টোরেজের পরিবর্তে SAS স্টোরেজ ইউজ করে-বিশেষ করে উচ্চ I/O এপ্লিকেশনস অথবা মিশন ক্রিটিক্যাল ওয়েবসাইটগুলো যারা ডাউনটাইম,ডাটা লস কিংবা ডাটা করাপশনের রিস্ক নিতে চায় না।

দুর্ভাগ্যবশত,এমন অনেক ওয়েব হোস্টিং কোম্পানি আছে যারা পারফরমেন্স এবং বিশ্বাসযোগ্যতার পরিবর্তে লার্জ ডিস্ক কোটার বিজ্ঞাপন দেয়।এরা সাধারণত অনভিজ্ঞ,সৌখিন অথবা সোজা বাংলায় লোভী প্রোভাইডার-যাদের অনেকেরই লার্জ স্কেল স্টোরেজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। তারা সস্তা স্টোরেজের রিস্ক সম্পর্কে জানেনা। এটি অনেক বড় মিসটেক।আমাদের Host The Website SATA ড্রাইভ ইউজ করেনা।

SATA ড্রাইভ হয়তো বাড়িতে কিংবা চিপ সার্ভারে ব্যবহার উপযোগী হতে পারে কিন্তু এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।বিগত তিন বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি 95% সার্ভারের IOPS র‍্যানডম এবং SATA ইউজ করলে আমাদের সার্ভার ধীরগতিসম্পন্ন এমনকি ফেইল করতে পারতো।

এই ধরণের ব্যর্থতা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো SATA ড্রাইভ এভয়েড করা।এই কারণে আমরা বর্তমানে SAS ড্রাইভ ইউজ করি এবং সবসময় এটাই ইউজ করে এসেছি।SAS ড্রাইভই সব সময় বেস্ট ডাটা স্টোরেজ সলিউশন ছিল এবং থাকবে।

আল্টিমেটলি,SAS স্টোরেজের ব্যবহার ডাটা লস এবং রিস্ক কমায়,পারফরমেন্স ইস্যু প্রতিরোধ করে এবং সর্বোপরি হোস্টিং সম্পর্কিত  মাথাব্যথা কমায়(কাস্টমার এবং হোস্টিং কোম্পানি-উভয়েরই)।

রিলেটড কিছু পোস্ট যা আপনি দেখে নিতে পারেনঃ

১. ​এসএসডি (SSD) হোস্টিং কি?​​​

২. ​শেয়ারড হোস্টিং,ভিপিএস হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং কী এবং এদের মধ্যে পার্থক্যসমূহ:​​​

৩. ​শেয়ারড হোস্টিং প্ল্যানের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি?​​​

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments