HomeBlogকিভাবে ওয়ার্ডপ্রেসের ‘ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট’ এরর ফিক্স করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেসের ‘ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট’ এরর ফিক্স করবেন?

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট' এরর দেখতে পাচ্ছেন? এর ফলে আপনি যখন কোন ওয়ার্ডপ্রেস থিম বা প্লাগইন ইন্সটল দিতে যান তখন তা আর কমপ্লিট করতে পারেন না! এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট' এরর ফিক্স করতে হয়।

কী কারণে ওয়ার্ডপ্রেসে ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট' এরর হয়?

এই এররের ফলে আপনি যখন কোন ওয়ার্ডপ্রেস থিম অথবা প্লাগইন ইন্সটল করতে যান তখন ওয়ার্ডপ্রেস আপনার থিম অথবা প্লাগইনের নামে জিপ ফাইল এক্সটার্ক্টড করে ফোল্ডার ক্রিয়েট করে!

তাই ওয়ার্ডপ্রেসে যখন একই নামে আগে কোন ফোল্ডার থেকে থাকলে নতুন করে তা আবার ইন্সটল হয় না! নতুন কিছু ইন্সটল দিতে গেলে নিচের মত এরর মেসেজ আসে:

Destination folder already exists. /home/user/example.com/wp-content/plugins/wpforms/

Plugin install failed.

প্রথমে আপনার করা উচিত তা হলো- আপনার থিম অথবা প্লাগইন পেজে ভিজিট করে নিশ্চিত হওয়া একই থিম বা প্লাগইন আগে থেকেই ইন্সটল করা আছে কিনা। যদি দেখেন একই নামের প্লাগইন বা থিম ইন্সটল করা নেই তাহলে এটা দুইটা বিষয় মিন করে:

  • আগের বার থিম অথবা প্লাগইন ডিলেট করার চেষ্টা সাকসেস হয়নি। তাই থিম অথবা প্লাগইন ফোল্ডারে এর ফাইলগুলো থেকে গেছে!
  • অথবা আগেরবার ইন্সটলেশন করার প্রচেষ্টা ইন্টারাপ্টেড হয়ে যা খালি ডেস্টিনেশন ফোল্ডার ক্রিয়েট করেছে!

অথবা একই নামে এমন কোন ফোল্ডার রয়েছে যা থিম বা প্লাগইন ইন্সটল করার ট্রাই করছে! তাই এই ফোল্ডারটি থিম বা প্লাগইন ইন্সটলে বাধা দিচ্ছে!

অনেক কথা হল,চলুন এবার দেখে নেয়া যাক কিভাবে 'ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট' এরর ফিক্স করবেন!

ওয়ার্ডপ্রেসের 'ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট' এরর ফিক্স করুন

প্রথমে আপনাকে এফটিপি ক্লায়েন্ট অথবা সিপ্যানেল ফাইল ম্যানেজার ইউস করে ওয়ার্ডপ্রেস সাইটে কানেক্ট হতে হবে।

কানেক্ট হয়ে গেলে আপনাকে /wp-content/plugins/ or /wp-content/themes/ folder এ যেতে হবে (নির্ভর করছে আপনি কি ইন্সটল করতে চাচ্ছেন)

এখন আপনি প্লাগইন অথবা থিমে গিয়ে সেই ফোল্ডারগুলো খুজে বের করুন যা আপনি ইন্সটল করতে চাচ্ছেন। খুজে বের করা হয়ে গেলে সেগুলো ডিলিট করে দিন।

এখন আপনি আবার ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়ারে গিয়ে পুনরায় প্লাগইন ইন্সটল করার জন্যে ট্রাই করুন।

আশাকরি আপনি এখন কোন প্রকার এরর ছাড়াই আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস থিম অথবা প্লাগইন ইন্সটল করতে পারবেন।

এই আর্টিকেলটি যদি আপনার 'ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সজিস্ট' এরর ফিক্স করতে হেল্প করে থাকে তাহলে চাইলেই আমাদের ইউটিউব চ্যানেলে সাবক্রাইব করে নিতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/ হেল্প সাপোর্ট দিয়ে থাকি।

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments