HomeBlogকিভাবে প্রোপারলি সাবডোমেন থেকে রুট ডোমেনে ওয়ার্ডপ্রেস মুভ করবেন?

কিভাবে প্রোপারলি সাবডোমেন থেকে রুট ডোমেনে ওয়ার্ডপ্রেস মুভ করবেন?

আপনি কি সাব ডোমেন থেকে রুট ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেস সাইট মুভ করতে চান? এটা খুব সহজ ব্যাপার এছাড়া কিছু দিক -নির্দেশনা ফলো করলে সাইট মুভ করার পরই আপনার এসইওতে তেমন প্রভাব পড়বে না! আর এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস সাইটকে সাব ডোমেন থেকে রুট ডোমেনে মুভ করবেন।

ওয়ার্ডপ্রেসকে সাব ডোমেন থেকে রুট ডোমেনে ট্রান্সফার-

সাবডোমেন হচ্ছে আপনার রুট ডোমেনের একটি এক্সটেনশন। উদাহরণ হিসেবে, http://yourwebsite.example.com হচ্ছে example.com এর সাবডোমেন! তাই এক্ষেত্রে example.com হচ্ছে রুট ডোমেন।

সার্চ ইঞ্জিনগুলো সবসময় সাবডোমেনগুলো আলাদা ওয়েবসাইট হিসেবে মার্ক করে। তাই কোন সাইট সাবডোমেন থেকে রুট ডোমেনে ট্রান্সফার করার আগে নিশ্চিত হওয়া উচিত আপনি প্রোপারলি সাইট রিডাইরেক্টশন করতে পেরেছেন। এটা আপনাকে,সাইট মুভ করার পরও এসইও র‍্যাঙ্ক ধরে রাখতে হেল্প করবে।

নতুন কোন হোস্টিং কিংবা নিউ ডোমেনে ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করার চেয়ে, সাইটকে সাবডোমেন থেকে রুট ডোমেনে ট্রান্সফার করা অধিকতর সহজ বিষয়!

কারণ নরমালি সাব এবং রুট ডোমেন একই হোস্টিং এ থাকায় কিছু স্টেপ স্কিপ করে যাওয়া যায়!

তাহলে চলুন দেখে নেয়া যাক,কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে সাবডোমেন থেকে রুট ডোমেনে মুভ করবেন

স্টেপ ১: আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কমপ্লিট ব্যাকআপ ক্রিয়েট করুন

আপনার সবসময় সাইটের অটোমেটিক ব্যাকআপের জন্য কোন একটা ব্যাকআপ সলিউশন ইউস করা উচিত। ওয়ার্ডপ্রেসের হরেক রকম ব্যাকআপ প্লাগইন আছে যার মাধ্যমে আপনি সহজেই আপনার ওয়ার্ডপ্রেস কনটেন্ট সেভ রাখতে পারবেন!

যদি আপনি অলরেডি ব্যাকআপ প্লাগইন ইন্সটল করে থাকেন তাহলে আপনি এই স্টেপটি বাদ দিয়ে যেতে পারেন।

এই স্টেপটি আপনাকে মনে করিয়ে দেয়ার জন্যে আলোচনায় এসেছে। কেননা আপনি যদি অটোমেটিক্যালি আপনার সাইটের ব্যাকআপ নিয়ে থাকেন,তারপরই আপনাকে আপনার সাইটের কমপ্লিট ব্যাকআপ নিয়ে রাখতে হবে। যার ফলে আপনার ডাটাবেস ব্যাকআপটাও হয়ে যাবে এছাড়া ওয়ার্ডপ্রেসের অন্যান্য ফাইলস এবং ফোল্ডারও সেভ থাকবে।

একবার কমপ্লিট ব্যাকআপ নেয়া হয়ে গেলে আপনার কম্পিউটার কিংবা ডেস্কটপের নিরাপদ জায়গায় সেভ করে রাখুন।

স্টেপ ২: সাবডোমেন থেকে রুট ডোমেনে ওয়ার্ডপ্রেস ফাইল মুভ করুন

প্রথমে আপনাকে এফটিপি ক্লায়েন্ট,সিপ্যানেল অথবা ফাইল ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে কানেক্ট হতে হবে। সাইটে কানেক্ট হয়ে গেলে,আপনার সাইটের সাবফোল্ডার লোকেশনে গিয়ে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল কম্পিউটারে ডাউনলোড করে রাখুন।

তারপর রুট ডোমেন থেকে public_html ফোল্ডার ওপেন করুন। public_html ফোল্ডারের নাম আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং সেটআপের উপর নির্ভর করছে। এটা www দিয়েও হতে পারে অথবা আপনার ডোমেন নেইমের পরই হতে পারে।

এখন আপনাকে ডাউনলোড করা সকল ওয়ার্ডপ্রেস ফাইলগুলোকে,রুট ডিরেক্টরিতে আপলোড করতে হবে।

স্টেপ ৩: ওয়ার্ডপ্রেস ইউআরএল এবং সাইট ইউআরএল সেটিং চেঞ্জ করুন

একবার ওয়ার্ডপ্রেস ফাইলস মুভ করা হয়ে গেলে,আপনি রুট ডোমেনের ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়াতে এক্সেস করতে পারবেন না! আপনি যদি তখন রুট ওয়েবসাইটে এক্সেস করতে চান,তখন তা আপনাকে সাবডোমেন ওয়েবসাইট এডমিন এরিয়াতে ব্যাক নিবে!

তাই এটা ফিক্স করার জন্যে, এফটিপি ক্লায়েন্টে সুইচ করে আপনার ডোমেন নেইমের রুট ডিরেক্টরিতে যান। এরপর আপনাকে wp-config.php ফাইলটি এডিট করতে হবে এবং That’s all, stop editing! Happy blogging এর আগে নিচের লাইনগুলো এড করে দিতে হবে-


define('WP_HOME','http://example.com');

define('WP_SITEURL','http://example.com');

example.com এর জায়গায় আপনার ডোমেন নেইম রিপ্লেস করতে ভুলবেন না! এখন আপনি যদি আপনার রুট ডোমেনের আগে www ইউস করতে চান তাহলে আপনাকে www সহ ইউআরএল এন্টার করতে হবে।

চেঞ্জেসগুলো সেভ করে,পুররায় wp-config.php ফাইল সাইটে আপলোড করুন।

এখন আপনি রুট ডোমেন নেইমেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন এরিয়াতে ভিজিট করতে পারবেন।

স্টেপ ৪: ইউআরএলস আপডেট

যদিও আপনার ওয়ার্ডপ্রেস সাইট রুট ডোমেনে মুভ হয়েছে তবুও ওয়ার্ডপ্রেস ডাটাবেসে আপনার সাবডোমেনে লিংক আছে।

চলুন এটা ফিক্স করা যাক

এখন আপনাকে Velvet Blues Update URLs প্লাগইন ইন্সটল করে এক্টিভ করতে হবে।

প্লাগইন ইন্সটল হয়ে গেলে আপনাকে Tools » Update URLs পেইজে ভিজিট করতে হবে।

এখন এই পেইজে আপনাকে ওল্ড ইউআরএলের পরে সাবডোমেন ইউআরএল ইন্টার করতে হবে। এবং নিউ ইউআরএল এর জায়গায় আপনার রুট ডোমেন ইউআরএল ইউস করুন। এখন, Choose which URLs should be updated’ area, তে আপনাকে ‘All GUIDs ব্যতীত সবগুলোতে চ্যাক মার্ক দিতে হবে।

এটা করা হয়ে গেলে,Update URLs Now’ বাটনে ক্লিক করে কনটিনিউ করুন।

এই প্লাগইনটি এখন আপনার সকল ইউআরএল ওয়ার্ডপ্রেস ডাটাবেসে আপডেট করবে। এটা কিছুটা সময় নিবে। আপডেট কমপ্লিট হলে,সাকসেসফুল একটা মেসেজ পাবেন।

স্টেপ ৫: সকল সাবডোমেই ট্রাফিককে রুট ডোমেনে রিডাইরেক্ট করুন

আমরা এতক্ষণ ওয়ার্ডপ্রেস ফাইল মুভ করেছি,এখন আমাদেরকে সাবডোমেনের সকল ট্রাফিককে রুট ডোমেনে রিডাইরেক্ট করা নিশ্চিত করতে হবে।

আপনার সাবডোমেই ফোল্ডারে গিয়ে,নিশ্চিত করুন আপনার হিডেন ফাইলগুলো ভিজিবল আছে!

আপনার এফটিপি ক্লায়েন্ট সেটিনংস এ সবসময় একটা অফশন থাকে হিডেন ফাইল শো করার জন্যে। FileZilla তে এটা Server > Force Showing Hidden Files’ এর নিচে অবস্থান করে।

কিন্তু আপনি যদি সিপ্যানেল ফাইল ম্যানেজার ইউস করে থাকেন তাহলে সেটিংস বাটনের একদম উপরের ডানদিকের অফশনে ক্লিক করুন। এটা আপনাকে preferences পপআপে নিয়ে যাবে। এখন আপনাকে Show hidden files বাটনে ক্লিক করে সেভ বাটন চাপতে হবে।

যদি আপনার সাবডোমেনে অলরেডি .htaccess file এর ফোল্ডার থেকে তাকে তাহলে এটা ডিলেট করে নতুন একটা .htaccess file ক্রিয়েট করতে হবে! এবং নতুন .htaccess file ফাইলে আপনাকে নিচের কোডটি পেস্ট করতে হবে-



<IfModule mod_rewrite.c>

RewriteEngine On

RewriteBase /

RewriteCond %{HTTP_HOST} ^yoursubdomain.example.com$ [NC]

RewriteRule ^(.*)$ "http://example.com/$1" [R=301,L]

</IfModule>

সাবডোমেনের জায়গায় আপনার সাবডোমেন নেইম এবং example.com এর জায়গায় আপনার ডোমেন নেইম রিপ্লেস করুন।

এখন আপনি যদি আপনার রুট ডোমেনের আগে www ইউস করতে চান তাহলে আপনাকে www সহ ইউআরএল এন্টার করতে হবে।

এখন চেঞ্জেসগুলো সেভ করে .htaccess ফাইলটি সার্ভারে আপলোড করে দিন।

দেটস অল, আপনি আপনার সাইট সাকসেসফুললি সাবডোমেন থেকে রুট ডোমেন মুভ করতে পেরেছেন। এখন আপনার সাইটে ভিজিট করে দেখতে পারেন। এছাড়া সাইট টেস্ট করে দেখুন সব ঠিকঠাক চলছে কিনা।

আশাকরি আর্টিকেলটি আপনাকে সাবডোমেন থেকে রুট ডোমেনে সাইট মুভ করতে হেল্প করবে।

আর এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন

আমাদের ফেইসবুক গ্রুপেও এড হয়ে নিতে পারেন

এছাড়া আমরা Host The Website টিম আমাদের ক্লায়েন্টের সার্ভার সংক্রান্ত সকল সমস্যার ২৪/হেল্প সাপোর্ট দিয়ে থাকি

আর যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১২১০৩৪৮ নাম্বারে এবং ইমেইল করতে পারেন এখানে sales@hostthewebaite.com or support@hostthewebsite.com

ফাহাম তানভীর
ফাহাম তানভীরhttps://hostthewebsite.com/
সবারই কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে আগ্রহ থাকে আর আমার প্যাশনের জায়গাটা হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করা। হোস্টিং নিয়ে কাজ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না! আমি বেশ কিছু মাস ধরেই Host The Website এর সাথে আছি এর একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে গ্রোয়িং হোস্টিং প্রভাইডার এটি। এছাড়া এই হোস্টিং কোম্পানি আমার প্যাশনের জায়গাটাও ফুলফিল করছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments