HomeBlogকিভাবে ওয়ার্ডপ্রেসের Secure Connection Error ফিক্স করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের Secure Connection Error ফিক্স করবেন?

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Secure Connection Error দেখতে পাচ্ছেন? এটা ওয়ার্ডপ্রেসের একটা কমন এরর। এটা সাধারণত তখনি হয় যখন আপনি অফিসিয়াল ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকে কোন ওয়ার্ডপ্রেস থিম অথবা প্লাগইন ইন্সটল অথবা আপডেট দিতে চেষ্টা করেন। এই আর্টিকেলে আমরা দেখাবো কেন এই এররটি হয় এবং কিভাবে খুব সহজেই Secure Connection Error ফিক্স করা যায়!

কী কারণে ওয়ার্ডপ্রেসে Secure Connection Error দেখায়?

ওয়ার্ডপ্রেসের আপডেট ম্যানেজ করার জন্যে একটি বিল্ডইন সিস্টেম আছে। এই সিস্টেমটি রেগুলার আপডেট চেক করে এবং থিম অথবা প্লাগইনের আপডেটের নোটিফিকেশন মেসেজ দেয়।

এই আপডেট চেক অথবা ইন্সটলের জন্যে এটাকে ওয়ার্ডপ্রেস ডট অর্গের ওয়েবসাইটে কানেক্ট হতে হয়। কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভারের মিস কনফিগারেশনের কারণে অনেক সময় আপনার সাইট ওয়ার্ডপ্রেস ডট অর্গে কানেক্ট হতে পারে না!

আর এই কারণেই নিচের মেসেজের মত আপনার সাইটে Secure Connection Error দেখতে পান

An unexpected error occurred. Something may be wrong with WordPress.org or this server’s configuration. If you continue to have problems, please try the support forums. (WordPress could not establish a secure connection to WordPress.org. Please contact your server administrator.) in /home/username/public_html/wp-admin/includes/update.php on line 122

চলুন দেখে নেয়া যাক কিভাবে খুব সহজেই Secure Connection Error ফিক্স করা যায়

ওয়ার্ডপ্রেসের Secure Connection Error ফিক্স করুন

বিভিন্ন উপায় আছে যার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের Secure Connection Error ফিক্স করা যায়। আপনি আপনার সমস্যার ধরণ অনুযায়ী নিচের যেকোন একটা সলিউশন এপ্লাই করতে পারেন।

হোস্টিং এবং সার্ভার রিলেটেড ইস্যু

আপনার শেয়ারড হোস্টিং সার্ভার যদি DDos এট্যাকের আন্ডারে থাকে তাহলে ওয়ার্ডপ্রেস ডট অর্গে কানেকশন টাইম আউট Secure Connection Error এর কারণ হতে পারে।

এই অবস্থায় আপনি কিছু সময় ওয়েট করে আবার ট্রাই করতে পারেন। কিছুক্ষণ পর যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার উচিত হোস্টিং কোম্পানিকে এ ব্যাপারে অবহিত করা।

ক্লাউড অথবা ভিপিএস সার্ভার কানেক্টিভিটি ইস্যু

কিন্তু আপনি যদি ক্লাউড অথবা ভিপিএস হোস্টিং ইউস করেন তাহলে এমনটা হতে পারে- ডিএনএস ইস্যুর সমস্যার কারণে আপনার সার্ভার ওয়ার্ডপ্রেস ডট অর্গে কানেক্ট হতে পারছে না!

এই অবস্থায় আপনি আপনার সার্ভার ডিরেক্টরি ওয়ার্ডপ্রেস ডট অর্গে পয়েন্ট করতে পারেন। আপনাকে এসএসএইচ ইউস করে সার্ভারে কানেক্ট হতে হবে।

এসএসএইচ হচ্ছে সিকিউর সেলের শর্ট ফর্ম যার এনক্রিপ্টেড প্রটোকল যা আপনাকে কমান্ড লাইন টুলস ইউস করে আপনার সার্ভারে কানেক্ট হতে সাহায্য করবে!

উইন্ডোজ ইউজাররা এর জন্যে PuTTy টুলস ইউস করতে পারেন আর অন্যদিকে ম্যাক এবং লিনাক্স ইউজাররা এর জন্যে টার্মিনাল এপ ইউস করতে পারেন।

এখন আপনাকে ক্রেডেনশিয়াল শেল এক্সেস দিয়ে আপনার হোস্টিং একাউন্টে লগিন করতে হবে। আপনি এই ইনফরমেশন আপনার হোস্টিং একাউন্টের সিপ্যানেল ড্যাশবোর্ড থেকে পেতে পারেন অথবা আপনার হোস্টিং প্রোভাইডরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন।

এই টার্মিনালে আপনি আপনার সার্ভারে কানেক্ট হতে পারবেন। যা নিচের মত দেখাবে-

ssh username@example.com

এখানে ইউজার নেইমের জায়গায় আপনার নাম দিবেন এবং এক্সামফুল ডট কমের জায়গায় আপনার ডোমেন নেইম দিয়ে রিপ্লেজ করুন।

এখন কানেক্ট হয়ে গেলে আপনাকে নিচের কমান্ডটা রান করাতে হবে।

sudo nano /etc/hosts

এটা একটা ফাইল ওপেন করবে এবং সবার নিচে এই কোডটা এড করতে হবে

66 155 40 202 api wordpress org

এখন আপনাকে এই চেঞ্জটা সেভ করে, এডিটর থেকে বের হয়ে আসুন। এখন আপনার সাইট আবার ভিজিট করে দেখুন প্রব্লেম সলভ হয়েছে কিনা।

ওয়ার্ডপ্রেসের Localhost এর Secure Connection Error ফিক্স করুন

আপনি যদি নিজস্ব হোস্টে ওয়ার্ডপ্রেস রান করে থাকেন তাহলে আপনি পিএইচপিতে সিইউআরএল এক্সটেনশন এনাবল পাবেন না! ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকে আপডেটের জন্যে এই এক্সটেনশনের এক্সেস দরকার হয়!

আপনাকে আপনার কম্পিউটারের php.ini ফাইল এডিট করতে হবে। এটা সাধারণ পিএইপি ফোল্ডারের Mamp, Xampp, WAMP এ থাকে।

আপনি যদি উইন্ডোজ ইউজার হোন তাহলে নিচের লাইনটি খেয়াল করুন

;extension=php_curl.dll

আর ম্যাক এবং লিনাক্স ইউজার নিচের লাইনটি খেয়াল করুন

;extension=curl.so

এখন আপনাকে টেক্সের আগের সেমিকোলটি রিমুভ করতে হবে এক্সটেনশনটি এনাবল করার জন্যে। আর এদিকে php.ini ফাইলের চেঞ্জেস সেভ করতে ভুলবেন না!

ফায়ারওয়ালের ওপেন পোর্টস চেক

যদি আপনার cURL extension প্রোপারলি লোকাল সার্ভারে ইন্সটল হয়ে থাকে তাহলে আপনাকে এখন ইন্টারনেট কানেকশন ফায়ারওয়াল চেক করতে হবে।

আপনার কম্পিউটার ফায়ারওয়াল সম্ভবত লোকাল সার্ভার থেকে ওয়ার্ডপ্রেস ডট অর্গে আউট গোয়িং কানেকশন ব্রোক করে থাকতে পারে। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে স্টার্ট বাটনে প্রেস দিয়ে উইন্ডোজ ফায়ালওয়াল সার্চ করুন। ম্যাক ইউজাররা ফায়ালওয়াল সেটিং পাবেন এখানে-

System Preferences » Security & Privacy

আপনাকে আপনার ফায়ারওয়াল এলাও প্রোগ্রামে ইনকামিং এবং আউটগ্রোয়িং কানেকশন এলাও করার জন্যে Apache এড করতে হবে।

আপনাকে এখন Apache রিস্টার্ট দিতে হবে হবে এর ইফেক্ট দেখার জন্যে।

আশাকরি আর্টিকেলটি আপনাকে ওয়ার্ডপ্রেসের secure connection error ফিক্স করতে সাহায্য করবে।

আর এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/হেল্প সাপোর্ট দিয়ে থাকি

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments