লগিন সেশনে সিকিউরিটি নিশ্চিতের জন্যে ওয়ার্ডপ্রেস আপনার ব্রাউজারের কুকিজ ইউস করে থাকে। এই কুকিজগুলো আপনি যখন ব্রাউজার দিয়ে সাইট ব্রাউজ করেন তখন স্টোর হতে থাকে। আপনি যদি এমন একটি ইউআরএল থেকে এক্সেস করেন যা আপনার ওয়ার্ডপ্রেসের সেটিং এর সাথে ম্যাচিং করছেনা,তখন ওয়ার্ডপ্রেস আপনাকে সাইটে এক্সেস করতে দিবে না!
আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যে,সাইটে লগিন করতে পারছেন না? সম্প্রতি আমাদের একজন ইউজার এ ব্যাপারে আমাদের অভিযোগ জানায়! তিনি প্রায় সকল ট্রাবলসশুটিং টিপস যেমন: ডিএক্টিভ প্লাগইন,ক্যাশ খালি করা,ব্রাউজারের কুকিজ ক্লেয়ার করা, এমনকি ওয়ার্ডপ্রেস রিস্টোর পর্যন্ত করেছেন! তবুও তার প্রব্লেম ফিক্স হয়নি! আপনিও যদি একই সমস্যা ফেইস করে থাকেন,তাহলে চিন্তার কিছু নেই। এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের লগিং আউট প্রব্লেম ফিক্স করবেন।
কেন ওয়ার্ডপ্রেস বার বার আপনাকে লগিং আউট দেখাচ্ছে?
কেন ওয়ার্ডপ্রেস বার বার আপনাকে লগিং আউট দেখাচ্ছে এটা বুঝতে হলে আপনাকে প্রথমে জানতে হবে ওয়ার্ডপ্রেসের লগিং প্রোসেস কিভাবে কাজ করে!
লগিন সেশনে সিকিউরিটি নিশ্চিতের জন্যে ওয়ার্ডপ্রেস আপনার ব্রাউজারের কুকিজ ইউস করে থাকে। আপনি যদি এমন কোন ইউআরএল থেকে এক্সেস করেন যা আপনার ওয়ার্ডপ্রেসের সেটিং এর সাথে ম্যাচিং করছেনা,তখন ওয়ার্ডপ্রেস আপনাকে সাইটে এক্সেস করতে দিবে না!
উপরের স্ক্রিনশর্টটা লক্ষ্য করে দেখুন,ওয়ার্ডপ্রেস ইউআরএল আর সাইট ইউআরএল এক নয়!
লগিং ইস্যু ফিক্স করুন-
এটা ফিক্স করার সহজ উপায় হচ্ছে আপনার সাইট ইউআরএল এবং ওয়ার্ডপ্রেস ইউআরএল একই রকম করা। এটা আপনি ওয়ার্ডপ্রেস সেটিং এ গিয়ে করতে পারেন। হয় আপনাকে www অথবা non-www url দুই জায়গায় ইউস করতে হবে।
আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগিন করে Sittings>> General এ যান।
আপনি যদি এডমিন এরিয়াতে এক্সেস করতে না পারেন তাহলে wp-confiq.php ফাইল আপডেট করে এই ফিল্ড ফিলাপ করতে পারেন।
define('WP_HOME','http://www.example.com');
define('WP_SITEURL','http://www.example.com');
এক্সামফুলের জায়গায় আপনার সাইটের ডোমেইন নেইম দিবেন।
নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ।
এই সলিউশন কিভাবে কাজ করে?
টেকনিক্যালি বলতে গেলে www নিজেই এর সাবডোমেন! তারমানে বুঝা যাচ্ছে, www url যুক্ত ডোমেন এবং www url ছাড়া ডোমেন টোটালি ভিন্ন। তাই একই এড্রেসে ইউআরএল আপডেট করার ফলে আর ভিন্ন ভিন্ন ডোমেনের অস্তিত্ব থাকে না। তাই লগিং আউটের প্রব্লেমটাও আর থাকে না!
আশাকরি আর্টিকেলটি আপনাকে লগিং আউট ইস্যু ফিক্স করতে হেল্প করবে।
এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com