HomeBlogওয়ার্ডপ্রেসের RSS Feed Errors কিভাবে ফিক্স করবেন?

ওয়ার্ডপ্রেসের RSS Feed Errors কিভাবে ফিক্স করবেন?

ওয়ার্ডপ্রেসের RSS Feed Errors কিভাবে ফিক্স করবেন

বেশির ভাগ ক্ষেত্রেই poor ফরম্যাটিং এর কারণে RSS Feed Errors হয়ে থাকে। RSS Feed Errors সাধারণত নিচের মত দেখায়-

XML Parsing Error: XML or text declaration not at start of entity
Location: http://example.com/feed
Line Number 2, Column 1:

আপনার ব্রাউজারের উপর ডিপেন্ড করে আপনি কি ধরণের RSS Feed Errors দেখবেন। এছাড়া ফিড ব্রাউজের সময়ও এ ধরণের এরর মেসেজও পেতে পারেন-

Warning: Cannot modify header information – headers already sent by (output started at /home/username/example.com/wp-content/themes/twentysixteen/functions.php:433) in /home/username/example.com/wp-includes/pluggable.php on line 1228

ওয়ার্ডপ্রেসের আউটপুট RSS হল একধরণের নিয়ন্ত্রিত মার্কআপ ল্যাংগুয়েজ! একটা লাইন মিসিং লাইন কিংবা একটা এক্সটা ট্যাব আপনার RSS ফিড ব্র‍্যাক করতে পারে!

আপনি কি আপনার সাইটে RSS Feed Errors দেখছেন? সম্প্রতি আমাদের একজন ইউজার ওয়ার্ডপ্রেসের RSS Feed Errors কিভাবে ফিক্স করবে সে ব্যাপারে জানতে চায়। RSS Feed Errors এর বিভিন্ন রকমভেদ রয়েছে এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন অথবা থিমের চেঞ্জের জন্যেও এটা হতে পারে! এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে RSS Feed Errors ফিক্স করবেন।

RSS Feed Errors এর সবচেয়ে কমন কারণ-

পুউর ফরম্যাটিং এর কারণেই বেশিরভাগ ক্ষেত্রে RSS Feed Errors হয়ে থাকে।
এছাড়া ওয়ার্ডপ্রেস প্লাগইন অথবা থিমের চেঞ্জের জন্যেও এটা হতে পারে!

ম্যানুয়ালি কিভাবে RSS Feed Errors ফিক্স করবেন?

উপরেই বলা হয়েছে, poor ফরম্যাটিং এর কারণেই বেশিরভাগ ক্ষেত্রে RSS Feed Errors হয়ে থাকে। এই poor ফরম্যাটিং হতে পারে আপনার প্লাগইন অথবা থিমে অতিরিক্ত একটা ব্ল্যাংক স্পেস অথবা কোন একটা মিসিং লাইনের কারণে।

আপনি যদি সম্প্রতি আপনার থিম অথবা চাইল্ড থিমে নতুন কোন কোড এড করে থাকেন তাহলে আপনাকে এটা আবার চেঞ্জ করতে হবে।

এখন খেয়াল করে দেখুন,প্লাগইনের ফাংশন ফাইলের শেষে closing php tag দেয়া আছে কিনা এবং এটাও নিশ্চিত করুন সেখানে অতিরিক্ত কোন স্পেস অথবা মিসিং লাইন আছে কিনা!
সম্ভবত ফাংশন ফাইলের শেষে closing php tag এর দরকার হয় না! তাই ভালো হবে যদি আপনি সকল closing php tag রিমুভ করে দেন।

বেশিরভাগ সময় এটা করার পর RSS Feed Errors প্রব্লেম ফিক্স হয়ে যায়। যদি আপনার ক্ষেত্রে এভাবে এরর ফিক্স না হয়ে থাকে তাহলে আপনাকে আর্টিকেলটি কন্টিনিউ করতে হবে!

নিয়মিত হোস্টিং প্রোবলেমের সমাধান পেতে জয়েন করে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপে - হোস্ট দ্যা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ

প্লাগইন ইউস করে RSS Feed Errors ফিক্স করুন-

প্লাগইন ইউস করে RSS Feed Errors ফিক্স

প্রথমে আপনাকে Fix My Feed RSS Repair প্লাগইন ইন্সটল এবং এক্টিভ করতে হবে। প্লাগইন এক্টিভ হয়ে গেলে আপনাকে Tools>> RSS Feed Fix পেইজে এক্সেস করতে হবে।-

তারপর Fix Feed বাটনে ক্লিক করুন,মোটামুটি সব কাজ করা শেষ!

এখন ব্রাউজার উইন্ডোতে আপনার ফিড ব্রাউজ করে দেখুন। মনে হয় না,আর সমস্যা আছে!

আশাকরি আর্টিকেলটি আপনাদের ওয়ার্ডপ্রেসের RSS Feed Errors কিভাবে ফিক্স সে ব্যাপারে হেল্প করবে।
আমাদের হোস্টিং প্ল্যানগুলো জানার জন্যে এখানে ক্লিক করুন।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/৭ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।
আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com   

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments